বিসমিল্লাহীর রহমানির রহীম
আসসালামু আলাইকুম। বন্ধুরা আশা করি ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার এই নতুন টিউনে। আশা করি সবাই সুস্থ আছেন। কথা না বাড়িয়ে আসল কোথায় আসি। যদিও আমি প্রফেশনাল ব্লগ লেখি না, তারপরেও আজকে লেখার চেষ্টা করছি।
আমি কথা বলছি বাংলাদেশি ১ টা অ্যাপ নিয়ে। যা সম্প্রতি ক্লাউড হাব নামের ১টা প্রতিষ্ঠান রিলিজ করেছেন।
অ্যাপটির নাম Math cash ।
অ্যাপ টি প্রতিদিন ব্যবহার করে আপনি কিছু অর্থ উপার্জন করতে পারবেন এবং সেই অর্থ বিকাশ, রিচার্জ ও রকেটের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন।আপনারা হয়তো গ্রাথোেরে অনেক ইনকাম সাইট নিয়ে কথা শুনেছেন।
আজ আমি আলোচনা করবো কিভাবে আপনি শুধু যোগ – বিয়োগ করে সহজেই ইনকাম করবেন। তার জন্য আপনাকে গনিতে একটু চতুর থাকতে হবে। তাহলেই আপনার পক্ষে ইনকাম সহজ হবে। আপনারা এই অ্যাপটি প্লে স্টোরে সার্চ করেলই পেয়ে যাবেন।
কিভাবে কাজ করবেন-
আপনি প্রতিদিন এপসটি অন করলেই আপনাকে অনেক গুলো যোগ – বিয়োগ সমাধান করতে বলবে এবং নিদিষ্ট সময়ের মধ্যে আপনাকে সমাধান করতে হবে। আপনি প্রতিদিন কিছুটা পয়েন্ট ফ্রি পাবেন। এপসটিতে নিদিষ্ট পয়েন্টর মান দেওয়া আছে। কাঙ্খিত পয়েন্ট অর্জন করলেই আপনি টাকা উইথড্র করতে পারবেন।
আপনি যদি সবগুলো সমাধান করতে পারেন তবে আপনাকে টিকিট দেওয়া হবে প্রতিটি টিকিটের মূল্য ৫০ পয়েন্ট। করা শেষ হলেই আপনার একাউন্টে কয়েন জমা হয়ে যাবে। যদি আপনি বাটনগুলো না পান, তাহলে বুঝবেন আপনার এরিয়াতে এখন সমাধান নেই। তখন আপনি টিকিট ব্যবহার করে কয়েন উপার্জন করতে পারবেন।
এইভাবে ১০০০ পয়েন্ট হলেই আপনি টাকা বিকাশ, রিচার্জ অথবা রকেটে নিতে পারবেন। ১০০০ পয়েন্টে আপনি ৫০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত পেতে পারেন। আপনি পে আউট রিকুয়েস্ট দিলে ১ – ৭২ ঘন্টার মধ্যে টাকা পেয়ে যাবেন।
তো এই ছিল আজকের অনলাইন ইনকাম নিয়ে আলোচনা।