আজকের আর্টিকেলটি একটু ট্রিকি হতে চলেছে।আমি চাইলেই আর্টিকেলটি লোভনীয় করতে পারতাম, ১মিনিটের জায়গায় Unlimited বলাতাম।কিন্তু মিথ্যে শিরোনামে লাভ টা কী?কষ্ট করে লোভনীয় শিরোনাম দেখে পোস্টে প্রবেশ করলেন অথচ দেখলেন কাহিনী অন্যরকম তখন বকতেই ইচ্ছে করবে স্বাভাবিক। যাইহোক কথা বেশী না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের আর্টিকেল।
প্রথমেই বলেছিলাম ১ মিনিট ১ মিনিট করে ফ্রি পাবেন.অর্থাৎ প্রথম একমিনিট কথা বলা শেষ হয়ে গেলে আবার একমিনিট মিনিট কথা বলতে পারবেন। তবে এই ক্ষেত্রে অন্যান্য এপ গুলোর মতো কষ্ট করে সারাদিন Add দেখতে হবে না। অর্থাৎ Unlimited Account খু্লে পাবেন Unlimited 1 মিনিট 1 মিনিট করে কথা বলার সুযোগ। এখন কী করতে হবে এর জন্য?
এর জন্য মূলত ২ টি অ্যাপস লাগবে, একটি হলো Tempmail, অন্যটি 2ndline. প্লে স্টোরে দুটি অ্যাপসই পেয়ে যাবেন।তাই প্রথমে প্লে স্টোর থেকে এই দুইটি অ্যাপস ডাউনলোড করে ইন্সটল করে ফেলুন।
তারপর কিছু স্টেপ অবলম্বন করতে হবে।
প্রথম স্টেপঃTempmail এর কাজটা আগে করুন।Tempmail এ ঢুকুন। ঢুকলেই দেখবেন একটা Email address show করছে। এটি পছন্দ না হলে Change এ ক্লিক করে আরেকটি Address ও নিতে পারবেন।তবে এই ধরণের মেইল শুধুই Account খোলার জন্য।তারপর যে E-mail address show করবে তার নিচে কপিতে ক্লিক করুন। Email কপি হয়ে গেল। ব্যাস প্রথম কাজ সহজেই সমাপ্ত।
এবার চলুন দ্বিতীয় স্টেপে যাই।
দ্বিতীয় স্টেপঃএবার 2ndline App এ ঢুকুন।তারপর Get Started এ ক্লিক করুন।তারপর যেই Email Address পেয়েছেন সেটি পেস্ট আর পরবর্তীতে পাসওয়ার্ড দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিন।
আর ব্যাস্ আপনার কাজ শেষ। আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, এবার কী করবেন?
অ্যাকাউন্ট খুললে দেখবেন উপরে ডানপাশে একটি কলিং লোগো Show করছে, সেখানে ক্লিক করবেন। পরে দেখবেন Country Name show করছে সেখানে ঢুকে Bangladesh Select করুন আর আপনি যাকে ফোন দিবেন তার নাম্বারটি বসান।তবে এখানে কান্ট্রি কোড আর 0 বসানোর দরকার নেই সরাসরি নাম্বারটি দিয়ে দিন।অর্থাৎ 171234***। আর এভাবে যে কারো কাছে ১ মিনিটের জন্য ফোন করে কথা বলতে পারবেন। একটা জিনিস জানিয়ে রাখা ভালো যাকে ফোন করবেন তার নরমাল ফোন মানে যেটাকে কোডি ফোন বলি,সেটা হলেও হবে।অর্থাৎ যাকে ফোন দিবেন তার ইন্টারনেট কানেকশনের দরকার নেই। তবে আপনার ইন্টারনেট ব্যবহার করাটা বাধ্যতামূলক।
কথা বলা শেষ হয়ে গেলে 2ndline App টির উপরে বা পাশে মেন্যু অপশন দেখবেন সেখানে ক্লিক করে Settings এ যান, আর তারপর লগআউট দিন।এবার প্রথমে যেই প্রসেস বলেছি সেই প্রসেস অনুসরণ করে আবার অ্যাকাউন্ট খুলুন আর ফ্রি ১ মিনিট পান।তবে পরবর্তীতে যতবার Tempmail এ যাবেন বর্তমান Mail টি অর্থাৎ যেটি দিয়ে Account খুলেছেন সেটি অবশ্যই চেঞ্জ করে নিবেন।পুরো প্রসেসটা করতে ১ মিনিটের বেশী সময় লাগার কথা না।আমি কয়েক সেকেন্ডই খুলে ফেলি।তবে মেইল অ্যাড্রেস চেঞ্জ করার সময় মাঝে মাঝে যে ভিডিও Add আসে সেগুলো পুরোপুরি দেখে নেবেন,নাহলে মেইল কপি হবে না।
আর এইভাবেই Unlimited Account খুলে নিতে পারেন Unlimited 1 minutes.আশা করি আর্টিকেলটি ভাল লেগেছে।কোথাও ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
আর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ।সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন।