আশাকরি সবাই ভালো আছেন।আজকে শিহ্মা নিয়ে আলোচলা করবো।চলুন আলোচনায় চলে যাই।
শিহ্মা সুধু ধনিদের নয়।গরীব অসহায় সকলের জন্য সমান অধিকার।আমরা আগে টিভি বা অন্যান্য প্রচার মাধ্যমে এই শিহ্মা নিয়ে অনেক কথা-বার্তা, নাটক,সিনেমা ইত্যাদি করা হতো।
তখন এই কাজের অনেক ফল পাওয়া ও গেছে। কাজ করা শিশু স্কুল সময়ে স্কুলে গেছে।কিন্তু বর্তমান সময়ে এই জিনিসটি অনেকটা কমে গেছে।অনেক ছোট ছোট বাচ্চারা কাজ করছে।
যেখানে শিশু শ্রম নিসিদ্ধ।সেখানে এখন আবার দেখা যাচ্ছে।অনেকে বলতে পারেন যে কোথায় আমরা তো দেখছিনা।আপনাদের বলছি আপ্নারা আপনাদের চারপাশে একটু খেয়াল করে দেখেন ঠিন এই দেখবেন।
হোটেল চায়ের দোকানে পিছনে কে ভাতের প্লেট পরিস্কার করে,কে চায়ের দোকানের কাপ ধোয়।চোখ খোলা রাখলেই দেখতে পারবেন।