Cheap price backlink from grathor: info@grathor.com

রিং আইডি তে ক্যাশ আউট লিমিট ওভার দেখাচ্ছে কেন কিভাবে ক্যাশ আউট করবেন

আসসালামুয়ালাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন.
বন্ধুরা অনেক জল্পনা-কল্পনা পেরিয়ে আজ থেকে রিং আইডি ক্যাশ আউট অপশন চালু হয়েছে. কিন্তু কথা হলো ক্যাশ আউট অপশন চালু হওয়ার পরেও আপনারা ক্যাশ আউট করতে পারছেন না. এখানে অনেক ধরনের প্রবলেম দেখাচ্ছে. অনেকেই ভাবতেছেন ক্যাশ আউট হয়তো দিবে না আপনাদের কে. এটা আসলে আপনাদের ভুল ধারণা কারণ একজন এডমিন এর সাথে আমার কথা হয়েছে এবং সে বর্তমানে এজেন্ট রিং আইডি এরমধ্যে. তিনি বলেছেন অনেক ক্যাশ আউট জমা হওয়ায় তাদের লিমিট শেষ হয়ে গেছে যে কারণে আপনারা ক্যাশ আউট করতে পারছেন না.
আজকে আমি আপনাদেরকে বলবো আপনাদের ক্যাশ আউট না হওয়ার কারণ কি এবং কিভাবে ক্যাশ আউট করতে পারবেন একটু কষ্ট করে পুরো সময় ধরে লেখাটি মনোযোগ দিয়ে পড়ুন.
1/ প্রথম সমস্যা হলো আপনারা যখন ক্যাশ আউট এ ক্লিক করেন তখন লেখা ভাসে সর্বশেষ ভার্সনটি ইন্সটল করুন. গতকালকে এর কারণ ছিল তারা একটি নতুন আপডেট নিয়ে আসতেছে কিন্তু প্লে স্টোরে সেটি তখন পর্যন্ত তারা আপলোড করে নি যে কারণে আপনার প্লে স্টোরে নিউ ভার্সন টি খুঁজে পাননি এবং আপডেট করতে পারেননি. এবং আজকে যাদের এই সমস্যাটি দেখাচ্ছে তারা সরাসরি প্লেস্টোরে চলে যান এবং প্লে স্টোরে গিয়ে দেখতে পাবেন রিং আইডি তে আপডেট লেখা চলে এসেছে. তারপর সেখান থেকে আপডেট করে নিবেন তারপর আবার ক্যাশ আউট করতে পারবেন.

2/ এখন যে সমস্যাটা হচ্ছে ক্যাশ আউট লিমিট ওভার দেখাচ্ছে. এর মানে হলো গতকালকে রিং আইডির বর্তমান এজেন্ট সালাউদ্দিন ভাই তিনি বলেছেন যে রিং আইডির কিছু ক্যাশ আউট এর নতুন নিয়ম এবং আপডেট এসেছে যেমন এখন যে কেউ 200 টাকা 5000 টাকা এবং 10000 টাকা এর জন্য উইদ্র রিকোয়েস্ট দিতে পারবেন.
এবং একটা আইডি দিয়ে 15 দিনে শুধুমাত্র একবারই রিকুয়েস্ট দেওয়া যাবে. কিন্তু আপনি কেন রিকোয়েস্ট দিতে পারছেন না এর কারণ হলো প্রতিদিন এক হাজার জনকে 200 টাকা 1000 জনকে 5 হাজার টাকা এবং এক হাজার জনকে 10000 টাকা দেওয়া হবে এটা হল তাদের লিমিট বর্তমানে তাদের লিমিট শেষ হয়ে গেছে যে কারণে আপনি রিকোয়েস্ট দিতে পারছেন না. রাত বারোটার পর আবার রিকোয়েস্ট দিবেন তখন আপনি ক্যাশ আউট করতে পারবেন. তার আগে অবশ্যই প্লে স্টোরে গিয়ে রিং আইডি এরমধ্যে ফাইভস্টার দিয়ে রিভিউ করে সেটার স্ক্রিনশট আপনি ওদেরকে দিয়ে দিবেন.
আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ.

Related Posts

3 Comments

Leave a Reply

Press OK to receive new updates from Firstsheba OK No