আমি আজ একটি এমনই আর্টিকেল শেয়ার করতে যাচ্ছি যেটি আপনার জীবনে হতে পারে কোন ভয়ঙ্কর মুহূর্ত থেকে ফিরিয়ে আনার একটি মাধ্যম।
*আমরা প্রতিনিয়ত মোবাইল ফোন ,কম্পিউটার ল্যাপটপ ,ডেক্সটপ ইত্যাদি ডিভাইস ব্যবহার করে থাকি।
*এবং এই ডিভাইস গুলো ব্যবহার করার সাথে সাথে আমরা এই ডিভাইস এর বিভিন্ন কাজের জন্য আমরা বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার করে থাকে।
*এবং আমরা অনেক সময় অনেক থার্ড পার্টি ধরনের অ্যাপস ইনস্টল করে আমাদের ফোনে রেখে দেই অযথা।
*আপনি হয়তো বা বুঝতে পারছেন না যে এই অ্যাপ্লিকেশনগুলো ধরা কিভাবে একজন ব্যক্তি আপনাকে কন্ট্রোল করতে পারে।
*হ্যাঁ অবশ্যই আপনাকে একটি অ্যাপস এর মাধ্যমে আপনার সম্পূর্ণ ফোন ,কম্পিউটার, ল্যাপটপ, ডেক্সটপ ইত্যাদি ডিভাইসগুলোকে কন্ট্রোল করতে পারে।
*আপনি অনেক সময় দেখে থাকবেন অনেক সময় অযথা অনেক বিভিন্ন ধরনের third-party অ্যাপ আপনার সামনে শো করতেছে এবং আপনাকে এটা ডাউনলোড করার জন্য বলতেছে।
*এগুলো হলো হ্যাকারদের একটি ফাঁদ মাত্র।
*আপনি যখন এই অ্যাপসটি ডাউনলোড করবেন তখন আপনাকে কিছু পারমিশন অ্যালাও করতে বলবে!
✓✓
যেমন:
১ আপনার গ্যালারি সকল পারমিশন অ্যালাও করতে বলবেন।
২ আপনার ম্যাক্স প্লেয়ার বা ভিডিও ফাংশন গুলোকে অ্যালাও করতে বলবে।
৩ আপনার ইউটিউব, ফেসবুক ,গুগল ,টুইটার, ইমু ইত্যাদি ডিভাইসগুলোকে এলাও করতে বলবে।
**যখনই আপনি এগুলো এলাও করবেন তখনই হ্যাকার আপনার সম্পূর্ণ ডিটেইলস গুলো ট্র্যাক করতে শুরু করবে। এবং সেগুলো কন্ট্রোল করার মতো শক্তি পেয়ে যাবে।
**এর থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে:
১ অনেক সময় অকারণে আপনার সামনে বিভিন্ন ধরনের অ্যাপস ডাউনলোড করার জন্য নোটিফিকেশন চলে আসে, ভুলক্রমেও কখনো সে গুলোতে ক্লিক করবেন না!
ক্লিক করছেন তো আপনার বিপদ নিজেই ডেকে আনলেন।
২ কোনো প্রফেশনাল অ্যাপ ছাড়া কোন নরমাল বা ফালতু কোন অ্যাপ ইউজ করা থেকে বিরত থাকুন।
৩ এবং সকল অ্যাপ ইন্সটল করার সময় ডাউনলোড করার সময় এলাও গুলো ডিজে লাল করে দিবেন।
৪ এবং কোন নোটিশ আসতে খুব ভালোভাবে পড়ে বুঝে তারপরে এলাউ করার মতো কাজ করবেন,কারণ হতে পারে আপনার ওই অ্যালাও ধারা আপনার ফোনের যতগুলো ইম্পরট্যান্ট তথ্যবলি আছে ওইগুলো সব হ্যাকার তার হাতের মধ্যে নিয়ে নিতে পারবে
সর্বোপরি,
উপরের নোটিশগুলো ভালোভাবে মেনে চললে আপনি পারেন একজন হ্যাকার থেকে বিরত। থাকতে