আপনারা যাদের অনলাইন আর্নিং সম্পর্কে ধারনা আছে তারা জানেন ক্রিপ্টকারেন্সি সম্পর্কে । আবার এটাও জানেন ক্রিপ্ট যাত্রার শুরুতে তারা ইজারদেরকে কিছু ফ্রি টোকেন বা কয়েন দেয়। আর এইগুলা নিতে হলে ERC20 Supported Wallet দরকার হয়। তেমন একটি ERC20 Supported Wallet হলো Myetherwallet (MEW) ।
তবে এতে সাইনআপ স্বাভাবিক প্রক্রিয়ায় নয় তাই অনেকের সমস্যা হয়।
প্রথমে আপনার ক্রোম ব্রাউজারে গিয়ে myetherwallet.com লিখুন।
তাহলে এমন একটি উইন্ডো আসবে। এখন একটি পাসওয়ার্ড দিয়ে creat new wallet এ ক্লিক করুন।
এখন এটি ডাউনলোড করুন।
এখন I understand এ ক্লিক করুন।
এখন তারা আপনাকে প্রাভেট কি দিবে। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপুর্ন ধাপ। কারন আপনি লগইন করতে এটা অবশ্যই লাগবে। এটি হারিয়ে ফেললে আপনি আপনার একাউন্ট হারিয়ে ফেলবেন। তাই এটি কপি করে নিরাপদ জায়গায় রাখুন।
এখন মোটামুটি কাজ শেষ। লগইন করার পালা।
আবার নতুন করে সাইটে ডুকুন। New wallet এর কাছে Send ether & token অপশন এ ক্লিক করুন।
তাহলে এরকম দেখাবে। আপনি Private Key তে ক্লিক করুন । নিচে একটি খালি বক্স পাবেন। আপনার private key copy করে paste করুন। নিচের Unlock বাটনে ক্লিক করে একটু অপেক্ষা করুন।
তাহলে আপনার একাউন্ট অপেন হবে। এখন আপনি আপনার wallet address পাবেন এবং এটি দিয়ে যেকোনো ICO/Airdrop থেকে টোকেন নিতে পারবেন।
আমি পরবর্তীতে Ico/airdrop নিয়ে পোস্ট করব তাই সাথেই থাকুন ধন্যবাদ।