তুমি লেখাপড়ায় অনেক ভালো, তবুও তোমার চাকরি কেন হচ্ছে না এরকম অবস্থানে কেউ না কেউ অব্যশই দাঁড়িয়ে আছেন। লেখাপড়ার পিছনে ছুটতে ছুটতে আমরা নিজের ভিতরের আসল মানুষটাকে ভুলে যায়। নিজেকে ভালোভাবে উপস্থাপন করতে পারি না আর। আাসলে শুধু যে লেখাপড়ার দক্ষ হলে হবে না নিজেকে স্মার্ট করে গড়ে তুলতে হবে। আর তুমি কতটুকু স্মার্ট তা প্রকাশ পায় তা আমদের সিভি দ্বারা। অনেকে আছে যে সিভিকে অনেক নরম্যাল একটা বিষয় মনে করে। কিন্তু সত্যি বলতে কি সিভি দ্বারা আমাদের ব্যক্তিত্ব প্রকাশ পায়। আপনাদের ধাপে ধাপে বুঝিয়ে দিচ্ছি কিভাবে সিভি লিখে আপনারা খুব সহজে অন্যদের ইমপ্রেস করতে পারবেন।
ধাপ১ঃ আপনার সিভিটা হবে খুব পরিপাটি। সবকিছু লিখবেন গোছানো ভাবে। যে ব্যক্তি আপনার সিভি দেখবে তিনি সিভি দেখেই যেন বুঝতে পারেন আপনি কতটা গোছানো
ধাপ২ঃ সিভিটা আপনার সব দক্ষতা যেন প্রকাশ করে কিন্তু এমন যাতে না লাগে যে আপনি বেশি দেখাচ্ছেন।
ধাপ ৩ঃ কথাগুলো লিখবেন সহজ ভাষায়। যাতে আপনার লেখা সব কথা বুঝতে পারা যায়।
ধাপ৪ঃ সিভিতে এমন হওয়া উচিত যা পড়ে মনে হবে আপনি চ্যালেন্জিং চাকরী খুঁজছেন এবং আপনি সকল পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে কাজ করবেন।
ধাপ ৫ঃ সিভি অতি বেশি বড় করবেন। অনেক সময় ইমপ্রেসন বাড়ানোর জন্য একি কথা ঘুরে ঘুরে লিখে দেওয়া হয় সিভিটা লম্বা করার জন্য।এটি কিন্তু সম্পুর্ণ ভুল।
ধাপ ৬ঃ অন্যের সিভি নকল করবেন না। এতে আপনার না যে ব্যক্তির সিভি নকল করলেন তা আচরণ কেমন তা প্রকাশ পাবে।সিভিতে যা লেখা আছে তা যদি আপনার চরিত্রে প্রকাচ না পায় তাহলে সিভিতা লিখে কি লাভ।
সর্বশেষে সিভিটা জমা দেওয়ার আগে বারবার চেক করে নিবেন কিছু যাতে ভুল বানান অথবা কিছু ভুল লিখেছেন কিনা।
সিভির বিন্যাস সাধারণ রাখুন
অভিনব রঙিন এবং একাধিক ফন্ট ব্যবহার করা যাবে না । সাধারণভাবে সিভি আকর্ষণীয় করার চেষ্টা করুন। অতিরিক্ত কিছু উল্লেখ করা থেকে বিরত থাকুন
এতি বারবার মনে রাখবেন সিভিতে মিথ্যা এবং অতিরঞ্জিত কিছু উল্লেখ করা থেকে বিরত থাকুন। কখনো কখনো এগুলো চাকরি পাওয়ার ক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে। চাকরিদাতা আপনার এসব তথ্য যাচাই করতে চাইতে পারে। এসব বিষয়ে সচেতন হতে হবে।
সিভিতে যা যা থাকবে
১/ নাম ও যোগাযোগ ঠিকানা
২/ছবি
৩/পেশাগত লক্ষ্য
৪/শিক্ষা
৫/একাডেমিক প্রকাশনা বা প্রকল্প
৬/পেশাগত অভিজ্ঞতা
৭/স্বেচ্ছাসেবামূলক কাজ
৮/কর্মশালা ও প্রশিক্ষণ
৯/ভাষা দক্ষতা
১০/কম্পিউটার-দক্ষতা
১১/শখ ও আগ্রহ
১২/রেফারেন্স
১৩/অঙ্গীকারনামা
সিভিটা যতা সম্ভব নিজের মনে বানানো চেষ্টা করবেন। নিজেকে প্রকাশ করবেন।