উত্তরঃ উদ্দীপকের রণিদের এলাকার পরিস্থিতি হলো করোনা পরিস্থিতি। এই পরিস্থিতিতে আমার এলাকার বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা মিলে নিম্নোক্ত সেবামূলক কাজগুলো করা যেতে পারে।
১. দিনমজুর, হতদরিদ্র মানুষেরা দুদিন ঘরে বসে থাকলেই খাদ্য-সংকট দেখা দিবে। তাই তাদেরকে যে যার অবস্থান থেকে প্রয়োজনীয় সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
২. অনেকে বিদেশ থেকে এলেও মানছেন না হোম কোয়ারিন্টিন নিয়ম। এক্ষেত্রে তাদেরকে হোম কোয়ারিন্টিনের থাকার জন্য বুঝাতে হবে।
৩. যারা ইন্টারনেট ব্যবহার করেন না কিংবা বেসরকারি টিভি চ্যানেলগুলো দেখেন না তারা অনেকেই সচেতনতার বিষয়টি মেনে চলতে পারছেন না। তাই সকলকে সচেতন করতে মাইক, লিফলেট কিংবা হাটে বাজারে প্রচারণা চালাতে পারলে উপকার হবে।