২০১৮ সাল। আমার এসএসসি পরীক্ষা শেষ।
আমি তখন ফেসবুকে অনেক এক্টিভ। দিনগুলো
খুব বোরিং কাটছিলো। দিনের বেলা বন্ধুদের সাথে খেলার পারে রাত হলে একা ঘরে আর ভালো লাগে নাহ। রাতে আড্ডা বা কথা বলার মতো কেউ ছিলো না। তো আমি রাতের বেলা ভিডিও গেমস খেলেই
সময় পার করতাম।
একদিন রাতে ফেসবুকে নিউজ ফিড স্ক্রল করার সময় আমার মেসেঞ্জারে একটা মেসেজ আসে।
আমি ভাবলাম হয়তো কোনো বন্ধু হবে।
তারপর মেসেঞ্জারে গিয়ে দেখি একটি মেয়ে
আমাকে লাইক দিয়েছে।
তো আমি বললাম “লাইক দিয়েছেন কেনো?
আপনি কি আমাকে চিনেন?”
সে আবার আরেকটি লাইক দিলো।
আমি আবার বললাম “কি অবস্থা লাইক দিচ্ছেন কিছু বলেন না কেনো?” এবার সে উত্তর দিলো “সরি
ভাইয়া ভুলে লাইক চলে গেছে।” আমি বললাম ঠিক আছে।
তারপর তার ফেসবুক প্রোফাইল চেক করে দেখি তার বাসা নারায়ণগঞ্জ আমার পাশের জেলাতে।
আর তার কয়েকটা ফেসবুক ফ্রেন্ড আমারও ফ্রেন্ড।
এর মধ্যে একটা মেয়ে ও একটা ছেলে বন্ধু ছিলো।
তো আমি ওদের কাছে মেয়েটির কথা জিজ্ঞেস করলাম। ওদের কোনো রিলেটিভ নাকি?
ওরা বলল যে মেয়েটি ওদের কিছু হয় না।
এমনি ফেসবুক এ পরিচয় হয়েছে। জাক আমি আর কিছু না ভেবে আমার কাজে লেগে গেলাম।
আরেকদিন রাতে আমি মেয়েটির ফেসবুক স্টোরি
দেখে তাকে একটি মেসেজ দিলাম।
হয়তো আমার ওইদিন মেসেজ তার জন্য ই সব।
আমি বললাম কেমন আছেন। আপনার শরীর ভালো তো? সে বলল তার শরীর থিক আছে কিন্তু তার মন ভালো নেই।
এটা শুনে আমার খুব খারাপ লাগলো। আমি বললাম
কি হয়েছে? আম্মু বকছে নাকি?
বলে হে আজকে নাকি ওঁকে ওর মা খুব বকেছে।
কারণ বলল সে একটা ছেলের সাথে প্রেম করতো এবং ছেলেটা ভালো ছিলো না। ওর সাথে আনেক খারাপ ব্যবহার করেছে। আর এসব কথা ওর আম্মু জানতে পারায় ওকে অনেক বকাবকি করেছে।
তো আমি ভাবি ওর মন ভালো নেই আমার ওকে কিছু বলা থিক হবে না। তো আমি বায় বলে চলে আসছিলাম। সে বলে আজব লোক তো আপনি
একটি মেয়ে মন খারাপ করে বসে আছে আর আপনি চলে যাচ্ছেন। তো আমি বললাম যে আমি আপনার জন্য কি করতে পারি? সে বলল যে আমার একা কিছুই ভালো লাগছে না কি করি বলেন?
তো আমি ওর কাছ থেকে অর বয়ফ্রেন্ড এর সব কথা শুনলাম। তারপর ওকে ব্রেক আপ করতে বললাম আর বললাম যে আম্মুকে সরি বলবা।
তারপর ওর সাথে আর ১ সপ্তাহ কথা বলা হয় নাই।
ও এতোদিন ফেসবুক এ ও আসে নাই।
প্রায় ১০ দিন পরে সে আমাকে মেসেজ দিলো।
আমরা অনেক সময় ধরে কথা বললাম। তার বছর বয়ফ্রেন্ড এর কথা জিজ্ঞেস করলে সে বলল তার সাথে ব্রেকয়াপ করে ফেলছে। সে আমাকে ধন্যবাদ দিলো তাকে সাহায্য করার জন্য। ওইদিন আমার কথাগুলো নাকি তার খুব কাজে লেগেছে আর সে
এখন খুব খুসি এসব এবং তার আম্মু ও তাকে মাফ করে দিয়েছে। এবং এসব নাকি আমার জন্য হয়েছে তাই সে আমার কাছে কৃতজ্ঞ থাকবে।
১ম পর্ব সমাপ্তি।
১৮ সাল।
আমার এসএসসি পরীক্ষা শেষ।
আমি তখন ফেসবুকে অনেক এক্টিভ। দিনগুলো
খুব বোরিং কাটছিলো। দিনের বেলা বন্ধুদের সাথে খেলার পারে রাত হলে একা ঘরে আর ভালো লাগে নাহ। রাতে আড্ডা বা কথা বলার মতো কেউ ছিলো না। তো আমি রাতের বেলা ভিডিও গেমস খেলেই
সময় পার করতাম।
একদিন রাতে ফেসবুকে নিউজ ফিড স্ক্রল করার সময় আমার মেসেঞ্জারে একটা মেসেজ আসে।
আমি ভাবলাম হয়তো কোনো বন্ধু হবে।
তারপর মেসেঞ্জারে গিয়ে দেখি একটি মেয়ে
আমাকে লাইক দিয়েছে।
তো আমি বললাম “লাইক দিয়েছেন কেনো?
