আশা করি সবাই ভালো আছেন।বর্তমান সময়ে করোনা ভাইরাসের কারনে শিক্ষাপ্রতিষ্ঠান,ব্যবসা,চাকরি,শপিং-মল সবকিছুই বন্ধ হয়ে গিয়েছে।তাই আমরা নিজেকে এই ভাইরাস থেকে রক্ষা করার জন্য সারাদিন বাসায় থাকি।আমরা যেহেতু সবাই বাসায় থাকি তাই আমরা প্রচুর সময় পাই কাজ করার জন্য।এবং সারাদিনটাই অবসর থাকি।করোনা ভাইরাস প্রথিবী থেকে চলে যতে বা সবকিছু আবার স্বাভাবিক হতে কয়েক মাস থেকে বছর প্রযন্তও সময় লাগতে পারে।কিন্তু সেই সময়টাকে আমরা ঘুমিয়ে বা টিভি দেখে নষ্ট না করে যদি এমন কোনো কাজ করতে পারি যেইগুলা আমাদের স্কিলকে ডেভেলপ করবে পাশাপাশি আমাদের জ্ঞান এবং প্রতিযোগিতায় টিকে থাকার ক্ষমতা দিবে।কিন্তু সেই স্কিলগুলো কি সেইটা সম্পর্কে আজ আমি আপনাদেরকে বলবো।আমি নিচে ৫ টি কাজ বলবো যেইগুলাতে নিজেকে ডেভেলপ করতে পারেনঃ
১.ফ্রিল্যান্সিং করতে পারেন।আপনারা জানলে অবাক হবেন এই করোনা পরিস্থিতির কারনে সবার ইনকাম যেইদিকে একেবারে বন্ধ হয়ে গিয়েছে তখন ফ্রিলান্সারদের ইনকাম আরও বেরে গিয়েছে।এবং ধারণা করা যায় যখন সব কিছু আবার স্বাভাবিক হয়ে যাবে তখন আরও ইনকাম বেরে যাবে।আপনি এখন অনেক সময় আছে ফ্রিল্যান্সিং নিয়ে ইউটিউবে প্রচুর ভিডিও আছে যেইগুলা শিখতে পারেন।তারপর আপ-ওর্য়াক,ফাইভারে বা ফ্রিলান্সা.কমে একাউন্ট খুলে কাজ শুরু করে দিতে পারেন।
২.সফল মানুষের বইপড়তে পারেন।বা যেই-বইগুলো আমাদের ইনকাম,ইনভেস্ট,ব্যবসা রিলেটেড সেই বইগুলো একটা টাগের্ট নিয়ে পরতে পারেন।প্রতি মাসে একটা বই শেষ করার পরিকল্পনা করলেই যথেষ্ট।
৩.প্রছন্দের কাজগুলো করতে পারেন।যেমন;ছবি আকা,গান শুনা,বই লেখা,কবিতা লেখা,শিক্ষামূলকবই পড়া বা মুভি দেখা।এইগুলোও আপনার ব্রেনকে অনেক বেশি শক্তিশালী করবে।
৪.ইউটিউবিং করা বা ব্লগিং লেখা শুরু করে দিন।এতে আপনার ভালো লাগার সাথে কিছু ইনকামও হবে।এবং এইগুলোও আপনাকে অনেক বেশি স্মার্ট করে তুলবে।কয়েকবছর পর আপনি প্রতি মাসে এইগুলোও থেকে ভালো টাকা ইনকাম করতে পারবেন।বা নিজের কর্মসংস্থানও করে ফেলতে পারেন।
৫.আর পড়ালেখাকে একেবারে ভুলে গেলে চলবে না।প্রতিদিন টিভিতে লাইভ ক্লাস করানো হয় বা আমাদের ১০ মিনিট স্কুলেও পড়াশোনার সকল ভিডিও পেয়ে যাবে।তাই প্রাইভেট বা স্কুলে না গিয়েও সেইখানে পড়ে নিতে পারে।
আর অবশ্যই ঘরে থাকবে,নিজে সুস্থ থাকবে আর পরিবারের সবাইকে সুস্থ রাখবে।