আসসালামু আলাইকুম,
আশা করি সবাই ভাল আছেন সুস্থ আছেন ।
সেই কামনাই করি।
আপনি কি কোভিড-১৯ পরিস্থিততে সরকার কতৃক দেওয়া এ্যাসাইনমেন্ট প্রশ্ন খুজতেছেন?
২০২০ সালের মতো ২০২১ সালেও সরকার শিক্ষর্থীদের এ্যাসাইনমেন্ট প্রদান করছে।তারই ধারবাহিকতায় প্রকাশ করা হলো ৮ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট প্রকাশ করা হলো।
বরাবরের মত আজকে আমি নবম শ্রেণির চারু ও কারুকলা অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন ও নমুনা উত্তর আপনাদের সুবিধার্থে লিখে দিব।
নমুনা উত্তরটি দিব না লিখে এখান থেকে ধারণা নিয়ে লেখার অনুরোধ রইল।
অ্যাসাইনমেন্ট প্রশ্ন –
তোমার বাসায় যেসব কারুশিল্প রয়েছে সেগুলো পেন্সিল এর মাধ্যমে যে চিত্র অঙ্কন করো।
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রমঃ এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ-২;
অধ্যায় ও অধ্যায়ের শিরােনাম –
প্রথম অধ্যায়: শিল্পকলা;
পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তুঃ-
পাঠ: ১-শিল্পকলা, পাঠ: ২-শিল্পকলার শ্রেণিবিভাগ, পাঠ:- ৩, পাঠ:- ৪, পাঠ:- ৫, পাঠ: ৬-শিল্পকলা চর্চার গুরুত্ব, পাঠ: ৭, পাঠ:- ৮, পাঠ: ৯, পাঠ:- ১০-শিল্পকলার গুরুত্বপূর্ণ অংশ: চিত্রকলা ও কারুকলা ১.৭ , পাঠ: ১১;
নির্দেশনাঃ
বাসায় ব্যবহার্য দৈনন্দিন তৈজসপত্র থেকে, পাঠ্যপুস্তক থেকে, ইন্টারনেট থেকে (জাতীয় জাদুঘর, সােনারগাঁয়ের লােকশিল্প জাদুঘর ইত্যাদি)
উত্তর-
কারুশিল্পকে দৃষ্টি নন্দন করার জন্য কায়িক পরিশ্রমে
নকশা অঙ্কনকে কারুকলা বলা হয়। কায়িক পরিশ্রমের
মাধ্যমে ব্যবরিক প্রয়ােজনে যে শিল্পকর্ম তৈরি হয়,
তাই কারুশিল্প ব্যবস্থাৱিক বস্তুকে সৌন্দর্য দান করার
উদ্দেশ্যে জটিলতা বর্জিত, সহজ উপকরণ বা এতিয়ার
দ্বারা কায়িক কৌশলে যে অলংকরণ করা হয় তার নাম
কারুকলা। যেমন- কুমার যখন মার্টির হাঁড়ি, কলসি
ইত্যাদি বানায়, তখন তা কারুশিল্প।
আমাদের বাসায় যেসব কারুশিল্প রয়েছে নিম্নে
পেন্সিলের মাধ্যমে সেগুলাের রেখাচিত্র অঙ্কন করা হলাে-
আশা করি আপনাদের উপকারে আসছে।
সকল শ্রেণির এ্যাসাইনমেন্ট প্রশ্ন পেতে grathor.com এর সাথে থাকুন।
সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।