ফেসবুক থেকে টাকা আয় করা যায় এসব কথা সবাই কম বেশি আগে থেকেই যানেন। কিন্তু কিভাবে সেটা অনেকেই যানেন না। তাই আমি কিছু বিস্তারিত আলোচনা করব
১.আপনি টাকার বিনিময়ে অন্য কোম্পানির কন্টেন্ট বা পেজ প্রোফাইল থেকে শেয়ার করতে পারেন। আপনার শেয়ার থেকে যদি নির্দিষ্ট পরিমাণ লাইক বা পন্য বিক্রি বাড়ে তাদের তাহলে টাকা পাবেন
২.বিভিন্ন কোম্পানি অ্যাফিলিয়েশন করার সুযোগ করে দেয়। অ্যাফিলিয়েশন করার পদ্ধতি এক একটি কোম্পানির এক এক রকম। তবে সাধারণত কোম্পানির ওয়েব সাইটেই সে ব্যাপারে সব লেখা আছে। আপনি অ্যাফিলিয়েট হবার পড় বিভিন্ন অফার চলার সময় আপনি তাদের পন্যের কিছু লিন্ক পাবেন যার মাদ্যমে কেউ কিছু কিনলে বা লিন্কটি ভিসিট করলে আপনি অল্প কিছু পয়সা পাবেন। সাধারণত এই রেফারেল সিস্টেমটির মত ম্যালওয়্যার রেফারেল লিন্ক তৈরি করে অনেকে ফেসবুক অ্যাকাউন্ট হাতিয়ে নেয় তাই অ্যামাজন বা ইবে এর মত সাইটে লিন্ক না হলে সেখানে অ্যাফিলিয়েশন করতে যাবেন না
৩. অনেক সময় সাইটের ঘাটতি বাড়ানোর জন্য কিছু কোম্পানি ফেসবুক ব্যাবহার কারীদেরকে লিন্ক ছড়িয়ে দেওয়ার জন্য টাকা দিয়ে থাকে আর এটি পুরোপুরি ভাগ্যের ব্যাপার তাই দেখা মাত্র এসবে ছড়িয়ে যাবেন না। যদি খুব বিয়্বাসযোগ্য কেউ হয় তাহলে কাজটি করতে পারেন
৪. বাংলাদেশে আরও একটি উপায় হচ্ছে পেজ বা গ্রপের কভার ফটোতে অ্যাড স্পেস বিক্রি করা। অন্যান্য সাইটে যেভাবে অ্যাড সেল হয় এটিও তাই।অনেকে মেম্বারের গ্রুপের কভার ফটোতে অনেক সময় ছোট ছোট কোম্পানি অ্যাড দিয়ে থাকে। তাই ২০-৩০০০০অ্যাকটিব মেম্বার গ্রুপ অ্যাডমিনরা এটি চেষ্টা করতে পারেন। কারন আপনার যদি কোনো ২০-৩০ হাজারের বেশি গ্রুপ মেম্বার থাকে তাহলে আপনি চেষ্টা করলে অনেক অনেক উপার্জন করতে পারেন। অযথা সময় নষ্ট না করে চেষ্টা করুন আপনিও পারবেন।
৫. পেজে অনেক লাইক থাকলে মার্কেটিং এর জন্য অনেকেই পেজ বা গ্রুপ নেন। কোন গ্রুপে বা পেজে লাইক বেশি থাকলে সেগুলো তারাতারি কিনে নেন।
এক্ষেত্রে এডমিনরা কেনার জন্য কেউ আছে কিনা খুজে দেখতে পারেন।
তবে এসব কাজে ইনকামের কোন গ্যারান্টি নেই এক এক সময় এক এক রকম মানে কত সময় অনেক বেশি আবার কত সময় অনেক কম তবে ধয্য ধরে কাজ করতে পাড়েন আর একটি কথা নির্দুষ্ট কোন সঠিক উপায় নেই অনলাইন ইনকাম করার পদ্ধতি।
আর যেটি আছে যেটি সেটি হলো ফ্রি ল্যান্সিং। আপনার অনলাইনে ভালো মানের স্হায়ী সাইট হলো ফ্রি ল্যান্সিং তাছাড়া কোন ভালো সাইট নেই। তাই আপনার যদি ভালো অভিঙ্গতা থাকে তাহলে তাহলে ফ্রু ল্যান্সিং করতে সেটাই বেটার হবে। সেখান থেকে আপনি অনেক উপার্জন করতে পারবেন তাও আবার কোন প্রকার জামেলা ছারাই আর ফ্রি ল্যান্সিং করতে হলে আপনাকে অবশ্যই ধয্য দরতে হবে। ধয্য না থাকলে কোন দিন সফল হতে পারবেনা। আপনাদের সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য (সোহেল রানা)