অষ্টম শ্রেণির এসাইনমেন্ট উত্তর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়: রেসকোর্স ময়দানে ৭ই মার্চের ভাষণ শুনছ
১৯৭১ সালের ৭ ই মার্চ দিনটি ছিল রবিবার। বঙ্গবন্ধু তীর ৭ ই মার্চের ভাষণে বিজযী দল হিসেবে আওযামী লীগের নির্দেশনা অনুযাযী দেশ পরিচালনার ঘোষণা দেন। তিনি তীর ভাষণে বলেন, “যে পর্যন্ত আমার এ দেশের মুক্তি না হচ্ছে ততদিন খাজনা-ট্যক্স বন্ধ করে দেওয়া হলো” তিনি আরো বলেন প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো।”
বঙ্গবন্ধুর এই ভাষণ আমাকে স্বাধীনতার মন্ত্র উজ্জীবীত করে। আমি এবং আমার বন্ধুরা বিদ্যালয়ে গিয়ে বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে আলোচনা করছি। এমন সময়ে আমাদের প্রধান শিক্ষক এসে বলেন, “বঙ্গবন্ধুর ঘোষণা অনুযায়ী, দেশের স্কুল-কলেজ, অফিস-আদালত, কল-কারখানা সব বন্ধ হয়ে যাবে।”
আমাদের সতর্ক করার জন্য বিভিন্ন রকমের কথা বলে তিনি প্রস্থান করেন। আমি এবং আমার বন্ধুরা পথিমধ্যে পরিচিত, অপরিচিত সকলের নিকট সংবাদটি প্রচার করি।