পৃথিবীতে মানব বিপ্লব গড়ার পর থেকে , মানুষ আস্তে আস্তে সবই প্রতিস্টা করে । আমরা সমাজ বদ্ধ , সমাজ ছাড়া চলতে পারি না । আদিকাল থেকে সমাজ শব্দটা ব্যবহারিত , সমাজে থাকতে আমাদের কতগুলো রীতি-নীতি মেনে চলতে হয় । সমাজের সদস্য হয়ে আমরা বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা ভোগ করে থাকি। আমরা বলি , মানুষ সামাজিক জীব ।
আমাদের দায়িত্ব ও কর্তব্য
সমাজে বিভিন্ন শ্রেনীর মানুষ বসবাস করে । সবাই সবকিছু ভোগ করতে পারে না । সবার বিভিন্ন প্রকার সমস্যা থাকে , এইটা স্বাভাবিক কারন ।
আমাদের কর্তব্য দরিদ্র মানুষদেরকে সেবা করা , মানুষের সমস্যার সমাধান করার চেস্টা করা ।
আমরা সমাজে বসবাস করি , তাই রাস্টে নীতি নিয়ম মেনে চলতে হবে । সমাজ থেকে রাস্ট উদ্ভত, সমাজ ছাড়া রাস্ট অচল।
নাগরিকরা রাষ্ট্রের কাছ থেকে বিভিন্ন অধিকার ভোগ করে। পাশাপাশি প্রতিটি নাগরিককে রাষ্ট্রের প্রতি কিছু দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। রাষ্ট্রের প্রতি কর্তব্যগুলো সঠিকভাবে পালন করা প্রতিটি নাগরিকের দায়িত্ব। নাগরিকের কর্তব্যগুলোর মধ্যে নিয়মিত কর দেওয়া একটি গুরুত্বপূর্ণ কর্তব্য।
সমাজের বিভিন্ন নিয়মকানুন, আচার-আচরণ মেনে চলা।
সমাজে বিভিন্ন ধরনের সম্পদ সংরক্ষণ করা।
সকলের সঙ্গে মিলেমিশে চলা।
বড়দের শ্রদ্ধা এবং ছোটদের ভালোবাসা।
যদি একজন মানুষ আত্মহত্যা করতে চাই , তাকে বাচানো আমদের কর্তব্য ।
রাস্টের বিরোধীতা করলে তাকে ব্যবস্থামুলক শাস্তি দেয়া ।
কেউ যদি ভুল পথে হাঁটে তাকে সঠিক পথ দেখানো ।
সেবামূলক কাজ করা ।
রাস্টের উন্নয়নের প্রতি কাজ করা । আমাদের দায়িত্ব
নিষ্ঠার সাথে নিজ দায়িত্ব পালন করা, মানুষের কল্যাণ কামনা করা এবং কল্যাণ করার চেষ্টা করা।
মানুষ কে সৎ পথ দেখানো ।
এই সবই আমদের সমাজের প্রতি দায়িত্ব ও কর্তব্য। সমাজে আমরা বসবাস করি, রাস্ট প্রতিস্টা করছে যাতে মানুষ সুযোগ সুবিধা পেয়ে থাকে । তাদের সব সমস্যা দায়বদ্ধতা করতে পারে ।
আমরা সমাজের এবং রাস্টের জনগন হয়ে এই দায়িত্ব করতে হবে । তাহলে দলবদ্ধ ভাবে সুশিল বাসবাস করতে পারবো ।
রাস্টে উন্নয়ন হয় জনগের ধারায় । জনগন যদি রাস্টের কাজে সহযোগিতা করে তাহলে রাস্ট উন্নতির দিকে ধাবিত হবে । সমাজ হয়ে উঠবে সুন্দর সমাজে মানুষ যুগ যুগ বসবাস করবে ।