বিয়ের পর অনেক কারণে স্বামী-স্ত্রীর সম্পর্ক নষ্ট হতে থাকে। স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো রাখার উপায় বা কিছু সহজ ট্রিকস অনুসরণ করলে এই মধুর সম্পর্কটা ভালো রাখা যায়। আসুন দেখে নেই কিছু ট্রিকস —
স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো রাখার উপায়
১. বেশিরভাগ ক্ষেত্রে স্বামীরা চাননা তার স্ত্রী বাইরে কাজ করুক। এই ব্যাপারে স্ত্রীর মতামত না নিয়ে সোজা নিজের ইচ্ছে স্ত্রীর মুখের ওপর ছুড়ে মারেন। এর ফলে তার স্ত্রী নিজেকে অনেক ছোট মনে করে এবং পরবর্তীতে যেকোনো কাজ করার মানসিকতা হারিয়ে ফেলে।
এটা না করে যদি স্বামী তার স্ত্রীর ওপর ছেড়ে দেন অথবা সুন্দরভাবে তাকে বোঝান যে আপনি কেনো চাননা তিনি বাইরে কাজ করুক। তখন সে এমনিতেই বুঝবে কারণ সে ভাববে আপনি তার মতামতের মুল্য দিচ্ছেন। তখন সেও আপনার মতামতের মুল্য দিবে।
২. স্বামীরা যখন অফিস থেকে ঘরে ফিরে তারা চায় ঘরে ফিরে সবকিছু গোছানো দেখতে, তার স্ত্রীকে সুন্দর এবং ফ্রেশ দেখতে যেনো তাকে দেখলে তার অফিসের সকল ক্লান্তি এক নিমিষে চলে যায়। তাই স্ত্রীদের দায়িত্ব ঘর সামলানোর পাশাপাশি নিজের যত্ন নেওয়া এবং পরিষ্কার থাকা। আর অবশ্যই অফিস থেকে ফিরলে স্বামীর দিকে গুরুত্ব দেওয়া। তাই খেয়াল করুন তার কি দরকার।
৩. বাইরে থেকে ফেরার সাথে সাথে আপনার স্বামীকে পরিবারের কোনো ঝামলার কথা বলবেন না। খাওয়া দাওয়া শেষ করে ধীরে সুস্থে তাকে জানান। এমনকি তার পরিবারের কারাও সম্পর্কে কোনো খারাপ কথা আপনি জানলেও তার কাছে কখনো বলবেন না। একটা কথা অবশ্যই মাথায় রাখবেন তার সম্মান বজায় রাখলেই আপনার সম্মান ঠিক থাকবে।
৪. ছেলেরা যতদূর পারবেন বাইরের চিন্তা ঘরের দরজার ওইপাশে ফেলে রেখে আসবেন। বিয়ের বহুবছর হয়ে গেলেও মাঝে মাঝে ঘরে ফেরার সময় স্ত্রীর ছোট্ট একটা পছন্দের জিনিস নিয়ে এসে সারপ্রাইজ দিবেন। আর মেয়েরাও তাদের স্বামীর পছন্দের খাবার রান্না করে সারপ্রাইজ করবেন। আর যারা দুজনেই বাইরে জব করেন তারা একসাথে কাজ ভাগ করে নিবেন। সম্পর্ক আরো মজবুত হবে।
স্বামী স্ত্রীর সম্পর্ক খুনসুটি ভালবাসার গল্প
৫. বিয়ের অনেক বছর পর অনেক ব্যস্ততার জন্য ছেলেরা অনেক ছোট ছোট স্পেশাল মূহুর্ত গুলো ভুলে যান। পারলে রিমাইন্ডার দিয়ে রাখুন। বিশ্বাস করুন বেশির ভাগ মেয়ে এই ছোট ছোট জিনসে সব থেকে বেশি খুশি হয়। এই যেমন ধরুন-
** ছুটির দিনে আপনি নিজে থেকে বললেন চলো একটু হেঁটে আসি। সে বলার আগেই তার প্রিয় খাবারটা আপনি অর্ডার করলেন।
* *অফিসের যাওয়ার আগে একটা আলিঙ্গন আপনার প্রিয়জনের সারাদিনের ভালোথাকা।
** হটাৎ করে কোনো একটা চিরকুটে তার নাম লিখে আপনি তাকে কতটা ভালোবাসেন তা প্রকাশ করা।
*** আপনি খেতে খেতে আপনার স্ত্রীর পাতে নিজে থেকে খাবার তুলে দিন। মাঝে মাঝে তার মুখে তুলে দিন। আমি সবসময় বলছি না। মাঝে মাঝে এই কাজ গুলো করুন। এই ছোট ছোট যত্ন সম্পর্ক ভালো রাখার মশলা।
৬. মানুষ শরীরের অসুখের থেকে মনের অসুখে বেশি ভোগে। তাই শারীরিক অসুস্থতায় পাশে থেকে মানসিক সাপোর্ট দিন। অর্ধেক সুস্থ হয়ে যাবে।
৭. সবথেকে বড় ব্যাপার হলো একে অপরকে সম্মান করা। মজার ছলেও এমন কোনো কথা বলা যাবে না যেনো আপনার সঙ্গী কষ্ট পায়।
উপরের এই ছোট ছোট ট্রিকসগুলো একটু কাজে লাগালেই হাজার ব্যস্ততার মধ্যেও স্বামী-স্ত্রীর সম্পর্ক অনেক ভালো রাখা যায়।
পোস্টটি কেমন লাগলো দয়া করে কমেন্টে জানাবেন, যদি ভাল লেগে থাকে তাহলে অবশ্যয় শেয়ার করবেন, পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। এমন সব দারুন দারুন পোস্ট পেতে Grathor এর সাথেই থাকুন এবং গ্রাথোর ফেসবুক পেইজ ও ফেসবুক গ্রুপ এ যুক্ত থাকুন, আল্লাহ হাফেজ।