লাল রঙের বোয়া স্যান্ড নামক বিষহীন সাপ আমরা খুব কম দেখতে পাই।
আর এই সাপ কে কয়েক জন বিক্রি করার জন্য বাজারে আসে।
তারা ৫ জন ছিল, কিন্তু ৩জন অপ্রাপ্ত বয়সের ছেলে ।
পুলিশ তাদের দর-দামের কথা শুনতে পায়। আর পুলিশ সেই স্থানে হাজির হয়। আর তাদের কে গ্রেফতার করে নিয়ে যায়। ঘটনা টি ঘটে ভারতের মধ্যপ্রদেশের নরসিংহগড়ে।
এছাড়া পুলিশ জানায় যে, অভিযুক্ত রা এই সাপ টি সেহোর জেলা থেকে আনে।
অভিযুক্ত ব্যক্তিরা সাপের দাম মোবাইল ফোনে করে ফেলে।
পুলিশ কৈলাশ ভরদ্বাজ জানান যে, তিনি তাদের সোর্সদের কথা মত সেই জায়গায় আসেন।
আর পবন নগরে বাস স্টান্ডে দাড়িয়ে থাকা শ্যাম গুজরারের ব্যাগে বোয়া স্যান্ড সাপ টি ছিল। পুলিশ তার ব্যাগ হইতে এই আশ্বর্য সাপ কে উদ্বার করেন।
পুলিশ জানায় যে, তারা এই সাপ বিক্রি উদ্দেশে বাজারে আনে, তাই তাদের ওয়াল্ড লাইফ প্রোটেকশান এই মামলা জারি করেন।
আর এই কথা বলেন যে, তারা যে সাপ বিক্রি করতে এসেছিল তার, আন্তজার্তিক বাজার মূল্য ১ কোটি ২৫ লক্ষ টাকা ।
এই সাপ যেসব কাজে লাগেছে, বোয়া স্যান্ড সাপ আমাদের ব্যবহৃত কসমেটিক সামগ্রি তৈরিতে এর অবদান রয়েছে। এছাড়া বিভিন্ন ঔষধ তৈরিতে ও এর প্রভাব অপরিসীম।
বর্তমান সাপটি প্রায় বিলুপ্ত প্রজাতির যা খুঁজে পাওয়া খুবই অস্বাভাবিক।
তাই সবার উচিত , আমাদের কে ওয়াল্ড লাইফ প্রোটেকশানের ব্যাপারে সচেতন ও তার রক্ষা করা । আর যারা এইসব আইন লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া।
প্রকৃতি যা আছে সবই আমাদের প্রয়োজন কোনো না কোনো কাজে। সেগুলো রক্ষা করা সর্বদা মানুষের কর্তব্য।
এই পোষ্টটি শেয়ার করে জানিয়ে দিন সবাই কে।
তথ্য সংগ্রহ: ডেলি বাংলাদেশ