আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠকগণ। কেমন আছেন আপনারা সবাই?আশাকরি সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন।আপনারা সকলে যে যার অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনাই করি।
তথ্য এবং যোগাযোগ খাতে মানুষ এগিয়েছে বহুদূর।কারণ আজকাল মানুষের একে অপরের সাথে যোগাযোগের মাধ্যমই হলো মোবাইল ফোন। তাই গ্রাহক সুবিধার কথা চিন্তা করে নানান ধরনের টেলিকমিউনিকেশন কোম্পানি বের হয়েছে।সেই অভ্রযাত্রায় তারা যুক্ত হয়ে নিত্যনতুন গ্রাহকসেবার অফার নিয়ে হাজির হয়েছে আমাদের মাঝে। বাংলাদেশে চারধরনের মোবাইল অপারেটর কোম্পানি রয়েছে। সেইগুলা হলোঃ
১.গ্রামীণফোন।
২.রবি
৩.এয়ারটেল
৪.বাংলালিংক
৫.টেলিটক।
১.গ্রামীণফোনঃগ্রাহকসেবার দিক থেকে গ্রামীণফোন সবচেয়ে দ্রুতগতির নেটওয়ার্ক বহন করে থাকে। তাই দুর্গম পাহাড়ি অঞ্চলগুলোতে গ্রামীনফোন এর নেটওয়ার্ক সবসময় থাকে।গ্রামীণফোনের তাই সকল সার্ভিস বন্ধ করতে হলে সবার আগে “Stop all” লিখে টাইপ করে পাঠিয়ে দিন 2332 নাম্বারে। gp সার্ভিস বন্ধ করার নিয়ম
১.গ্রামীনফোন এর ওয়েলকাম টিউন বন্ধ করতে “Stop” লিখে পাঠিয়ে দিন 4000 নাম্বারে।
২.গ্রামীনফোন এর ইন্টারনেট সেবা অফ করতে *500*40# লিখে পাঠিয়ে দেন।
৩.গ্রামীনফোন এর ফেইসবুক বন্ধ করতে টাইপ করুন “Stop” লিখে পাঠিয়ে দিন 32665 এই নাম্বারে।
৪.গ্রামীনফোন এর মিসড কল এলাট অফ করতে টাইপ করুন “STOP MCA ” লিখে পাঠিয়ে দিন 6222 নাম্বারে।
৫.গ্রামীনফোন এর কলব্লক অপশন বন্ধ করতে টাইপ করুন “Stop CB ” লিখে পাঠিয়ে দিন 5678 এই নাম্বারে।
২.রবিঃফাস্টেস্ট এবং সুপারগতির ইন্টারনেট সেবা নিয়ে রবি আছে গ্রাহকদের পছন্দের তালিকায়। রবির সমল সার্ভিস বন্ধ করতে প্রথমে ডায়াল করুন *9# এ তারপর ১ চাপুন।
৩.বাংলালিংকঃবাংলালিংক এ সকল সকল
সার্ভিস বন্ধ করতে ডায়াল করুন *121*7*1*2*1#তাহলে সকল ভ্যালু এডেড সার্ভিস বন্ধ হয়ে যাবে।
৪.এয়ারটেলঃAirtel সিমের টাকা কেটে নেয়ার
সার্ভিস গুলো বন্ধ করুন এখনই’
.
মাঝে মাঝে আমরা খেয়াল করি আমাদের
সিমে টাকা থাকছেনা।
.
এর ২ টা কারণ থাকতে পারে। আপনি
হয়তো ভুলে কোন সার্ভিস অন করেছিলেন
যা আপনার মনে নেই।
.
অথবা এটা একটা টেকনিক্যাল
প্রব্লেম। যাইহোক যেই সার্ভিস গুলো
আপনার সিমের টাকা কেটে নিয়ে
যাচ্ছে সেগুলো বন্ধ করা খুবি সহজ।
.
তাই আসুন জেনে নেই আপনাকে কি করতে
হবে – সিমের টাকা কেটে নেয়া
বিরক্তিকর সার্ভিস গুলো বন্ধ করবেন
যেভাবে
.
২। এয়ারটেলঃ
.
airtel Promotional SMS Call
Dial *121*9*2# (free)
.
airtel facebook ussd Dial
*325*22# and to confirm press
1
.
airtel Caller tune & My
tune Dial *121*3*1#
.
airtel Music &
entertainment / mRadio
Dial *121*3*2#
.
airtel Mobile Backup Dial
*121*3*3#
.
airtel Miss call alert Dial
*121*3*4#
.
airtel Classified service Dial
*121*3*5#
.
airtel Cricket Dial
*121*3*6#
.
airtel Religious alert Dial
*121*3*7#
.
airtel Health & Education
Dial *121*3*8#
.
airtel Horoscopes Dial
*121*3*9#
.
airtel News Service Dial
*121*3*10#
.
airtel Weather forecast
Dial *121*3*11#
.
airtel Voice mail Dial
*121*3*12#
.
airtel Intl. Roam SMS Dial
*121*3*13#
.
airtel Jokes Dial
*121*3*14#
.
airtel Call block service Dial
*121*3*15#
5.টেলিটকঃটেলিটক সীমে সকল সার্ভিস বন্ধ করতে “Stop all ” lলিখে পাঠিয়ে দিন এই নাম্বারে।
ধন্যবাদ সবাইকে।
ঘরে থাকুন
সুস্থ থাকুন
.