আসসালামুয়ালাইকুম সবাইকে।
আশা করি সবাই ভাল আছেন। আপনাদের জন্য নতুন একটি টপিক নিয়ে হাজির হলাম। আজ আমরা জানবো রূপচর্চায় পানপাতার উপকারিতা সম্পর্কে।
রূপচর্চায় বিভিন্ন ধরনের উপাদান আমরা ব্যবহার করে থাকি। কিন্তু রূপচর্চায় পানপাতার ব্যবহার সম্পর্কে জানেন কি? অনেকেই কিন্তু এ সম্পর্কে জানেন না । ত্বক ও চুলের যত্নে পানপাতা দারুন কাজ করে। চলুন আজ এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক।
ত্বকের যত্নে পানপাতার উপকারিতা:
পানপাতা বিভিন্ন ধরনের ত্বকের সমস্যা সমাধানে কার্যকর। এর ব্যবহার আয়ুর্বেদিক শাস্ত্রে অনেক আগে থেকেই প্রচলিত।
পানপাতার রসে থাকে অ্যান্টি-মাইক্রোবিয়াল গুন , যা ত্বকের ব্রণ কমাতে সাহায্য করে ।
এতে থাকা অ্যান্টিসেপটিক ও অ্যান্টি ফাঙ্গাল গুণ ত্বকের অ্যালার্জি সমস্যা দূর করে।
শুষ্ক ত্বকের জন্য পানপাতা খুবই উপকারী।
ত্বকের তৈলাক্ত ভাবও কমাতে সাহায্য করে পানপাতা।
এটি ত্বককে ভিতর থেকে পরিষ্কার করে।
ব্যবহারবিধি:
✓ব্রণের সমস্যার জন্য পানপাতা ও কাঁচা হলুদ একসাথে বেটে ত্বকে লাগাতে পারেন।
✓অ্যালার্জি কমাতে পানপাতা সেদ্ধ করে ওই পানি দিয়ে গোসল করতে হবে।
✓শুষ্ক ত্বকের ক্ষেত্রে পান বেটে এর সাথে মধু মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে মুখে লাগিয়ে ১৫ মিনিট রাখতে হবে। পরে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। ভালো ফলাফল পেতে সপ্তাহে দুদিন ব্যবহার করতে পারেন।
✓ত্বকের তৈলাক্ত ভাব কমাতে এক লিটার পানিতে কয়েকটি পান পাতা ভিজিয়ে রেখে সেটি দশ মিনিট ফুটিয়ে নিন। সেই পানি ঠান্ডা হলে সেটি দিয়ে মুখ ধুয়ে নিন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে এটি ব্যবহার করুন , ত্বকের তৈলাক্ত ভাব কমে যাবে।
চুলের যত্নে পানপাতার উপকারিতা:
ত্বকের পাশাপাশি চুলের যত্নেও পানপাতা সমান কার্যকর।
✓চুল পড়া কমাতে পানপাতা দারুন কাজে দেয়।
✓এতে থাকা অ্যান্টি – ফাঙ্গাল প্রপার্টি খুশকির সমস্যা দূর করে।
✓চুল সিল্কি করতেও পানপাতা সাহায্য করে।
ব্যবহারবিধি:
✓ পানপাতা বেটে পেস্ট করে নারকেল তেলের সাথে মিশিয়ে চুলের স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে নিন। ৩০ মিনিট অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু করে নিন। এর ফলে চুল পড়া কমবে ও দ্রুত নতুন চুল গজাবে।
✓খুশকি দূর করতে পানপাতা ও নিমপাতা একসাথে বেটে চুলের স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। ভালো ফলাফল পেতে সপ্তাহে দুদিন ব্যবহার করতে পারেন।
✓চুল সিল্কি করতে একটি পাকা কলা চটকে এর সাথে ডিম মিশিয়ে নিন এরপর এর সাথে সেদ্ধ করা পানপাতা চটকে মিশিয়ে নিন । এই প্যাকটি সমস্ত চুলে ব্যবহার করুন।কয়েক ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন। এতে চুলের রুক্ষতা দূর হবে ও চুল সিল্কি হবে।
জেনে নিলাম পানপাতার এই অসাধারণ গুণ সম্পর্কে। আশা করি সবার ভালো লেগেছে।
নতুন নতুন আরো আর্টিকেল পেতে চোখ রাখুন গ্ৰাথর এর পর্দায়।
সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।
আল্লাহ হাফেজ।।