Cheap price backlink from grathor: info@grathor.com

রহস্য গল্প ” মিথ্যে সম্পর্ক”

আজ ও ক্যাথরিন বরাবরের মতোই ঘুম থেকে উঠে চায়ের অপেক্ষা করতে লাগল।কিন্তু মিনিট পনেরোর মধ্যে ও যখন চা মিলল না তখন ক্যাথরিনের মনে পরে গেলো যে কাল ই তো তাদের কাজের মেয়েটি কাজ ছেড়ে চলে গিয়েছে ।
আসলে ক্যাথরিন খুবই বদমেজাজি।তার খারাপ আচরনের কারনেই মেয়েটি চলে গিয়েছে। আর তার স্বামী জন নিজেও ক্যাথরিনের ব্যবহারে কিছুটা বিরক্ত। সে কিছুদিন হলো শিকাগোতে একটি কনফারেন্সের জন্য গিয়েছে।

কিছুক্ষন পর ক্যাথরিন তার স্বামীকে টেলিফোন করল,
-শুভ সকাল, প্রিয়।
-শুভ সকাল।কেমন আছো?
-ভালো ই আছি।কিন্তু কাজের মেয়েটি কাল চলে গিয়েছে।
-খুবই দুখঃজনক।আমি তোমার জন্য নতুন একটা কাজের মেয়ে পাঠানোর ব্যবস্থা করছি।
-আরে থাক,তোমার ওখানে বসে আর কষ্ট করতে হবে না এখন।
-আচ্ছা।ভালো থেকো।
-ওকে।তুমি ফিরছ কবে?
-পরশু।
-ওকে,বিদায়।

ক্যাথরিন মনে মনে খুবই খুশি হয় জন আজ আসবে না শুনে।আসলে ক্যাথরিন দেড় মাস হলো স্যামনের সাথে সম্পর্কে জড়িয়েছে।তাই সে ঠিক করেছে আজ সে স্যামনের সাথে ঘুরতে যাবে।
সন্ধ্যার দিকে ক্যাথরিন ফিরে আসে বাসায়। আজ সারাক্ষণ স্যামনের সাথে কাটিয়ে এখন সে খুবই ক্লান্ত।
হঠাৎ বাসার কেয়ার টেকার এসে বলে,
– ম্যাডাম,একটি মেয়ে এসেছে, আপনার সঙ্গে কথা বলতে চায়।
– ওকে পাঠিয়ে দাও।

মেয়েটি কিছু সময় পর ক্যাথরিনের সাথে দেখা করতে আসে।মেয়েটি বলে যে সে কাজ করতে এসেছে।
ক্যাথরিন বুজতে পারে মেয়েটিকে হয়তো জন পাঠিয়েছে।
সে জিজ্ঞেস করে তোমাকে কি আমার স্বামী পাঠিয়েছে?
মেয়েটি আমতা করে উত্তর দেয়, হ্যা।
ক্যাথরিন মেয়েটিকে কাজ বুঝিয়ে দিয়ে শুয়ে পড়ে।
ক্যাথরিন আর সারা রাতে আর জাগে না।

সকালে ঘুম থেকে একটু তাড়া তাড়ি উঠে পড়ে।উঠেই পাশে দেখতে পায় যে এক কাপ চা দেওয়া আছে পাশে।
কাজের মেয়েটির কাজে খুবই খুশি হয় ক্যাথরিন।কিন্তু চা টি পান করতে গিয়ে দেখে চা টিকে বহু আগে বানানো হয়েছে । চা রাখতে গিয়ে পাশে ই একটি চির কুট পায়। তাতে লেখা ” চির বিদায়, আপনার সবকিছু নিয়ে পালিয়ে গেলাম।আর আপনার স্বামী কে আমি চিনি না পর্যন্ত। ভাল থাকবেন। আর আমার খোঁজ করে কোনো লাভ নেই।
ক্যাথরিন তার লকার খুলে দেখে লকারটি ভাঙা আছে।সে সারা বাড়ি খুজে ও কোনো টাকা পয়সা পায়না।
পরের দিন জন এসে সব জানতে পারে।এরকিছু দিন পরেই তাদের ডিভোর্স হয়।ওই দিন ডিভোর্স হওয়ার পর পরই স্যামন আসে।

ক্যাথরিন ভাবে এত তাড়াতাড়ি জনের সামনেই স্যামনের আশার কি দরকার ছিল।
কিন্তু ক্যাথরিন অবাক হয়ে যায় যখন দেখে স্যামন তার সাথে নয়, জনের সাথে কোলাকুলি করছে।জন বলে ও আমার প্রিয় বন্ধু স্যামন।
ক্যাথরিন বুঝতে পারে জন নিজেই তার বন্ধু কে দিয়ে নাটক করিয়েছে যাতে তাদের ডিভোর্স তাড়াতাড়ি হয়।ক্যাথরিন রাগে ক্ষোভে জনের দিকে তাকিয়ে থাকে অপলক ভাবে।
ক্যাথরিন কে আরো অবাক করে তার হাতে একটি মেয়ের ছবি দিয়ে বলে, এই আমার গার্লফ্রেন্ড। একে আমি বিয়ে করতে যাচ্ছি। এসো কিন্তু। এটা বলেই জন আর স্যামন চলে যায়।
ক্যাথরিন দেখে এটি তো হুবহু সেই মেয়েটি যে তার সবকিছু চুরি করে পালিয়েছিল।
।।সমাপ্তি।।

Related Posts

22 Comments

  1. দারুন! শেষের টুইস্ট টা আশা করিনি একদম। শুভকামনা রইল 😊

Leave a Reply

Press OK to receive new updates from Firstsheba OK No