যারা লিখে অর্থ আয়ের চিন্তাভাবনা করছেন, তাদেরকে সাধুবাদ জানাই, কারণ বাংলাদেশে এখন বাংলা লিখে টাকা ইনকাম করা সবচেয়ে সহজ একটি পদ্ধতি। গুগল সার্চ রেংকিং এ দেখা গেছে, অনেকেই ভালো একটি প্ল্যাটফরম খুঁজছেন। যারা খুব সহজে এবং সহজ শর্তে বাংলা কনটেন্ট লিখে টাকা আয় এর স্বপ্ন দেখছেন তাদেরকে জানাই শুভেচ্ছা। কারণ এখন বাংলাদেশে এমন কিছু নতুন নতুন ওয়েবসাইট এসেছে তাদের কোয়ালিটি এবং পদ্ধতি সত্যিই অবাক করার মত। লেখালেখি করার অনেকগুলো সাইট ইতিমধ্যে আপনারা ভিজিট করে ফেলেছেন। কিন্তু মনের মতো সাইট খুজে পাওয়া সে তো ভাগ্যের ব্যাপার। চলুন আগে দেখে নেওয়া যাক, কোন কোন সাইডে সহজ সরল বাংলা লিখতে পারবেন।
যেসব ওয়েবসাইটে বাংলা লিখতে পারবেন:
- বাংলা হাব . কম
- জে আই টি
- লেখক ডট কম
- ইয়ার্কি
- হট নিউজ অল
- ফ্রিল্যান্সার ডটকম
- ডিজে বাংলা
মোটামুটি এই কয়েকটি সাইট বাংলা লেখার জন্য বিখ্যাত। (তবে শুরুতেই বলে নিয়েছি, খুব সহজে সহজ-সরল বাংলা লিখে ইনকাম করতে চান?) এখন উপরে উল্লেখিত প্রতিটি সাইটগুলো খুবই কমার্শিয়াল। যে কেউ চাইলেই এখানে লেখালেখি শুরু করতে অনেক ঝামেলা পোহাতে হয়। কারণ এই সাইটগুলো অত্যন্ত প্রফেশনাল। তাদের ধরাবাধা নিয়ম, মেনে কাজ করা খুবই কঠিন। তবে পেমেন্ট পদ্ধতি টা খুবই ভালো। তবে যেহেতু আপনি সহজ সরল বাংলা লিখতে চান সেহেতু প্রথমেই আপনাকে লেখালেখির অভ্যাস তৈরি করে নিতে হবে। আর লেখালেখির অভ্যাস গুলো আপনি সহজ সরল বাংলা লেখালেখির মাধ্যমে অর্জন করতে পারবেন।
আসুন জেনে নিই কিভাবে সহজ সরল বাংলা লিখবেন:
সহজ সরল বাংলা লিখতে হলে, আপনাকে অবশ্যই সঠিক বিষয় নির্বাচন করতে হবে।আপনি যত বেশি জটিল বিষয় বাছাই করবেন আপনার লেখাগুলো যতই জটিল হয়ে উঠবে। সুতরাং আপনি সর্বপ্রথম খুব সহজ কিছু অপশন বেছে নিন। যেখান থেকে আপনি খুব সহজে লেখালেখির অভ্যাস টা তৈরি করে ফেলতে পারবেন। তারপর আপনি জটিল বিষয়গুলো নিয়ে লিখতে পারবেন আশা করা যায়।
সহজ সরল বিভাগ, গুলো কি কি?
- টিপস-এন্ড-ট্রিকস
- স্বাস্থ্য
- বিনোদন
- রিভিউ
- গল্প
দেখুন উপরে উল্লেখিত বিভাগ গুলো কিন্তু খুব মজার। যে কেউ চাইলে অনায়াসে এসব বিভাগের যেকোন একটিতে লেখালেখি শুরু করতে পারেন।কারণ লেখালেখি যে কয়েকটি মাধ্যম আছে তার মধ্যে একটি সহজ সরল মাধ্যম আমার জানা নেই। আপনি যদি মোটামুটি ধরনের লেখালেখি করতে পারেন তবে আশা করা যায় আপনি ইনকাম শুরু করতে পারবেন। প্রথম প্রথম হোক সেটা কম কিংবা বেশী। মোট কথা হল আপনার অভ্যাসটা তো হয়ে যাচ্ছে।
সহজ-সরল বিভাগগুলো কোন কোন ওয়েবসাইটে পাবো?
