বিসমিল্লাহির রহমানির রহিম
আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হলাম।
আজকের বিষয় রক্ত দানের পূর্বে ও পরে যা করতে হয়।তবে রক্ত কেন দিতে হয় তা সংক্ষেপে জেনে নি।
রক্তক্ষরণ হলেই রক্তের প্রয়োজন হয়।আর এই রক্তক্ষরণ বিভিন্ন কারণে হয়ে থাকে।
রক্তক্ষরণ বেশি হলে অধিকাংশ ক্ষেত্রে সময় মত রক্ত না দিলে রোগী মারা যায়।রক্ত দিলে এমন না যে আমাদের রক্ত কমে যায় বা আমরা অসুস্থ হয়ে পরব বরং ৩ মাস পর পর রক্ত দিলে শরীরে রক্ত পরিস্কার হয় ও শরীর ফিট থাকে।তবে রক্ত দেয়ার আগে ও পরে কিছু নিয়ম মেনে চলতে হবে।চলুন জেনে নেয়া যাক।
রক্ত দানের পূর্বে করণীয় নিয়মঃ-
১)রক্ত দেয়ার আগে ১৬ আউন্স পানি বা তরল খাবার খেতে হবে।
২)ঢিলাঢালা পোশাক পরুন যার হাতা কনুই পর্যন্ত উঠে।
৩)রক্ত দেয়ার আগে রাত ভালো ঘুম দিতে হবে।
৪)আপনি যদি প্লাটিলেট হয়ে থাকেন তবে রক্ত দানের ২ দিন আগে থেকেই অ্যাসপিরিন খাওয়া বন্ধ করতে হবে।
৫)রক্ত দানের পূর্বে স্বাস্থকর খাবার খেতে হবে। ভাজাপোড়া, চর্বিযুক্ত খাবার, আইসক্রিম খাবেন না।কারণ চর্বি জাতীয় খাবার খেলে ব্লাড টেস্ট প্রভাবিত হয়।রক্তে চর্বির পরিমাণ বেশি হলে সংক্রামণ রোগের টেস্ট করা হয় না।ফলে রক্ত সঞালন করা হয় না।
৬)রক্ত দানের আগে লবণাক্ত খাবার খান।যেমনঃ- সলটেড বিসকুট। কারণ রক্ত দেয়ার সময় ৩ গ্রাম রক্ত বের হয়ে যায়।
রক্ত দানের পরে করণীয় কাজঃ-
১)সুই ফোটানোর স্থান দিয়ে রক্ত পরা বন্ধ না হলে সেখানে বৃদ্ধা আঙ্গুল দিয়ে চাপ দিন এবং হাত উপরের দিকে উঠিয়ে রাখুন ৫-১০ মিনিট বা রক্ত যতক্ষণ পর্যন্ত বন্ধ না হয়।
২)রক্ত দানের ১ ঘন্টার ভেতরে আক্রান্ত স্থানে ব্যান্ডেজ খুলে ফেলুন।পরবর্তীতে ছোট সট্রাইপ ব্যান্ডেজ ব্যবহার করুন।
৩)রক্ত দানের পরে অতিরিক্ত ৪ গ্লাস বা ৮ আউন্স পানি পান করা।
৪)রক্ত দেয়ার পর ভারী বেয়াম ও ভারী কিছু না উঠানো উচিৎ।
৫)রক্ত দানের পরে যদি আপনার মাথা ঘোরায়।তাহলে আপনি যে কাজ করছিলেন তা বন্ধ করে দিন এবং তাড়াতাড়ি শুয়ে যান।
৬)রক্ত দেয়ার পর ডাবের পানিও অন্যান্য ফলমূল খেতে পারেন।এতে শারীরিক দুর্বলতা থাকলে কেটে যায়।
আজকের আর লিখছি না।আমি যতটুকু জানি আপনাদের কে জানালাম। ভুল হলে ক্ষমা করবেন আর ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।
আল্লাহ হাফেজ।