আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভাল আছেন।
মুভি প্রেমী মানুষের জন্য আজকের এই ট্রিক্সটি। অনেকেই আছেন যারা চায়না, ইংলিশ, হিন্দি মুভি দেখতে পছন্দ করেন। অনেকে তামিল মুভি দেখতে পছন্দ করেন। মূলত বাংলাদেশে সবথেকে তামিল এবং হলিউড মুভি গুলো বেশি চলে। কিন্তু সমস্যা হল এসব মুভিগুলোর ভাষা আপনারা বুঝতে পারেন না। যে কারণে আপনারা মুভির আসল মজাটা বুঝেন না। মুভিতে তারা যে ভাষা ব্যবহার করছে সে ভাষাটা যদি আপনি না বুঝতে পারেন তাহলে মুভির আসল ঘটনা আপনি বুঝতে পারবেন না আর এভাবে মুভি দেখতেও খুবই বিরক্ত লাগে। বিশেষ করে তামিল মুভি গুলো খুবই বিরক্ত লাগে। হিন্দি কিছুটা বোঝা যায় এবং ইংলিশ টাও কিছুটা বোঝা যায় কিন্তু তামিল মুভি গুলোর ভাষা এবং চাইনিজ মুভি গুলোর ভাষা একেবারে বুঝা যায় না। তো বন্ধুরা আজকে আপনাদেরকে বলবো কিভাবে আপনারা যে কোন মুভির ভাষাকে ট্রান্সলেট করবেন। আপনি যে মুভিটা দেখবেন সেই মুভিতে ওরা কি ভাষা ব্যবহার করছে সেটা নিচে বাংলায় লেখা আসবে এবং আপনি সেটা খুব সহজেই বুঝে নিতে পারবেন। তার জন্য আপনাদের প্রথমে প্লে স্টোর থেকে এমএক্স প্লেয়ার টি ডাউনলোড করতে হবে। ডাউনলোড হয়ে গেলে আপনার যে মুভিটা দেখবেন সে মুভিটা ওপেন করবেন, ওপেন করার পর ডান সাইডে উপরের থ্রি ডট একটা অপশন পাবেন সেখানে ক্লিক করবেন। তারপর নিচে দেখতে পাবেন সাবটাইটেল নামের একটা অপশন আছে। সাবটাইটেল এ ক্লিক করার পর ওপেন বাটনে ক্লিক করবেন তারপর আপনাকে একটি খালি বক্স দিবে। সেখানে আপনি যে মুভিটা দেখছেন সেই মুভিটার নাম এবং সাবটাইটেল লিখে সার্চ দিবেন। ( avengers movie bangla subtitles) এরকমভাবে, তারপর অনেকগুলো সাবটাইটেল শো করবে সেখান থেকে আপনি বাংলা সাবটাইটেল সিলেক্ট করে নেবেন। তারপর ওকে তে ক্লিক করবেন। এখন দেখতে পাবেন আপনার মুভির নিচে বাংলা সাবটাইটেল বাংলাতে লিখা ভাসছে। তো বন্ধুরা এভাবে আপনারা যে কোন মুভির ভাষা বাংলায় করে নিতে পারবেন।
দেখুন আপনার চ্যানেলে কোন মাসে কত সাবস্ক্রাইবার আপনি পেলেন। তা দেখে নিন মাত্র ১ মিনিটে।
আজকে আমি আপনাদের বলব আপনাদের যাদের ইউটিউব চ্যানেল আছে তারা অনেকেই দেখতে চান যে আপনি কোন মাসে কত সাবস্ক্রাইবার পেলেন।...