ফেসবুকে অটো রিপোর্ট করার ট্রিক

ফেসবুকে অনেক আইডি,  গ্রুপ বা পেজ আছে যারা ফেসবুকে অশ্লীলতা,  গুজব, ধর্ম অবমাননা করছে এবং ছড়াচ্ছে এদের জন্য  অবশ্যই পদক্ষেপ নেওয়া উচি।  তাই এসব আইডি,  পেজ,  গ্রুপ,পোস্টে রিপোর্ট করা উচিত।  সাধারণত আমরা সবাই জানি কিভাবে রিপোর্ট করতে হয়।  কিন্তু আপনার একার রিপোর্টে সবসময় তেমন ফলাফল পাওয়া যায় না।  তাই অটো রিপোর্ট একটি কার্যকরী উপায়। যেভাবে অটো রিপোর্ট করবেনঃ

(বিদ্রঃ কেউ খারাপ কাজে ব্যাবহার করবেন না। এটা ভালো কাজের জন্য দেওয়া হয়েছে)

১.সেই একাউন্টে যান এবং সেখানে তিনটি ডট দেখবেন সেখানে ক্লিক করুন।
২. তারপর কপি ইউআরএল (url) এ ক্লিক করুন
৩. তারপর ফেসবুকের কাজ শেষ। এবার গুগল বা যেকোনো ব্রাউজার অপেন করুন।
৪. সেখানে লিখুন ফাইন্ড ফেইসবুক নামেরিক আইডি নাম্বার   (find facebook numeric id number)

৫. সার্চ করার পর দেখবেন কমেন্টপিকার (commentpicker) নামক একটি ওয়েবসাইট আছে সেখানে ক্লিক করুন।
৬. তারপর সেখানে আপনাক ফেসবুকের সেই কপি করা ইউআরএল (url) টি দিতে বলবে। সেটা সেখানে পেস্ট করে সাবমিটে/ যে বাটনটি থাকবে সেখানে  ক্লিক করুন।
৭. তারপর কয়েকটি সংখ্যা দেখতে পারবেন সাধারণত এটি ১৫ ডিজিটের হয়ে থাকে।
৮. সেই সংখ্যাটি কপি করুন।

৯. আবার একটি সার্চ ইঞ্জিনে যান লিখুন। (autofbreport.anywherepython.com)
এ-ই লেখাটিতে কোনো গ্যাপ দিবেন না ।
১০. সার্চ করার সাথে সাথে আপনি একটি ওয়েবসাইটে প্রবেশ করে যাবেন
১১. সেখানে আপনাকে টার্গেট আইডি দিতে বলবে এবং টার্গেট আইডি হচ্ছে সেই ১৫ ডিজিটের  নাম্বারটি যেটা আপনি কপি করেছিলেন  সেটা এখানে পেস্ট করে দিন।  নিচে রিপোর্ট লেখা দেখবেন সেটাতে ক্লিক করে দিন অটোমেটিকেলি রিপোর্ট হবে।

১২. তখন আপনি রিপোর্টিং লেখা দেখবেন এবং উপরে ৫/১০/যতগুলো রিপোর্ট করা হয়েছে ততগুলো রিপোর্ট ডান লেখা দেখতে পাবেন।

এভাবেই ফেসবুকে অটো রিপোর্ট করা যায়।

Related Posts