25 তম স্থানে উঠে এলো বাংলাদেশ:
কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভাল আছেন। আজকের দিনটা আমাদের জন্য খুবই কষ্টের দিন কারণ আজকে দেশের সংক্রমণের ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক সংক্রমণ পাওয়া গেছে যার সংখ্যা দাঁড়ায় প্রায় এক হাজার 873 জন এ পর্যন্ত করনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় সাড়ে 400 এর বেশি মানুষ। এছাড়াও গত 24 ঘন্টায় করোনা ভাইরাস সংক্রমণের কারণে মোট 20 জন ব্যক্তি মৃত্যুবরণ করেছে। এখন পর্যন্ত আমাদের দেশের সংক্রমণের সংখ্যা প্রায় 32 হাজার ছাড়িয়ে গেছে।
এখন পর্যন্ত পৃথিবীর 220 টি দেশের মধ্যে করোনা ভাইরাস এর সংক্রমণ ছড়িয়ে পড়েছে। আর এই 220 টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান করো না সংক্রমনের মোট দিক থেকে 25 তম স্থানে উঠে এসেছে যা খুবই দুঃখজনক। কারণ এখন পর্যন্ত পুরো বিশ্বে করো না সংক্রমণের শিকার হয়ে মোট আক্রান্তের সংখ্যা 53 লাখ 20 হাজার 834 জন আর মৃতের সংখ্যা 3 লাখ 40 হাজার ছাড়িয়ে গেছে। এরমধ্যে সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে এবং সেখানে মৃতের সংখ্যা সর্বোচ্চ বলে জানা গেছে। তাই শীর্ষ 220 টি দেশের মধ্যে যুক্তরাষ্ট্রের অবস্থান এক নম্বরে রয়েছে আর বাংলাদেশের অবস্থান 25 নম্বরে রয়েছে আর ভারতের অবস্থান 11 নম্বরে আছে। বাংলাদেশের ওপর স্থান অর্থাৎ 24 নম্বর স্থানে রয়েছে সুইডেন সেখানে মোট আক্রান্তের সংখ্যা 32 হাজার 809 জন আর সেখানে মারা গেছে আমাদের দেশ থেকেও অনেক বেশি পরিমাণ মানুষ যার পরিমাণ হচ্ছে সাড়ে তিন হাজারেরও বেশি প্রায় 4000 কাছাকাছি মানুষ করো না সংক্রমণের শিকার হয়ে মারা গেছে। আর বাংলাদেশের পরিস্থান অর্থাৎ 26 নম্বর স্থানে রয়েছে সিঙ্গাপুর। সিঙ্গাপুর 26 নম্বর স্থানে থাকলেও তাদের সেখানে করণা ভাইরাসটি ভিন্ন রকম আচরণ দেখাচ্ছে কারণ সেখানে আক্রান্তের সংখ্যা 30 হাজার ছাড়ালো মৃতের সংখ্যা মাত্র 23 জন বলে জানা গেছে। যদিও সিঙ্গাপুরের চিকিৎসা ব্যবস্থা অন্যান্য দেশ থেকে অনেক ভালো তবুও এই ধরনের এত কম সংখ্যক মৃতের সংখ্যা খুবই সন্তোষজনক।
বাংলাদেশের করোনাভাইরাস প্রথম মিউটেশন এ দেখা যায় যে বাংলাদেশের করোনা ভাইরাস কিছুটা রাশিয়ার ভাইরাসের জিনগত মিল আছে। আর সেই রাশিয়ার স্থান হচ্ছে দুই নাম্বারে। এখন পর্যন্ত জানা গেছে যে রাশিয়ায় মোট আক্রান্তের পরিমাণ প্রায় 3 লাখ 35 হাজার ছাড়িয়েছে আর মৃতের সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার এর কাছাকাছি।
উল্লেখ্য যে যুক্তরাষ্ট্রের করনা পরিস্থিতি শীর্ষে থাকলেও তাদের দেশে করো না পরিস্থিতি দিন দিন স্বাভাবিকের পথে হাঁটছে। বর্তমানে তাদের দেশে করোনা ভাইরাসের সংক্রমণের সংখ্যা এবং মৃত্যু দুই কমছে দিন দিন।