Cheap price backlink from grathor: info@grathor.com

রকেটে, বিকাশে, নগদ, শিউর ক্যাশে হাজারে কত টাকা কাটে

আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগণ। কেমন আছেন আপনারা সবাই?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলেই নিজ নিজ অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনাই ব্যক্ত করি সব সময়।

প্রযুক্তির উৎকর্ষতার ফলে আমাদের জীবনযাত্রা হয়েছে আগের চেয়ে অনেক বেশি সহজ ও আধুনিক। এখন আমরা না চাইতে সকল কিছু পেয়ে যাচ্ছি আমাদের হাতের মুঠোয়।একসময় যা আমাদের কল্পনার বাইরে ছিলো এখন আমরা তা পেয়ে যাচ্ছি খুব সহজে।আজকাল এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত খুব সহজেই যোগাযোগ করতে পারছি। আজ তাই পৃথিবী হয়ে গিয়েছে অনেক ক্ষুদ্র।

প্রযুক্তির ফলে আমরা এখন ঘরে বসেই পৃথিবীর যেকোনো প্রান্তে লেনদেন করতে পারছি।আগে যেখানে মানুষ লেনদেনের জন্য শুধুমাত্র ব্যাংক কিংবা কারো মাধ্যমে টাকা পাঠাতো এখন ঘরে বসেই আমরা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা আদান প্রদান করতে পারছি।সহজেই মূহুর্তের মধ্যে এই প্রান্ত থেকে ওই প্রান্তে টাকা চলে আসছে মূহুর্তের মধ্যে।

বাংলাদেশে উল্লেখযোগ্য মোবাইল ব্যাংকিং খাত হলো বিকাশ, রকেট,নগদ এবং শিউর ক্যাশ। এই মোবাইল ব্যাংকিং খাত মোবাইল ব্যাংকিং খাতকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। এর ফলে আমরা যেকোনো মূহুর্তে ক্যাশআউট করতে পারছি বাইরে থেকেই।

# বিকাশঃ
বিকাশ এপে ক্যাশআউট করলে প্রতি হাজারে ১৭.৫ টাকা কাটে। কিন্তু এপ ছাড়া ২০ টাকা করে কাটে ক্যাশ আউটের ক্ষেত্রে।

# রকেটঃ
রকেটে সাধারণ একাউন্ট এর ক্ষেত্রে হাজারে ৯ টাকা কাটে। কিন্তু স্যালারি কিংবা উপবৃত্তি একাউন্ট এ লেনদেনের ক্ষেত্রে ১০ টাকা কাটা হয়।এজেন্ট থেকে ক্যাশআউট করলে হাজারে ১৮ টাকা কাটা হয়।যেখানে এটিএম থেকে অল্প টাকা কাটা হয়।

# নগদঃ
নগদ এপে ভ্যাট সহ প্রতি হাজারে ১২.৯৯ টাকা কাটা হয়।লেনদেনের ক্ষেত্রে তাই নগদ এপই সাশ্রয়ী।

# শিউর ক্যাশঃ
শিউর ক্যাশে যেকোনো ধরণের লেনদেনের জন্য হাজারে ৪ টাকা কাটা হয়।বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক এই টাকা শিথিল রাখা হয়েছে।

ধন্যবাদ সবাইকে।সামনে নতুন কোন টপিক নিয়ে কথা বলব আপনাদের সামনে।ধন্যবাদ সবাইকে।
মাস্ক পড়ুন
সুস্থ থাকুন

Topic Keyphrases:

রকেটে হাজারে কত টাকা কাটে,
বিকাশে হাজারে কত টাকা কাটে,
নগদে হাজারে কত টাকা কাটে,
শিউর ক্যাশে হাজারে কত টাকা কাটে

Related Posts

12 Comments

Leave a Reply