আসসালামুয়ালাইকুম সবাইকে ।
আজ আমি “সমালোচনা” নিয়ে কিছু বিখ্যাত মানুষদের উক্তি আপনাদের সাথে শেয়ার করবো ।
তো চলুন শুরু করা যাক।
১.কাউকে নিয়ে সমালোচনা করাটা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝাটা ঠিক ততটাই কঠিন।
— ডেল কার্নেগি
২.সমালোচনা করার অধিকার তারই আছে যার সাহায্য করার মতো হৃদয় আছে।
— আব্রাহাম লিংকন
৩.সমালোচনাকে ভয় পাওয়া মানে সফলতাকে দূরে ঠেলে দেয়া।
— মারশা এগান
৪.পরের দোষত্রুটি লইয়া কেবলই আলোচনা করিতে থাকিলে মন ছোটো হইয়া যায়, স্বভাব সন্দিগ্ধ হইয়া উঠে, হৃদয়ের সরসতা থাকে না।
— রবীন্দ্রনাথ ঠাকুর
৫.আমাদের অধিকাংশের সমস্যা হল যে আমরা সমালোচনার দ্বারা রক্ষা পাওয়ার চেয়ে প্রশংসার দ্বারা ধ্বংস হয়ে যাব।”
-নরম্যান ভিনসেন্ট পিল
৬.যদি আপনি সমালোচনা সহ্য করার ক্ষমতা না রাখেন, তাহলে নতুন কিছু বা ভিন্ন কিছু করার উদ্যোগ না নেয়াই ভালো।
— জেফ বেজোস
৭.আপনি যদি কোন ভালো কাজ করেন তাহলে লোকে আপনার সমালোচনা করবেই। আম গাছে আম ধরে বলেই লোকে ঢিল ছোঁড়ে। ফজলি আম গাছে আরও বেশি ঢিল ছোঁড়ে। শেওড়া গাছে কেউ ভুলেও ঢিল ছোঁড়ে না।
— এ.কে ফজলুল হক
৮.তারা যুগ যুগ ধরে ভুল শব্দ খুঁজে বেড়ায়, যেগুলো তাদেরকে মূল্য দিবে, এবং শেষে তারা তা পায়ও।
-পিটার উইসটিনভ
৯.সময় হলো একমাত্র সমালোচক যার কোন উচ্চাকাঙ্খা নেই।
-জন স্টাইব্যাক
১০.খারাপ সমালোচনার দিকে মন দিয়ো না। আজকের খবরের কাগজ কালকের টয়লেট পেপার।
– জ্যাক ওয়ার্নার
সবশেষে বলা যায় ,
ভালো কাজ করতে গেলে মানুষ সমালোচনা করবেই । সুতরাং এতে কান না দিয়ে দৃঢ়তার সাথে এগিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ।
কারো সমালোচনায় প্রভাবিত হয়ে নিজের ভবিষ্যৎ নষ্ট করা মোটেও ঠিক নয়।
আশা করি আজকের পোস্টটি আপনাদের ভালো লেগেছে।
কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু।
দেখা হবে পরবর্তী পোস্টে।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন ।
আল্লাহ হাফেজ।।