বাংলাদেশের বন্যা ও তার প্রতিকার

বিসমিল্লাহি রহমানের রাহিম

সকল প্রশংসা মহান আল্লাহতালার

আসসালামু আলাইকুম
আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা

সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভাল আছেন আল্লাহ তায়ালার রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি

আজ আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ পোস্ট শেয়ার করতে যাচ্ছি আশাকরি আপনাদের সবার ভালো লাগবে

বাংলাদেশের বন্যা ও তার প্রতিকার | অথবা , বাংলাদেশের বন্যা । অথবা , বাংলাদেশের সাম্প্রতিক বন্যা । ভূমিকা ও বাংলাদেশে যেসব প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হয় তার মধ্যে বন্যা অন্যতম । অধিক বৃষ্টিপাত ও পাহাড় – পর্বতের বরফগলা । পানি যখন নদ – নদীর দু ‘ কুল প্লাবিত করে জনপদে প্রবেশ করে তলিয়ে ফেলে তখন তাকে বন্যা বলে । বর্ষা ঋতুতে দেশের যখন নদ নদীগুলাে অতিরিক্ত জলােচ্ছাসে গ্রাম ও নগর ভাসিয়ে ফসল নষ্ট করে অগ্রসর হয় , তখন মানুষের জীবনে নেমে আসে অবর্ণনীয় দুঃখ কষ্ট । বন্যা অর্থনৈতিক অবস্থার উপর বিরূপ প্রভাব বিস্তার করে । বাংলাদেশের জন্য বন্যা তাই একটা প্রবল বিভীষিকা , এক ভয়াবহ সমস্যা । বন্যার কারণ ও বন্যার পেছনে প্রাকৃতিক এবং কৃত্রিম দু ‘ ধরনের কারণ থাকে । তন্মধ্যে নিম্নোক্ত করণগুলাে অন্যতম : ( ১ ) বর্ষাকালে মৌসুমী বায়ুর প্রভাবে অতিরিক্ত বর্ষণের সৃষ্টি হয় । ফলে পানি নদ – নদী , খাল – বিল , ডােবা – নালা , মাঠ – প্রান্তর ছাপিয়ে বন্যার সৃষ্টি করে । ( ২ ) দেশের নদ – নদীগুলাের তলদেশ ভরাট হয়ে যাওয়ায় গভীরতা হ্রাস পেয়ে নদীর পানি ধারণ ক্ষমতা কমে যায় , যা বন্যা সৃষ্টির জন্য অনুকূল । ( ৩ ) বাংলাদেশের অধিকাংশ নদ – নদীর উৎস হিমালয় । সেখানকার অস্বাভাবিক বরফগলা পানি এবং ভারত ও নেপালের অতিরিক্ত বৃষ্টির পানি একত্রে মিশে বন্যার সৃষ্টি করে । ( ৪ ) অববাহিকার ওপর দিয়ে সড়ক নির্মাণের ফলে নদীর স্বাভাবিক গতি ও পানি বহন ক্ষমতা ক্রমাগত হ্রাস পাচ্ছে – এটিও বন্যা | সৃষ্টির অনুকূল পরিবেশ । ( ৫ ) ভূতত্ত্ববিদগণের মতে , আসামের বিগত ভূমিকম্পের ফলে বাংলাদেশের নদ – নদীগুলাের তলদেশ অনেকখানি উচ্চতাপ্রাপ্ত | হয়েছে । ফলে এখানে অতি সহজেই বন্যার সৃষ্টি হয় । ( ৬ ) অপর্যাপ্ত নদী সংস্কারও বন্যা সৃষ্টির কারণ । ( ৭ ) দেশের নিচু জমি বর্ষার পানিতে সহজে ডুবে গিয়ে বন্যার সৃষ্টি হয় । ( ৮ ) সামুদ্রিক জলােচ্ছাসের ফলে কখনাে কখনাে প্লাবনের সৃষ্টি হয় । সাম্প্রতিক কালের ভয়াবহ বন্যা ও তার ক্ষয়ক্ষতি বিগত চার দশক ধরে বন্যা বাংলাদেশের জন্য নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে । বাংলাদেশে স্বাধীনতার পর যে কয়েকটি ভয়াবহ বন্যা হয়েছে তার মধ্যে ১৯৮৮ সালের বন্যাকে সবচেয়ে ভয়াবহতম । হিসেবে বিবেচনা করা হলেও কারাে কারে মতে ২০০৪ সালের বন্যার ক্ষয় – ক্ষতি ও দুর্ভোগের পরিমাণ ছিল আরাে বেশি ।

আর হ্যাঁ আমার যদি কোন ভুল হয় তাহলে আমাকে মাফ করে দিয়েন ক্ষমা দৃষ্টিতে দেখে

সতর্ক হয়ে চলুন আর জীবনে এগিয়ে যান

আজকের পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

আল্লাহ হাফেজ

Related Posts

17 Comments

মন্তব্য করুন