হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটি শিক্ষনীয় গল্প নিয়ে হাজির হলাম চলুন শুরু করা যাক তাহলেঃ- একটি ছোট্ট ইটালির শহরে, কয়েকশ বছর আগে, একটি ছোট সৎ ব্যবসায়ের মালিক একজন বিত্তশালী ব্যাক্তির কাছে অনেক টাকা ধার দিয়েছিলেন। ব্যাক্তিটি খুব কুসসিত চেহারার লোক ছিল। তিনি ব্যবসায়ীর মালিকের কন্যাকে বিবাহ করতে চেয়েছিল। তিনি ব্যবসায়ীকে এমন একটি প্রস্তাব দেওয়ার চিন্তা করেছিলেন যে তার ঋণ পুরপুরি শোধ হয়ে যাবে যদি তার মেয়েকে বিয়ে দেয় তার সাথে। কিন্তু ওই ব্যবসায়ী এই প্রস্তাবটি খুব ঘৃণার চোখে দেখেছিল। ব্যাবসায়ী তার মেয়েকে ওই বিত্তশালী লোকটির সাথে বিয়ে দিতে রাজি না হওয়ায় বিত্তশালী ব্যাক্তিটি ব্যাবসায়ীকে বন্দি করে ফেলে। এই জেনে ব্যবসায়ীর মেয়ে ওখানে ছুটে এসে বিত্তশালী লোকটির পা জড়িয়ে ধরে বলেঃ আমার বাবাকে দয়া করে ছেড়ে দিন, আপনি যা বলবেন, আমি তাই করতে রাজি। তখন বিত্তশালী কুতসিত লোকটি মেয়েটাকে প্রস্তাব দেয় যে তুমি আমাকে বিবাহ করলে আমি তোমার বাবাকে ছেড়ে দেব। কিন্তু মেয়েটির বাবা মেয়েটিকে বলে মা তুই ওই খারাপ লোকটার প্রস্তাবে বিয়ে করতে রাজি হোস না। আর ব্যবসায়ী সয়তান লোকটাকে বলেঃ আপনি আমাকে যা করতে বলবেন তাই করবো দয়া করে আমার মেয়ের জীবন নষ্ট করবেন না। তখন দুষ্টু লোকটি একটা বুদ্ধী বের করে সে বলেঃ একটা ব্যাগে আমি দুইটি নুড়ি পাথর রাখবো একটি সাদা এবং একটি কালো। যেকোন একটি পাথর আপনাকে তুলতে হবে যদি সাদা পাথর উঠান তাহলে আমি আপনার টাকা পরিশোধ করে আপনাকে মুক্ত করে দেব। আর যদি কালো পাথর উঠে তাহলে আমি আপনার মেয়েকে বিবাহ করবো। ব্যবসায়ী কোন উপায় না পেয়ে আল্লাহর নাম নিয়ে তার প্রস্তাবে রাজি হয়। কিন্ত দুষ্টু লোকটি ব্যাগে ২টাই কালো পাথর রাখে এবং পাথর তুলতে বলেন ব্যবসায়ীকে। এদিকে ব্যবসায়ীর মেয়ে এটা লক্ষ করে এবং তার বাবাকে জানাই কিন্তু দুষ্টু লোকটি হাতের ভেতর থেকে সাদা কাল দুইটা পাথরি তাদের দেখাই এবং আবার ব্যাগে রেখে দেয় পাথর দুটি। দুষ্টু লোকটি চালাকি করে এই কাজ করে। তাদের সামনে কিন্তু ব্যাগে শুধুমাত্র কালো পাথরই রাখে। মেয়েটি বুঝতে পেরেও নিরুপাই হয়ে চুপ করে থাকে। ব্যবসায়ীকে এবার ব্যাগ থেকে একটি পাথর তুলতে বলে দুষ্টু লোকটি। ব্যবসায়ী চোখ বন্ধ করে আল্লাহর নাম নিয়ে একটি পাথর তোলে এবং অলৌকিক ভাবে সাদা পাথর তার হাতে উঠে আসে। তখন দুষ্টু লোকটি অবাক হয়ে তার ব্যাগের ভেতর হাত দিয়ে পাথর বের করে এবং দেখে ওখানে সবকটি পাথর সাদা। দুষ্টু লোকটি তার ভুল বুঝতে পারে এবং সৎ ব্যবসায়ীর টাকা পরিশোধ করে তার মেয়ে ও তাকে ছেড়ে দেয়।
গল্পের শিক্ষা:
যেকোন শক্ত পরিস্থিতি কাটিয়ে ওঠা এবং সততার সাথে সর্বদা আপনার সৃষ্টিকর্তার নাম স্বরণ করলে। আল্লাহ সর্বদা আপনার সহায় থাকবেন। ধন্যবাদ সবাইকে গল্পটি ভাল লাগলে শেয়ার করবেন।