এক রেলওয়ে স্টেশনে একজন ভিক্ষুক থাকতো, তার রোজকার কাজ ছিল টেনে ঘুরে ঘুরে ভিক্ষা করা,এক স্টেশন থেকে অন্য স্টেশন আবার সেখান থেকে ফিরে আসা |কোনদিন ভালো ভিক্ষা পেতে আবার কোনদিন পেতনা,এই নিয়ে তার দিব্যি চলছিল|একদিন ভিক্ষা করতে করতে দেখল ট্রেনের কামরায় একজন সুট বুট পরা ভদ্রলোক ভ্রমণ করছে,ভিক্ষুক ভাবল ভদ্রলোক ভদ্রলোক মনে হয় অনেক বড় ধনী তার কাছে গেলে অনেক বেশি পয়সা দিবে|
তাই তার কাছে ভিক্ষা করতে গেল কিন্তু অনেকক্ষণ চাওয়ার পরেও ভদ্রলোক কিছুই দিলেন না,বরং বিরক্ত হয়ে বলল যখন তুমি দেখছো আমি কিছুই দিতে যাচ্ছি না তখন কেন শুধু শুধু বিরক্ত করছো|আর দ্বিতীয় কথা তুমি আমাকে কী দেবে ধরো আমি তোমাকে পয়সা দিলাম এর বিনিময়ে তুমি আমাকে কি দেবে,ভিকারি বললাম আমার কাছে তো আপনাকে দেওয়ার মতো কিছুই নেই জনাব|
আমিতো ভিক্ষা করে খাই আর আপনাকে দেওয়ার মত আমার সামর্থ্য কি আছে,তখন সেই ভদ্রলোক বললো যখন কিছু দিতে পারবে না তখন চাও বন্ধ করে দাও|তারপর ভদ্রলোক পরের স্টেশনে নেমে গেলেন ভিডিও ট্রেন থেকে বাইরে এলো এবং ভাবতে লাগলো সত্যিই তো,আমি কি দিতে পারি সে মাথা চুলকিয়ে চারি দিকে তাকাতে থাকে,ভাবতে থাকে এরপর তার চোখ যায় মাটিতে ফুটে থাকা ছোট ছোট ফুল সহ ফুল গাছের উপর|
এবার সে ভাবল এখন থেকে যে তাকে ভিক্ষা দেবে তাদের সবাইকে সে একটি করে ফুল দেবে,এরপর থেকে সে সবাইকে ফুল দেওয়া শুরু করলো কেউ তাকে ভিক্ষা দিলে সে তাদের ফুল উপহার দেয়|এটা দেখে মানুষদের ভালো লাগছিল যে এই প্রথম কোন ভিক্ষুককে ভিক্ষা দিলে সে ফুল উপহার দেয়|এভাবে কিছুদিন যাওয়ার পরে ভিখারির সাথে আবার দেখা হল সেই সুট বুট পরা ভদ্রলোকের,ভিকারি এবার সেই ভদ্রলোকের কাছে গিয়ে বলল জনাব এবার আপনাকে দেওয়ার মতো আমার কাছে কিছু আছে|
এবার আমাকে ভিক্ষা দিলে আমি আপনাকে কিছু দেবো,ভদ্রলোক বিশ্বাস করে তাকে কিছু পয়সা দিলো|ভিকারি তার ব্যাগ থেকে একটি ভুল বার করে ভদ্রলোককে উপহার দিলেন,ভদ্রলোক ভীষণ খুশি হলেন এবং বললেন এবার তুমি ব্যবসা করা শিখে গেছে,তুমি বুঝে গেছো লেনদেন কাকে বলে তিনি আরো বললেন তুমি যদি জীবনে কাউকে কিছু দিতে না পারো তাহলে তোমার নেওয়ার কোনো অধিকারই নেই|এরপরে ভদ্রলোক নেমে চলে গেলেন,
ভিকারির মাথায় সেই কথাগুলো ঘুরপাক খেতে লাগল,সে ভাবল এরমধ্যে কিছুতো রহস্য অবশ্যই আছে|সে ট্রেন থেকে নেমে স্টেশনে দাঁড়িয়ে চিৎকার করতে থাকে আজ থেকে আমি আর ভিখারি নই আমি একজন ব্যবসায়ী|আমিও হতে পারি একজন ব্যবসায়ী আমি প্রচুর অর্থ উপার্জন করে দেখাবো|সেই একই কথা বারবার চিৎকার করে বলতে লাগল,স্টেশনের যাত্রীরা ভাবল সে পাগল হয়ে গেছে,এরপর সেই ভিকারি কে স্টেশনে ভিক্ষা করতে দেখা যায় না|কয়েক বছর পরে সেই সুট বুট পরা ভদ্রলোক এর পাশে আরেক সুট বুট পরা ভদ্রলোক এসে দাঁড়ালো,এবং তাকে জিজ্ঞেস করল স্যার চিনতে পারছেন আজ আপনার সাথে আমার তৃতীয় বার দেখা|এরপর প্রথম ভদ্রলোক বললেন না আমার মনে হয় আপনার ভুল হচ্ছে আপনার সাথে আমার এই প্রথম দেখা হল|এবার পরের ভদ্রলোক বললো না আপনার সাথে এর আগেও আমার দু বার দেখা হয়েছে,আমি সেই ভিখারীর যাকে আপনি প্রথমবার শিখিয়ে দিলেন লেনদেন কাকে বলে|
আর দ্বিতীয়বার শিখিয়েছিলেন যদি আমি আমার চিন্তা ধারাকে বড় করতে পারি তাহলে আপনার মত হতে পারি দেখুন আজ আমি আপনার মত হয়ে গেছি,প্রথমে আমি ফুল তুলে দিতে থাকে এরপর ফুল কিনতে থাকি আর আজ আমার ফুলের অনেক বড় ব্যবসা|
তো বন্ধুরা এই ছোটগল্প আমাদের অনেক কিছু শিখিয়ে দিতে পারে,যদি আপনি কোন কাজে নিজের প্রচেষ্টায় দিতে না পারেন ভেতর থেকে আগ্রহ সৃষ্টি না করতে পারেন,অন্তর থেকে যদি উৎসাহ না দিতে পারেন তাহলে আপনি কোন কাজেরই সফলতা পাবেন না|
সেলফ মোটিভেশন থাকাটা খুবই দরকার আমরা সারাজীবন ভাবতে থাকে আমাদের জীবনটা মনে হয় এতোটুকু, নিজের চাদরটা বড় করে বিছানা যাতে আরাম করে, পা ছড়িয়ে বসতে পারেন|কারণ জিতবে তারাই যারা কিছু করে দেখাবে,যেদিন আপনি আপনার চিন্তাধারা বড় করবেন সেদিন বড় বড় সফল মানুষের চিন্তায় আপনি আসতে পারবেন|আপনি নিজেও একজন বড় সফল ব্যক্তি হয়ে যাবে না|তবুও তারা এই ছিল আমার ক্ষুদ্র প্রচেষ্টা ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন তাদেরও মোটিভেট করবেন উৎসাহ যোগাবে|