সব বিষয়গুলো সব ওয়েবসাইটে থাকবে না এটাই স্বাভাবিক।একটি ওয়েবসাইট গুলো তাদের এক একটি বিষয়ের উপর গুরুত্ব দেয়। তবে কিছু কিছু ওয়েব সাইট আছে যেখানে আপনি এইসব বিষয়গুলো খুব সহজে পেয়ে যাবেন। তবে নীতিমালাগুলো আগে পরে নিবেন তার পরে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার আগে ওয়েবসাইটে ভিজিট করে নেবেন। (তবে প্রথমেই অস্থির হয়ে যাবেন না কারন কিছু কিছু ওয়েবসাইটে নীতিমালা গুলো অনেক কঠিন)
উপরে উল্লেখিত প্রতিটি সহজ-সরল বিষয়গুলো আপনি পেয়ে যাবেন এমন একটি ওয়েবসাইটের বিষয়ে আলোচনা করছি:
আমরা যারা নতুন যারা লেখালেখি শুরু করতে চায় তারা প্রথমে চিন্তা করি খুব সহজে কোথায় জয়েন করে খুব সহজে ইনকাম করতে পারা যায়। চাহিদা তো আমাদের খুবই সহজ সরল। কিন্তু এমন ওয়েবসাইট কি আমরা খুঁজে পেতে পারি? আমি বলব অবশ্যই আছে/নতুনদের খুব ভালো একটি প্লাটফর্ম দিয়ে থাকেন/এমন একটি ওয়েবসাইট, পুরো অভিজ্ঞতাকেই পাল্টে দেবে। চলুন জেনে নেওয়া যাক ওয়েবসাইট সম্পর্কে।
Grathor.com
এই ওয়েবসাইটটি অনেক সুনামের সাথে বর্তমানে তরুণদের কাছে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। একসাথে রয়েছে অনেকগুলো সহজ-সরল বিভাগ। যেখান থেকে আপনার পছন্দ মত যে কোন একটি বিভাগে আপনি খুব সহজেই লেখা লিখি শুরু করতে পারেন। নীতিমালা গুলো অনেক সহজ সরল।আসুন জেনে নেয়া যাক অন্য ওয়েবসাইটগুলো থেকে এর পার্থক্যটা কেন একটু আলাদা।
- খুব সহজেই রেজিস্ট্রেশন করা যায়।
- নীতিমালা গুলো সহজ
- দ্রুত পোস্ট এপ্রুভ করে নেয়া হয়
- পোস্ট এপ্রুভ বলার সাথে সাথে দেওয়া হয়
- সুন্দর একটি ড্যাশবোর্ড যা আপনাকে সর্ব সময় স্বাগতম জানাবে। এরকম ড্যাশবোর্ড অন্য কোন ওয়েবসাইটে আছে কিনা জানিনা।
- নাই কোন শর্ত (ফেসবুকে লাইক করো কমেন্টস করো’ফলো করো’পরীক্ষা দেও/এমনকি কিছু কিছু ওয়েবসাইট অ্যাডমিশন টেস্ট নিয়ে নেয়/এরকম কোন ঝামেলা নেই/এক ক্লিকে জয়েন করে ফেলতে পারবেন/
- জয়নিং একদম ফ্রি
- জয়েনিং বোনাস
- রেফারেল বোনাস
- ভিডিও বোনাস
- গোল্ডেন বোনাস
- শেয়ারিং বোনাস
- কমেন্ট বোনাস
- লগইন বোনাস
- রেডিং বোনাস
- বাৎসরিক প্রতিযোগিতা
একটি স্বনামধন্য ওয়েবসাইট এর চেয়ে বেশি আর কি লাগে। চোখ বন্ধ করে এই ওয়েবসাইটে জয়েন করে ফেলুন। এরশাদ একবার জয়েন করলে আপনার অন্য কোন ওয়েবসাইটের প্রতি আসক্তি থাকবে না। তারপর ইনকাম তো আসছে। টাকা পাবেন কাজ করবেন। যত লিখবেন তত টাকা পাবেন। তাহলে আর কি চাই।
বিশেষ দ্রষ্টব্য:
এখানে শুধু লিখলেই টাকা পাওয়া যায় তা নয়/এখানে আপনি অন্যের লেখা পড়লেও টাকা ইনকাম করতে পারবেন/আর এই বৈশিষ্ট্য বৈশিষ্ট্য বাংলাদেশের অন্যসব ওয়েবসাইট থেকে ওয়েবসাইটকে তুলে নিয়েছে এক অনন্য জায়গায়/(তাই সাতপাঁচ না ভেবে চোখ বন্ধ করে এর সাইটে জয়েন করে ফেলুন) যারা লেখালেখি ভালোবাসেন তাদের জন্য এর চেয়ে ভাল সাইট আপাতত আমার জানা নেই।
তাই যারা সহজ-সরল বাংলা লিখে ইনকাম করতে চান/তারা এই ওয়েবসাইটে লিখতে পারেন। হানডেট পারসেন্ট পেমেন্ট প্রুফ। টাকা বিকাশে নিতে পারবেন। নিতে পারবেন মোবাইল রিচার্জের মাধ্যমে। তাহলে এখন থেকে সহজ সরল বাংলা লিখে ইনকাম শুরু করতে পারেন। সম্ভব হলে ওয়েবসাইটটি ঘুরে দেখুন। গুগোল রেংকিং এ সার্চ দিলেই আপনি বুঝতে পারবেন এর জনপ্রিয়তা কোথায় পৌঁছে গেছে। সত্যি বলতে অসাধারন একটি ওয়েবসাইট।