বিসিএস প্রিলিতে টিকে যাওয়া কঠিন কিন্তু অসম্ভব নয়। তার জন্য চাই সঠিক প্রস্তুতি। ঠিকমত পড়াশোনা করলে ৩-৪ মাসের ভিতর সর্বোচ প্রস্তুতি নেয়া সম্ভব। চলুন আজকে দেখে নেয়া যাক কিভাবে কম সময়ের মধ্যে বিসিএস প্রিলির জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেয়া যায়,,,,,
প্রথমেই একটি দৈনিক রুটিন তৈরী করে নেয়া ভালো। যাতে করে সময়ের সঠিক ব্যবহার করা যায়। প্রতি বিষয়ের জন্য ১-১.৩০ ঘন্টা করে সময় বরাদ্দ করে নেয়া ভালো। কোন ভাবেই এই রুটিনের বাইরে যাওয়া যাবে না। আজ থেকেই সব কিছু বাদ দিয়ে শুধু পড়ায় মনোনিবেশ করুন।
এরপর আসি বিসিএস এর বিষয়গুলো নিয়ে। বাংলা, ইরেজী, গণিত, সাধারণ জ্ঞান, বিজ্ঞান, ভূগোল, মানসিক দক্ষতা, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি ইত্যাদি বিষয়গুলো ভালোভাবে রপ্ত করতে হবে। দুশ্চিন্তার কোন কারণ নেই!! কিছু গুরুত্বপূর্ণ বই ফলো করতে হবে। নিচে আমি বইয়ের তালিকা এবং মানবন্টন দিয়ে দিচ্ছি।
১.বাংলা ভাষা ও সাহিত্য -৩৫ :
নবম-দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইটির বিকল্প নেই। সম্পূর্ণ বইটি ভালোভাবে রপ্ত করতে হবে।
বাংলা সাহিত্যের জন্য হুমায়ুন আজাদের লাল নীল দীপাবলি বইটি উত্তম।
২.English literature and language –৩৫ :
ইংরেজি সাহিত্যের জন্য মিরাকল সিরিজের বইটি পড়া ভালো। ব্যাপক তথ্যবহুল।
এছাড়া ও English for competitive exam বইটি পড়তে হবে।
৩.বাংলাদেশ বিষয়াবলী -৩০
জর্জ সিরিজের বাংলাদেশ বিষয়াবলীর বইটি ভালো।
মাসিক কারেন্ট এ্যাফেয়ার্স পড়তে হবে।
দৈনিক নিউজপেপার
৪.আন্তর্জাতিক বিষয়াবলী-২০:
জর্জ সিরিজের আন্তর্জাতিক বিষয়াবলী বইটি পড়তে হবে।
মাসিক কারেন্ট এ্যাফেয়ার্স
দৈনিক নিউজপেপার
৫.সাধারণ বিজ্ঞান-১৫ :
৬ষষ্ঠ -১০শম শ্রেণীর বিজ্ঞান বই পড়তে হবে
৬.কম্পিউটার ও তথ্য প্রযুক্তি -১৫:
নবম-দশম শ্রেণীর পাঠ্যবই
জর্জ সিরিজের তথ্য প্রযুক্তির বইটি
৭.গানিতিক যুক্তি-১৫:
৬-১০ শ্রেণীর গণিত বই
খাইরুলস ম্যাথ বইটিও কার্যকারি
৮.মানসিক দক্ষতা-১৫, ৯.নৈতিকতা,মূল্যবোধ ও সুশাসন -১০:
জর্জ সিরিজের বই
১০.ভূগোল(বাংলাদেশ ও বিশ্ব) -পরিবেশ ও দুর্যোগব্যবস্থপনা -১০ :
৬-১০ সমাজ বই।
জর্জ সিরিজের বই।
মূলত ১০ টি বিষয়ের জন্য ২০০ নম্বর বরাদ্দ থাকে। উপরের দেয়া বইগুলো ভালোমত পড়লে প্রিলিতে টেকা সম্ভব। আমার মতে বিসিএস এর জন্য অনেকগুলো বই না পড়ে প্রত্যেকটি বিষয়ের জন্য একটি বই অনুসরণ কারই উওম। এছাড়াও বিগত বছরের কোশ্চেনগুলো ভালো ভাবে অনুশীলন করে নেয়া ভালো। যে বিষয় গুলো দিয়ে বেশি প্রশ্ন আসে সেগুলো ভালো ভাবে পড়তে হবে।
অনেকই আছে চাকরি করে ভালোভাবে বিবিএস এর প্রিপারেশন নিতে পারছেন না।তারা গাজী মিজানুর রহমানের ‘বিসিএস প্রিলিমিনারী এনালাইসিস ‘ বইটি ফলো করতে পারেন। তবে বিসিএস প্রিলিমিনারীতে টিকতে হলে সঠিক অনুশীলনের বিকল্প নেই।সবার জন্য শুভকামনা রইলো। আজকের আয়োজনটি শেষ করতে যাচ্ছি।।