আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগণ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলে নিজ নিজ অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনাই ব্যক্ত করি সব সময়। সমুদ্র নিয়ে রোমান্টিক কবিতা –
সমুদ্র আমাদের সকলের সবচেয়ে প্রিয় একটি স্থান। মানুষ জীবনে একবার হলেও তাই সমুদ্র ভ্রমনে যেতে চায়।সমুদ্র আমাদের তাই প্রত্যেকের জীবনে তাই স্বপ্নের স্থান হিসেবে অভিহিত হয়।
যারা সমুদ্র ভ্রমণে গিয়েছে শুধু তারাই সমুদ্রেএ আসল সৌন্দর্য বুঝতে পারে। তাই সময় থাকতে মানুষকে একবার হলেও সমুদ্র ভ্রমণে যাওয়া উচিত।
সমুদ্র নিয়ে মানুষ এর কৌতুহলের অভাব নেই।এর বিশাল এবং বিস্তৃর্ণ জলরাশি কোথায় গিয়ে মিলত হয় তার কোন ইয়ত্তা নেই। তাই সমুদ্র নিয়ে সকলের জিজ্ঞাসার কোন কমতি নেই। সমুদ্র এর বিশাল সৌন্দর্যে মুগ্ধ হয়ে কতশত কখনো বি যে কতশত সাহিত্য রচনা করেছেন তার ইয়ত্তা নেই। আজ আমি তাই সমুদ্র নিয়ে আজ দুটি কবিতা আপনাদের সামনে তুলে ধরলাম।
আশা করি আপনাদের ভালো লাগবে।
সমুদ্র প্রেম
– খন্দকার মো: আকতার উজ জামান সুমন
তোমার ইচ্ছেগুলো কেন যেন
আমারো ইচ্ছে হয়ে যায়,
তোমার ভাবনাগুলো কেন যেন
আমারো ভাবনা হয়ে যায়।
তোমার ইচ্ছে হয় সমুদ্র দেখতে,
ঢেউয়ের মিতালিতে চোখ জুড়াতে।
আমারো ইচ্ছে হয় তখন তোমায় দেখতে,
তোমার চোখের গভীরে দুঃখ সব ঘুঁচাতে।
তুমি সমুদ্রের গর্জনে হাসবে,
আমি দেখবো সেই হাসি।
সুহাসিনী নীল শাড়িতে সাজবে,
আমে দেখবো সেই সাজ।
তোমার নীল আঁচলে উড়িয়ে দিবে,
খোলা হাওয়ায় সব দুঃখ।
যন্ত্রণা সব ভাসিয়ে দিবে,
লোনাজলে হবে সব মুক্ত।
কখনো তোমার হাত বাড়িয়ে দিবে,
ধরতে আমি কিছুক্ষণ।
ভালোবাসি বলবে আমায় খুব যতনে,
হৃদয়ে চলবে তোমার অনুরণন।
এরপর তোমার খালি পায়ে হেঁটে চলা,
আমার সাথে হেসে হেসে কথা বলা।
আর গন্তব্যহীন পথে এগিয়ে যাওয়া,
ভালোবাসার অথৈ সমুদ্রে ডুবে যাওয়া।
সমুদ্রের তীরে দাড়িয়ে তুমি বলেছিলে সমুদ্র ভীষণ স্বার্থপর,
সবকিছু কেড়ে নেয়, ফিরিয়ে দেয়না কিছুই।
তারচেয়ে এবার বরং তুমি আমাকে ভালোবাসো।
সমুদ্রের বুকে কয়েকজোড়া পায়ের ছাপ এঁকে দিয়ে তখনই আমি সমুদ্র কে ছেড়ে তোমার সাথে ঘরে ফিরে গিয়েছিলাম,
তুমি দুফোটা চোখের জল ফেলতে,আমি আকাশ হয়ে যেতাম;
তুমি আঙুল তুলে নিষেধ করতে, আমি নিমিষেই ভেঙে পরতাম;
তুমি বলতে চাল নেই ঘরে,আমি হা করে চাঁদের আলো খেতাম।
তারপর একদিন তোমার অসুখ হলো,
তুমি বললে “বাঁচবোনা আর”,
আমি বললাম “এভাবে বলতে নেই”;
তুমি বললে ” আমি যা বলি তাই হয়;আমাকে তুমি সমুদ্রে নিয়ে যাও”
নিয়ে যাওয়ার সময় দাওনি আর,তার আগেই ছেড়ে চলে গেছো;
আজ আমি একাই দাড়িয়ে আছি সমুদ্রের হাত ধরে;
তোমার কথাদের ফিরিয়ে দিচ্ছে ঢেউ;
“সমুদ্র ভীষণ স্বার্থপর,
সবকিছু কেড়ে নেয়,ফিরিয়ে দেয়না কিছুই;
তারচেয়ে এবার বরং তুমি আমাকে ভালোবাসো।”
©স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ সবাইকে। সামনে নতুন কোন টপিক নিয়ে হাজির হব আপনাদের সামনে।
মাস্ক পড়ুন
সুস্থ থাকুন
Related topic: সমুদ্র নিয়ে ছোট কবিতা,
সমুদ্র সৈকত নিয়ে কবিতা,
সমুদ্র নিয়ে কষ্টের কবিতা,
সমুদ্র নিয়ে বিখ্যাত কবিতা,
সমুদ্র নিয়ে কবিতা জীবনানন্দ,
আকাশ ও সমুদ্র নিয়ে কবিতা,
নীল সাগর নিয়ে কবিতা,
সমুদ্র তীরের কবিতা