আসসালামু আলাইকুম।প্রিয় পাঠক-পাঠিকা আপনারা সবাই কেমন আছেন?আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে সুস্থ দেহে সুস্থ মনে সবাই ভালো আছেন। আমিও মহান আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় পাঠকবৃন্দ আপনারা যে যেখানেই থাকেন যে অবস্থাতেই থাকুন সুস্থ থাকেন ভালো থাকেন এই দোয়া করি।
আমাদের দেশে শিক্ষিত বেকারের সংখ্যা অনেক বেশি। আমাদের সমাজে অনেক বেকার মানুষ আছে যারা চাকরি খুজতে খুজতে ক্লান্ত হয়ে ভাবছে কি করবে।আজকে এই বিষয়টি তাদের জন্য তুলে ধরলাম। আর এই পদক্ষেপটি যদি কার্যকর ভাবে গ্রহন করে তাহলে আশা করি তারা তাদের সফলতা পৌঁছাবে।তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন বিষয়টি সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হল একটি জনপ্রিয় ব্যবসা চিনির ব্যবসা।
চিনি আমাদের দৈনন্দিন জীবনের সর্বক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। রান্নার সব খাবারে আমরা কম বেশি চিনি ব্যবহার করে থাকি। চিনি ছাড়া সুস্বাদু খাবারের কথা চিন্তাও করা যায় না। আর তার থেকে বড় কথা চিনির ব্যবসা করতে গেলে আমাদের স্বল্প পুঁজিতে অনেক সুন্দর ভাবে এই ব্যবসা শুরু করতে পারবে। চিনির বাজার মূল্য বেশ ভালো 60 টাকা করে কেজি। এর চাহিদা বাজারে ব্যাপক। আর এই পাইকারি ব্যবসা শুরু করলে সহজেই দিনে 3 থেকে 4 হাজার টাকা ইনকাম করা সম্ভব।
এজন্য আমাদের সর্বপ্রথম যে কাজগুলো করতে হবে।
বাজার জরিপের মাধ্যমে ঘুরে ঘুরে দেখতে হবে বাজারে চিনির কেমন চাহিদা কোথা থেকে চিনি ক্রয় করে নিয়ে আসে বিক্রেতা গণ এবং তাদের ক্রয় ক্ষমতা কত?
সবকিছু দেখেশুনে বিচার-বিশ্লেষণ করে চিনির কারখানা থেকে সরাসরি চিনি ক্রয় করতে হবে। আর সব কারখানাগুলো বিচার-বিশ্লেষণ করে যে কারখানায় যাতায়াত ব্যবস্থা ভালো এবং ক্রয়মূল্য অন্যের থেকে কম সেসব কারখানা নির্বাচন করতে হবে এবং সেখান থেকে পাইকারি দরে ত্রিশ থেকে চল্লিশ বস্তা চিনি ক্রয় করতে হবে। আর 30 থেকে 40 চল্লিশ বস্তা চিনি কিনলে পাইকারি দরে পাওয়া যাবে।আর এই 40 থেকে 30 বস্তা চিনি কিনতে স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা আরম্ভ করা সম্ভব।
অতি বস্তা চিনি =50 কেজি
30 বস্তা চিনি =50*30
=1500 কেজি
প্রতি কেজি চিনি ক্রয় করতে খরচ =30 টাকা
অর্থাৎ 1500 কেজি চিনির দাম (1500*30)= 45000 হাজার টাকা
আর এই চিনি গুলো সংগ্রহ করে বাজারে যে খুচরা বিক্রেতা গণ আছে এবং খুচরা দোকান গুলো রয়েছে সে গুলোতে বাজারের অন্যান্য পাইকারদের থেকে কেজিপ্রতি কিছু টাকা কম নিলে তারা চিনি কিনতে আগ্রহী হবে। কারখানা থেকে সংগ্রহ করা চিনি গুলো বাজারের খুচরা বিক্রেতাদের স্বার্থে ছোট ছোট প্যাকেট করে যদি তাদের কাছে বিক্রি করা হয় তারা আগ্রহের সাথেই চিনিগুলো ক্রয় করে থাকবে।যে কোন ব্যবসা শুরু করলে প্রথমে সেই জিনিসটা সম্পর্কে অন্যদের অবগত করতে হবে। ব্যবসার শুরুতে অল্প লাভ করলেও বাজারে জনপ্রিয়তা পাওয়ার সাথে সাথে অনেক বেশি লাভ করা সম্ভব এবং ব্যবসা আরো বৃদ্ধি করা সম্ভব।