আজকের আর্টিকেল এর টপিক হচ্ছে শিক্ষা ক্ষেত্রে প্রেমের ১০ টি অসুবিধা। জেনে হোক, না জেনে হোক কিংবা আবেগের বসে আমরা কিন্তু বিভিন্ন ভুল সিদ্ধান্ত জীবনে নিয়ে থাকি। আমাদের জীবনে নেওয়া ভুল সিদ্ধান্তগুলোর মধ্যে একটি হচ্ছে শিক্ষারত অবস্থায় প্রেমে পড়া। এমনিতে বলা হয় প্রেম বয়স মানে না, প্রেম হওয়ার কোনো নির্দিষ্ট সময় নেই। যখন তখন যেকারো প্রেমে আমরা পড়ে যেতে পারি। কখন যে কার প্রেমে কে পড়বে এটা আমরা কেও বলতে পারিনা আগে থেকে।
যখন আর যেভাবেই হোক যখন আমরা পড়ালেখা করা অবস্থায় থাকি, তখন এসব প্রেম ভালোবাসা আমাদের পড়ালেখার একেবারে বারোটা বাজিয়ে ছাড়ে। আপনাদের একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করি, যখন আমি হাই স্কুল লেভেলে পড়তাম তখন আবেগের বসে একবার এক মেয়ের প্রেমে পড়ে গিয়েছিলাম। সারাদিন এসব নিয়ে ভাবনা চিন্তা, আর কথা বলতে বলতে পড়ালেখা একেবারে আমার শত্রু হয়ে উঠে।
সেবার আমার রেজাল্ট হয়েছিল অনেক খারাপ। এ থেকে বুঝতে পেরেছিলাম এটা প্রেমের সাইড এফেক্ট। কিন্তু আমি চাই যারা এখনও অল্প বয়সী আছো এবং আবেগের বসে প্রেম ভালোবাসার খপ্পরে পড়েছ, তারা আর্টিকেলটা পরো। আশা করি কাজে দেবে। অনেক কথা হলো, এবার মূল কথায় আসি।
শিক্ষা ক্ষেত্রে প্রেমের ১০ টি অসুবিধাঃ
১. লেখাপড়ায় মন না বসা
লেখাপড়া করা অবস্থায় প্রেমে পড়লে তোমার পড়ালেখায় একদমই মন বসবে না। এটি সবচেয়ে বড় সমস্যা শিক্ষাক্ষেত্রে প্রেম করার।
২. রেজাল্ট খারাপ হওয়া
লেখাপড়া করার সময় প্রেমের কথা মাথায় আসলে তোমার শিক্ষায় ব্যাঘাত ঘটবে যার ফলে তুমি পরীক্ষায় রেজাল্ট খারাপ করবে।
৩. স্কুলে যেতে মন চাইবে না
যখন তুমি বাহিরের কোনো স্কুলের কারো প্রেমে পড়বে তখন তোমার স্কুল যেতে মন চাইবে না।
৪. বাবা মার সাথে ঝামেলার সৃষ্টি
প্রেমে পড়ার ফলে তোমার লেখাপড়ার মনযোগের ব্যাঘাত ঘটায় তোমার বাবামার সাথে তোমার ঝামেলা হবে।
৫. পড়ালেখার প্রতি আগ্রহ ক্রমশ হারিয়ে যাবে
প্রেমে পড়ার ফলে তোমার পড়ালেখার প্রতি আগ্রহ ক্রমশ হারাতে থাকবে, যা তুমি নিজেও বুঝতে পারবে না।
৬. রাত জাগা
প্রেমের পড়লে তুমি রাত জেগে তোমার প্রেমিকার সাথে কথা বলো যার জন্য তোমার পড়ালেখায় আর ব্রেনে অনেক সমস্যার সৃষ্টি হয়।
৭. তার কথামত চলা
তুমি যার সাথে প্রেম করছো তোমাকে অবশ্যই তার কথা অনুযায়ী চলতে হবে, ফলে তোমার লেখাপড়ার অনেক অসুবিধা হয়।
৮. অতিরিক্ত ফোন আলাপের ফলে সময় নষ্ট
প্রেমে পড়লে অতিরিক্ত ফোন আলাপের কারণে তোমার লেখাপড়ায় অনেক সমস্যার সৃষ্টি হয়।
৯. অতিরিক্ত খরচের ফাঁদে পড়া
প্রেমে পড়া মানেই বাড়তি খরচ, আর এক বাড়তি খরচ মেটানোর জন্য তুমি কিছু না কিছু করে থাকো যার সাইড এফেক্ট তোমার লেখাপড়ার মধ্যে পড়ে।
১০. বিষণ্ণতা
অনেক ক্ষেত্রে প্রেমে পড়ার ফলে আমাদের মধ্যে উদাসীনতা এবং হতাশার চাপ দেখা যায়, ইংরেজিতে বলা হয় ডিপ্রেসন। অর্থাৎ আমাদের মধ্যে বিষণ্ণতার ছায়া নেমে আসে। যা আমাদের শিক্ষায় ব্যাঘাত ঘটায়।
শিক্ষাক্ষেত্রে প্রেমে পড়লে এই ১০ টি অসুবিধার মুখে শিক্ষার্থীদের পড়তে হয়। আর্টিকেলটা এখানে শেষ করে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।