আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ
আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন? আমরা যারা বিভিন্ন ওয়েবসাইট এ কাজ করি বা আমাদের নির্দিষ্ট ওয়েবসাইট আছে তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কিওয়ার্ড রিচার্জ করা। আমাদের ইউটিউব ভিডিও ভাইরাল করার জন্য ও কিওয়ার্ড রিচার্জ করার প্রয়োজন হয়। তাই আজকের পোস্ট টি অনেক গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ পোস্ট টি মনযোগ দিয়ে পরবেন।
একটি পোস্ট এ ভালো ভিউর জন্য অথবা প্রোপার এসউও করতে হলে আমাদের সবার প্রথম যে কাজটি করতে হয় সেটা হলো কিওয়ার্ড রিচার্জ করা। আমরা যদি কিওয়ার্ড রিচার্জ করতে না জানি কখনো ভালোই ফলাফল আশা করতে পারি না। আমরা যদি ওয়েবসাইট এ কাজ করি বা আমাদের নিজেদের কোন ওয়েবসাইট থেকে থাকে তাহলে আমাদের অবস্যই কিওয়ার্ড রিচার্জ করা শিখতে হবে। আমি আজকে আপনাদের সাথে কিওয়ার্ড রিচার্জ করার অনেকগুলো সাইট শেয়ার করব। আপনি এর যেকোনো একটা থেকে কিওয়ার্ড রিচার্জ করতে পারবেন। আপনি চাইলে একাদিক টুল ও ব্যবহার করগে পারেন। তাহলে চলুন প্রথম এ ১০ টি কিওয়ার্ড রিচার্জ করার সাইট জেনে নেই….
1. Google Trends.
2. jaaxy.
3. Answer the Public
4. Keyword Surfer.
5. Keyworddit.
6. Keywordtool.
7. Google Search Console.
8. Questiondb.
9. Bulk Keyword Generator.
10.Google Keyword Planner.
মনে করেন আপনি Keywordtool দ্বারা আপনার কিওয়ার্ড রিচার্জ করবেন। তাহলে আপনি আপনার ব্রাউজার এ গিয়ে সার্চ করবেন Keywordtool তারপর এর অফিশিয়াল পেজ টি অপেন করে আপনি সহজে কিওয়ার্ড রিচার্জ করতে পারবেন। অনেক সাইটগুলোতে সাইন আপ এর প্রয়োজন হয় আবার অনেক গুলোতে সাইন আপ ছাড়াই কিওয়ার্ড রিচার্জ করা যায়।
আপনি সবগুলো সাইট একবার হলেও ব্যাবহার করে দেখতে পারেন।আমি সাধারণ Keywordtool এবং jaaxy এর মাধ্যমে আমার ওয়েবসাইটের এর জন্য কিওয়ার্ড রিচার্জ করে থাকি এগুলো আমার কাজ সহজ মনে হয়। আপনি সাইট গুলো ভিজিট করে আপনার কাছে যেটা ভালো মনে হয় ওটা ব্যাবহার করবেন। ভালো থাকবেন সবাই। কথা হবে পরবর্তী পোস্ট এ। আল্লাহ হাফেজ