হটাৎ করে রেকর্ড সংখক করনাই আক্রান্ত রোগী সুস্থ হবার রহস্য !
বিগত 3.5.2020 তারিখে ঘোষণা আসে যে করোনা হতে 1063 জন রোগী সুস্থ হয়ে উঠেছে | যা সকলের মনে সন্দেহর জন্ম দেয় | একদিন এ কিভাবে এত রোগী সুস্থ হয়ে উঠলো যেখানে 4 দিন 10 রোগী ও সুস্থ হতো না | মিডিয়াতে ও এটা নিয়ে গুঞ্জন হতে থাকে | ফেইসবুক এ এই ব্রিফিংটা নিয়ে তোলপাড় সৃষ্টি হয় এবং এটা নিয়ে নানা রকমের সমালোচনা করে | অনেকে মনে করেছে সরকার সংখ্যা লুকানোর চেষ্টা করছে যাতে তাদের ব্যর্থতা ঢাকা পরে তবে সকল জল্পনা কল্পনার মধ্যে পানি ঢেলে দিয়ে এর স্পষ্ট যুক্তি দেওয়া হয়েছে | যা অনেক নিন্দুকের মুখে কুলুপ এঁঁট্এ দেয় |
রোববার রাতে একজন সরকারি চিকিৎসক নিশ্চিত করেন সংখ্যাটি সত্য এবং এর পিছনের কারণ ও তুলে ধরেন | তিনি বলেন বেশির ভাগ করনাই আক্রান্ত রোগী হাসপাতাল এ নই বাসায় চিকিৎসাদিন ছিলেন |তারা সকলেই চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ গ্রহণ এবং নিয়ম মোতাবেক হোম কোরাইনটাইনে ছিলেন | তাদের করনার লক্ষণ মৃদু ছিল বলে তাদেরকে হোম কোরাইনটিনে রাখা হয় |তাদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে উঠেছে যা এতদিন প্রকাশ করা হয়নি |হটাৎ করে যে সংখ্যা প্রকাশ করা হয়েছে তা হোম কোয়ারেন্টাইনএ সুস্থ হয়ে যাওয়া মানুশের সংখ্যা | তিনি আরো বলেন সকল হাসপাতালএ সেসব রোগীদের রাখা হয়েছে যাদের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে এবং যাদের অক্সিজেন এর প্রয়োজন পড়ছে | ইতিমধ্যে করোনা চিকিৎসার জন্য আরো অনেক নতুন নতুন হাসপাতাল কে করোনা চিকিৎসার আওতায় আনা হচ্ছে | গতকাল এক বেসরকারি টিভি চ্যানেল কে তিনি এসব কথা বলেন |
আমাদের উচিৎ করোনা থেকে রক্ষা পেতে সরকারি সব নির্দেশ মেনে chola | বাংলার মানুষদের জন্য এটা একটা আশা জাগানো সংবাদ যে করোনা হতে রোগীরা খুব দ্রুত সেরে উঠছে |ধীরে ধীরে সুস্থতার হার বৃদ্ধি পাচ্ছে | এভাবে চলতে থাকলে সে দিন খুব তাড়াতাড়িই আসবে যেখানে আমরা করোনা যুদ্ধে জয় লাভ করবো | আশা করি সেদিন খুব দূরে না |আজকে প্রায় শতাধিক রোগী করোনা হতে মুক্তি পেয়েছেন | আস্তে আস্তে আমরা করোনা কে জয় করে ফেলছি | সামনের দিন গুলোতে আমাদের জন্য অনেক কঠিন পরীক্ষা অপেক্ষা করছে | আমার দৃঢ় বিশ্বাস আমরা জিতবোই জিতবো |এই শুভকামনা রইলো সকলের জন্য |ধন্যবাদ |