আপনি কি আমাকে চিনেন?”
সে আবার আরেকটি লাইক দিলো।
আমি আবার বললাম “কি অবস্থা লাইক দিচ্ছেন কিছু বলেন না কেনো?” এবার সে উত্তর দিলো “সরি
ভাইয়া ভুলে লাইক চলে গেছে।” আমি বললাম ঠিক আছে।
তারপর তার ফেসবুক প্রোফাইল চেক করে দেখি তার বাসা নারায়ণগঞ্জ আমার পাশের জেলাতে।
আর তার কয়েকটা ফেসবুক ফ্রেন্ড আমারও ফ্রেন্ড।
এর মধ্যে একটা মেয়ে ও একটা ছেলে বন্ধু ছিলো।
তো আমি ওদের কাছে মেয়েটির কথা জিজ্ঞেস করলাম। ওদের কোনো রিলেটিভ নাকি?
ওরা বলল যে মেয়েটি ওদের কিছু হয় না।
এমনি ফেসবুক এ পরিচয় হয়েছে। জাক আমি আর কিছু না ভেবে আমার কাজে লেগে গেলাম।
আরেকদিন রাতে আমি মেয়েটির ফেসবুক স্টোরি
দেখে তাকে একটি মেসেজ দিলাম।
হয়তো আমার ওইদিন মেসেজ তার জন্য ই সব।
আমি বললাম কেমন আছেন। আপনার শরীর ভালো তো? সে বলল তার শরীর থিক আছে কিন্তু তার মন ভালো নেই।
এটা শুনে আমার খুব খারাপ লাগলো। আমি বললাম
কি হয়েছে? আম্মু বকছে নাকি?
বলে হে আজকে নাকি ওঁকে ওর মা খুব বকেছে।
কারণ বলল সে একটা ছেলের সাথে প্রেম করতো এবং ছেলেটা ভালো ছিলো না। ওর সাথে আনেক খারাপ ব্যবহার করেছে। আর এসব কথা ওর আম্মু জানতে পারায় ওকে অনেক বকাবকি করেছে।
তো আমি ভাবি ওর মন ভালো নেই আমার ওকে কিছু বলা থিক হবে না। তো আমি বায় বলে চলে আসছিলাম। সে বলে আজব লোক তো আপনি
একটি মেয়ে মন খারাপ করে বসে আছে আর আপনি চলে যাচ্ছেন। তো আমি বললাম যে আমি আপনার জন্য কি করতে পারি? সে বলল যে আমার একা কিছুই ভালো লাগছে না কি করি বলেন?
তো আমি ওর কাছ থেকে অর বয়ফ্রেন্ড এর সব কথা শুনলাম। তারপর ওকে ব্রেক আপ করতে বললাম আর বললাম যে আম্মুকে সরি বলবা।
তারপর ওর সাথে আর ১ সপ্তাহ কথা বলা হয় নাই।
ও এতোদিন ফেসবুক এ ও আসে নাই।
প্রায় ১০ দিন পরে সে আমাকে মেসেজ দিলো।
আমরা অনেক সময় ধরে কথা বললাম। তার বছর বয়ফ্রেন্ড এর কথা জিজ্ঞেস করলে সে বলল তার সাথে ব্রেকয়াপ করে ফেলছে। সে আমাকে ধন্যবাদ দিলো তাকে সাহায্য করার জন্য। ওইদিন আমার কথাগুলো নাকি তার খুব কাজে লেগেছে আর সে
এখন খুব খুসি এসব এবং তার আম্মু ও তাকে মাফ করে দিয়েছে। এবং এসব নাকি আমার জন্য হয়েছে তাই সে আমার কাছে কৃতজ্ঞ থাকবে।
১ম পর্ব সমাপ্তি।