Cheap price backlink from grathor: info@grathor.com

শ্বাসকষ্ট উপশম করে পিপুল

আসসালামুয়ালাইকুম বন্ধুরা কেমন আছেন  আশা করি ভালো আছেন।

পিপুলের ব্যবহার রান্নায় কম হলেও নামটা সকলেরই জানা।

পিপুলের ওষুধি হিসেবে অনেক গুণ আছে।

 পিপুল দীপন, (উদ্দীপিত করে) তীক্ষ্ণ, রূক্ষ, পিত্তকারক ও মলাবেগ করায়। 

কফ, বায়ু উদর রোগ, গ্যাস, লিভারের অসুুখ, কৃৃমি, শ্বাস রােগ উপশম করে। ক্ষয় রোধ করে। 

মস্তিষ্কের দুর্বলতা, উন্মাদ, বাত প্রকোপ সূতিকা রােগ, ঋতুস্রাব পরিষ্কার না হওয়া, নিদ্রাহীন কফ, শ্বাস প্রভৃতি শারিরীক অসুুবিধায় প্রাচীন কাল থেকে ঘরোয়া হিসেবে পিপুল ব্যবহার করা হয়ে আসছে । সুুস্থ থাকতে পিপুলের ব্যবহার।

 

১। পিপুলের গুড়াে মধু মিশিয়ে চাটলে এবং পরে গরম গরম গরর দুধ খেলে বিষমজ্বর (ম্যালেরিয়া) সারে।

 

২। পিপুল, শুকনাে আদা আর বহেড়াদলের (কবিরাজি দোকানে পাওয়া যায়) চূর্ণ মধু মিশিয়ে চাটলে কাশি সরে যায়।

 

৩। পিপুল আর শুকনাে আদা সম পরিমানে নিয়ে চূর্ণ করে মধু মিশিয়ে চাটরে

বমি বন্ধ হয়। 

 

৪। পিপুলের গুড়ােতে চিনি মিশিয়ে এক মাস ধরে নিয়মিত খেলে অম্লদিতে উপকার হয়।

 

৫। পিপুলের গুড়াে গুড় মিশিয়ে লেখে এবং তারপরে গরম দুধ খেলে ঘুম ভাল হয়।

 

বৈজ্ঞানিক মতে পিপুল বাত উপশম করে, উত্তেজনা সৃৃষ্টি করে, রক্তশোধল করে এবং সারক (মল মূত্র বায়ুু) নিঃসরণ করে।

আশা করি আজকের পোষ্টটি ভাল লেগেছে?

ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন।

 

Related Posts

8 Comments

Leave a Reply

Press OK to receive new updates from Firstsheba OK No