আসসালামু আলাইকুম সুপ্রিম পাঠকগণ কেমন আছেন আপনারা সবাই?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন।আপনারা সকলে যে যার অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনাই ব্যক্ত করি। লাইফ স্কিল কি ?
বর্তমান যুগ বিজ্ঞান এবং প্রযুক্তির যুগ। আজকাল তাই সকল ক্ষেত্রেই প্রতিযোগিতা চলছে প্রতিনিয়ত।কারণ এই যুগে প্রতিযোগিতা ছাড়া মানুষের টিকে থাকা খুব অসম্ভব। আজকাল কোন জিনিস পেতে অনেক প্রতিযোগিতা করতে হয়। সেই প্রতিযোগিতা যেমন লোকাল বাসে উঠতে গেলে করতে হয়,তেমনি ভর্তি পরীক্ষাগুলোতেও করতে হয়, তেমনি চাকরির বাজারেও করতে হয়।
আজাকাল তাই যোগ্যতাসম্পন্ন ব্যক্তির অনেক চাহিদা। শুধু আজকাল নয় যুগ যুগ ধরে এই চাহিদা বিদ্যমান।কারণ যার স্কিল রয়েছে সেই পৃথিবীতে নিজের আসন ঠিম গড়ে নিতে পারে। তাকে কিছুর জন্য কারো দুয়ারে হাত পাততে হয় না।সবকিছু সে তার যোগ্যতাবলে পেয়ে যায় সেই জন্য লাইফ স্কিলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।তাই আজ আমি আপনাদের সামনে আলোচনা করব লাইফ স্কিল নিয়ে। আশাকরি আপনারা সবাই সাথেই থাকবেন।
আপনাদের মনে এখন তাই প্রশ্ন আসতেই পারে যে লাইফ স্কিল কি? প্রত্যেকটি মানুষ আলাদা তেমনি তার সমস্যা এবং সমাধান করার উপায়ও আলাদা।লাইফ স্কিল হলো এমন কিছু গুণাবলি আয়ত্ত করতে হবে যা একজন মানুষকে তাকে একজন ভালো মানুষ হতে সাহায্য করবে সেই সাথে তার জীবনের সমস্যা এবং বিভিন্ন ধরনের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলা করতে সাহায্য করবে।সাধারণত যেই সকল যোগ্যতাসমূহ আপনার জীবন চলতে গেলে সবথেকে বেশি প্রয়োজনীয় সেই সকল যোগ্যতাই লাইফ স্কিল হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।লাইফ স্কিল একজন মানুষের জীবনকে সঠিকভাবে পরিচালনা করতে খুব বেশি প্রয়োজন।আজ আমি আপনাদের জীবনের কিছু গুরুত্বপূর্ণ লাইফ স্কিল নিয়ে আলোচনা করব।দেরি না করে শুরু করা যাকঃ
১.কমিউনিকেশন স্কিলঃ
মানুষের জীবনে যেই স্কিল সবথেকে বেশি প্রয়োজন তা হলো কমিউনিকেশন স্কিল।শুধুমাত্র এই স্কিল রপ্ত করতে পারলে আপনি আপনার ব্যক্তিজীবন থেকে শুরু করে আপনার চাকরী জীবনে খুব সাচ্ছন্দ্যনুযায়ী কাটাতে পারবেন।
২.সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণঃআমরা অনেক সময় নিজেরাই বুঝিনা কি সিদ্ধান্ত নেওয়া উচিত।শুধুমাত্র সঠিম সিদ্ধান্ত গ্রহণের অভাবে আপনি আপনার ব্যক্তিগত এবং কর্মজীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। তাও সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহনের প্রয়োজনীয়তা অত্যাধিক।
৩.খুব দ্রুত সমস্যা সমাধানের গুণাবলি আয়ত্ত কণাঃ মানুষের জীবনে সমস্যার শেষ নেই।এক সমস্যা শেষ না হতেই আরেক সমস্যা এসে হাজির।তাও খুব দ্রুততর সময়ে সমস্যা সমাধানের গুণাবলি আয়ত্ত করা খুব বেশি প্রয়োজন।
৪.সৃজনশীল সক্ষনতা অর্জন করাঃমানুষের জীবনে এই গূনাবলিটি খুব বেশি প্রয়োজন। কারণ সৃজনশীল গুণাবলি ছারা মানুষ জীবনে খুব বেশি দূর আগাতে পারে না।
৫.নিজের কাজ নিজে করাঃমনে রাখবেন নিজের কাজ নিজে করবেন।এতে সঠিক
কাজ সম্পন্ন করতে পারবেন।
ধন্যবাদ সবাইকে।
ঘরে থাকবেন
সুস্থ থাকবেন