শনিবার মাঠে নামতে যাচ্ছে বার্সেলোনা। ইন্টারন্যাশনাল ব্রেক কাটিয়ে আবারো মাঠে ফিরছে লা-লীগা। সেখানে মাঠে নামবেন বার্সেলোনা এবং এটলাটিকো মাদ্রিদ। দুই দলের মধ্যে পয়েন্ট ব্যবধান মাত্র ১।
সেক্ষেত্রে ভালোভাবেই বলা যায় পয়েন্ট এর লড়াইটা হবে সমানে সমান।দুই দলই চাইবে তাদের জয় তুলে নিয়ে পয়েন্ট ট্যাবলের নিজেদের স্থান আরো মজবুত করতে।
এতিমধ্যে বার্সার স্কোয়াড এ সুসংবাদ আসতে শুরু করেছে। গতম্যাচে ইঞ্জুরি কাটিয়ে মেসি মাঠে ফিরেছিলেন। এবং সেই ম্যাচে আবার ইঞ্জুরিতে পরেছিলেন কোতিনহো,যার জন্য এক ম্যাচ মিস করেন এই ব্রাজিলীয় সুপার স্টার। কিন্তু তিনি শনিবার ম্যাচের আগেই দলে ফিরবেন বলে আশা করছেন বার্সা বোর্ড।
ইতিমধ্যে তিনি দলের সাথে যোগ দিয়ে ট্রেনিং ও করেছেন।তার ফিরে আসাটা সহজ ছিলোনা, তার পায়ের গোড়ালিতে আহত হয়েছিলেন। এবং তিনি দুই সাপ্তাহ মাঠের বাহিরে ছিলেন। এই ইঞ্জুরি আরো বড় হতে পারতো,কিন্তু সৌভাগ্যক্রমে তা হয় নি। এতে বার্সাবোর্ড এবং তিনি উভয়ই অনেক খুশি।