রূপচর্চা করার কিছু ঘরোয়া টিপস।
ত্বক ভালো রাখতে কে না চায়? সকলেই চায় যে তার ত্বক ভালো থাকুন।তাকে কম বয়সী দেখাক।মুখের দাগ,পিম্পলে,ডার্ক সার্কেল সহ রোদে পড়া দাগ কোনো কিছু না থাকুক।সে জন্য অনেকে অনেক কেমিক্যাল দিয়ে তৈরি প্রসাধনী ব্যবহার করে।যার ফলে ত্বক ভালো থাকার বদলে উলটে খারাপ হয়ে যায়।মাঝে মাঝে মুখে ব্রণ বের হয়,মুখ পুড়ে যায়।
তবে প্রাকৃতিক উপাদান দিয়ে রুপচর্চা করলে ত্বক আরো ভালো থাকে।মুখের কালো দাগ,রোদে পড়া দাগ সব দূর করতে এখন প্রাকৃতিক উপাদানের ব্যবহার বেড়েছে।
তাহলে চলুন যেনে নেয়া যাক রূপচর্চা করতে কিছু টিপস দিয়ে দেই।
➤ মধুঃ
১।মধু আর লেবুর রস মিশিয়ে ঠোটে বা মুখে আলতো করে ঘষলে কালো দাগ উঠে যাবে।ঠোট সুন্দর হবে।
২। মধু, চালের গুড়া,হলুদ ও সামান্য কাচা দুধ মিশিয়ে প্যাক বানিয়ে সেটা ৩০/৩৫ মিনিট মুখে লাগিয়ে রাখলে মুখের উজ্জ্বলতা বাড়বে।
৩। বাইরে থেকে আসার পর মুখে মধু দিয়ে ঘষলে মুখের ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে।পরে পানি ও সাবান দিয়ে ধুয়ে ফেললেই হয়ে যাবে।
বি.দ্র.( যদি মধুতে কারো এলার্জি থাকে তাহলে মধু ব্যবহার করবেন না।এতে উপকারের বদলে অপকার বেশি হবে।)
➤ লেবুঃ
১। লেবুর খোসার সাথে চিনি মিশিয়ে আন্ডারআর্মস এ ঘষলে আন্ডার আর্মসের কালো দাগ দূর হয়ে যাবে।
২। মেহেদীর সাথে সামান্য লেবু মিশিয়ে চুলে দিলে চুল অনেক নরম ও সিল্কি হয়।
বি.দ্র.( লেবু হলো প্রাকৃতিক ব্লিচ।তাই লেবু কেউ খোসা সহ মুখে ঘষবেন না।তাহলে মুখের চামড়া জলে যেতে পারে।আবার যাদের এলার্জি আছে তারা লেবু ব্যবহার থেক দূরে থাকুন।)
➤ দুধঃ
১।ঠোটের চারপাশের কালো দাগ দূর করতে দুধের স্বর ব্যবহার করুন।৭ দিনের মধ্যে ঠোটের কালো দাগ উঠে যাবে। প্রথমে হালকা গরম পানি দিয়ে ঠোটের চারপাশটা ভিজিয়ে নিন।পরে কাচা দুধ,চিনি,হলুদ,চালের গুড়া মিশিয়ে পেস্ট তৈরি করে ২০/২৫ মিনিট রেখে দিন।ঠোটের কালো দাগ দূর হয়ে যাবে।
➤ কোথাও পুড়ে গেলে সেখানে সাথে সাথে পেস্ট লাগান।তাহলে ফোসকা পড়বে না।
➤ চোখের নিচের কালো দাগ দূর করতে শসা বা আলুর রস ২০/২৫ মিনিট লাগিয়ে রাখুন তারপর সাবান পানি দিয়ে ধুয়ে ফেলুন।কয়েকদিন প্রতিদিন এটি ব্যবহার করলে চোখে নিচের কালো দাগ দূর হয়ে যাবে।
➤ টমেটোর সাথে চিনি মিশিয়ে মুখে ঘষুন এটি একটি প্রাকৃতিক স্ক্রাবার হিসাবে কাজ করবে।এবং মুখ সুন্দর নরম ও উজ্জ্বল রাখবে।
বি.দ্র. ( কারো যদি টমেটোতে এলার্জি থাকে তাহলে সেটা ব্যবহার করবেন না।)
➤ মুখে এলার্জি হলে কাচা হলুদ লাগিয়ে রাখুন।এলার্জি কমে যাবে।এছাড়া যখন ধরনের এলার্জির হাত থেকে বাচতে প্রতিদিন ১ চামচ কাচা হলুদের রস খান এতে এলার্জি কমে যাবে।
➤ দুধের সাথে হলুদ গুড়ো মিশিয়ে খেলে আপনাদের শরীরের সেলস উজ্জ্বল হবে।
তো এই ছিলো আজকের রূপচর্চার টিপস।এগুলো মেনে চললে আশা করছি আপনার ত্বক অনেক ভালো থাকবে।
ধন্যবাদ।আমার লিখাটি পড়ার জন্য।
কমেন্ট ও শেয়ার করে আমার সাথেই থাকবেন।
অসংখ্য ধন্যবাদ।