আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাবৃন্ধ। কেমন আছেন আপনারা সবাই?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলে নিজ নিজ অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনাই ব্যক্ত করি সবসময়। বৃক্ষরোপণ নিয়ে উক্তি
গাছ আমাদের পরম উপকারী বন্ধু। আমাদের জীবনদাতা অক্সিজেনের জোগানদার হলো গাছ। গাছ আমাদের শুধুমাত্র অক্সিজেনের অভাব পুরুন করে তা কিন্তু নয়। বরং গাছ একই খদ্দের যোগানদাতা ,আমাদের জীবিকার যোগানদাতা ,আমাদের আসবাবপত্রের যোগানদাতা ,আমাদের ঘরের যোগানদাতা। গাছ এভাবেই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাদের উপকার করে থাকে।
গাছ ছাড়া আমাদের এই পৃথিবী কল্পনা করা যায় না। গাছ আমাদের কত উপকার করে থাকে তা এক কোথায় বলে শেষ করা যাবে না। তাই গাছের উপকারিতা নিয়ে অনেক উক্তি পরিচালিত হয় আমাদের সকলের সামনে। চলুন তাহলে জেনে আসি গাছ নিয়ে প্রচলিত উক্তিসমূহ সম্পর্কে :
১.আমাদের সারা বিশ্বকে এক সূত্রে রেখেছে গাছ।
২.গাছ না থাকা হলো আমাদের এই পৃথিবী ধ্বংস নিশ্চিত।
৩. যারা গাছ রাখতে পারবে না, তারা শীঘ্রই এমন একটি পৃথিবীতে বাস করবে যা মানুষকে ধরে রাখতে পারে না।
৪.গাছ কাটা আপনার নখ কাটার মতো নয় তবে শ্বাস কাটানোর মতো।
৬.গাছের মতো দয়ালু হও। যে তার শাখা কেটে দেয় এমনকি তাকেও ছায়া দেয়।
৭.গাছের ব্যাপারে যেনে আমি ধৈর্যের অর্থ বুঝতে পারি। ঘাসের ব্যাপারে যেনে, আমি যেদের প্রশংসা করতে পারি।তাই গাছ হলো পরম বন্ধু।
৮.আমরা বিশ্বের গাছগুলোর প্রতি যা করছি, তা হল আমরা নিজের এবং একে অপরের প্রতি যা করছি তার একটি প্রতিচ্ছবি।
৯.নিঃস্বার্থ এর প্রতীক হলো গাছ।যা নিজেকে বিলিয়ে দেয়।
১০.গাছহীন পৃথিবী মরুভূমির সমতুল্য।
ধন্যবাদ সবাইকে। সামনে নতুন কোন টপিক নিয়ে হাজির হবো আপনাদের সামনে।
মাস্ক পড়ুন
সুস্থ থাকুন