সৃষ্টির চির সুন্দর ও কল্যাণকর আমরা আশরাফুল মাখলুকত মানব জাতি। মহান সৃষ্টিকর্তা এই মানব জাতি সৃষ্টির সূচনা লগ্নে তার বিশেষ সৃষ্টি ফেরেশতাদেরকে জমিনে মানুষ নামের মাখলুক তথা সৃষ্টির সেরা জীব সৃষ্টি ও তাদের শৃঙ্খলা ও বিশৃঙ্খলা সম্পর্কে অবগত করে বলেছিলেন “আমি যা জানি তোমরা তা জান না “।
কালক্রমে মানুষ নামের মাখলুক সম্পর্কে ফেরেশতাদের সেই মন্তব্য ” তারা তো জমিনে রক্তপাত বিশৃঙ্খলা ও অনৈক্য সৃষ্টি করবে !”জাতিতে জাতিতে সাম্প্রদায়িক উষ্ণতা, ধর্মীয় বৈষম্যতা ও নানাবিধ পশুসুলভ অপতৎপরতা বৈরিভাব এবং বিশৃঙ্খলা দেখা গেলেও সুবিশাল এই পার্থিব তার আপন সত্ত্বয় এত সুন্দর সুচারুরূপে ফলপ্রসূ আবাদ ভুমিতে রূপান্তরিত হয় নি, আর না হয়েছে কারোর একক ক্ষমতাবলে।আমরা ছোটকাল থেকেই পড়ে আসছি, “একতাই শক্তি একতাই বল” নিশ্চয়ই তাহলে এই পৃথিবী আবাদ করার পিছনে একতা শক্তির ভূমিকা অনস্বীকার্য।
তদুপরি যুগ জিজ্ঞাসার প্রেক্ষাপটে আজ বিশিষ্ট দার্শনিক “নেপোলিয়ন’র ” উক্তি হাতছানি দিয়ে স্মরণ করিয়ে দেয় একতা শিখতে হলে পিপীলিকাকে অনুসরণ কর। মানুষের জন্য এই জগত সংসার সৃষ্টি কর্তার কাছে একটি পরিবারের মত আর এ জন্য ই তিনি বলেন -” তোমরা তার রুজুকে শক্তভাবে আঁকড়ে ধর দলে দলে (অনৈক্য বিশৃঙ্খলা সৃষ্টি করে) বিচ্ছিন্ন হইওনা । ঐক্যশক্তি বা একতা ও সামঞ্জস্য থাকলে অসাধারণ এবং অবিশ্বাস্য সব অর্জন করা যায়,যা মানুষ চিন্তা ও করতে পারে না। পুবিলিয়াস সাইরাস বলেন –
যেখানে একতা থাকে সেখানে বিজয় নিশ্চিত।
কেননা একতা একদিকে যেমন আমাদের বল বা, অপরদিকে আমাদের বৈচিত্র্যময় এক ক্ষমতা বাড়িয়ে দেয়। আজ বিশ্ব শান্তি পতন এবং বিশৃঙ্খলার মূলে রয়েছে অনৈক্য বা একতা শক্তির অভাব। কেননা সৌন্দর্যের পরিপূর্ণতা এবং বৈচিত্রের মধ্যে খোঁজ করলে যেটা পাওয়া যায় তার নাম একতা।
যে শক্তি আমাদের ঐক্যের পথে ও সঙ্গবদ্ধ বিশ্বভ্রাতৃত্বর সেতুবন্ধনে সাফল্যের স্বর্ণশেখড়ে নিয়ে যেতে পারে এবং শান্তির পথে পরিচালিত করে দিতে পারে স্বর্গীয় সুখ ।আর এজন্য প্রয়োজন দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিশেষ করে ধর্মপ্রাণ মানুষকে “সকল মতাদর্শের ঊর্ধ্বে ঐক্যমতাদর্শ”র শক্তিশালী এক প্লাটফর্ম গড়ে তোলা,যেখানে রাজা,প্রজা, ফকির মিসকিন, শিক্ষিত, উত্তম ও অধম বলতে সবাই সবার একই দেহের মত বা, একই আয়নার মতো দেখতে পাবে!
অহিংস পৃথিবীতে সেই দিনের মত আর কিবা হতে পারে যে সুখ দেখে স্বর্গবাসীরা ও ঈর্ষান্বিত হবে! পৃথিবীতে ছড়িয়ে পড়বে স্বর্গীয় শান্তির পায়রা! তারা অভিনন্দন জানবে পৃথিবীর অহিংস মনে গড়ে তোলা ‘মতানৈক্য সহ ঐক্যে’র ভিত্তিতে শান্তি কামী মানুষদের।তাই আমাদের উচিৎ অহিংস মনে ‘মতানৈক্য সহ ঐক্যের মানব উন্মুক্ত মঞ্চ’ তৈরী করা।