ফেসবুক বিশ্বের এমন একটি প্লাটফর্ম যা ছোট-বড় সকলের কাছে একটি পরিচিত নাম।এটি এমন একটি শেয়ারিং প্লাটফর্ম যেখান থেকে আমরা সবাই ভিডিও,ছবি ও ম্যাসেজ ইত্যাদি একে অপরের সাথে বিনিময় করি।এতদিন আমরা জানতাম যে, শুধুমাত্র ইউটিউবে ভিডিও আপলোড করে প্রচুর টাকা ইনকাম বা আয় করা যায়।না,তা সত্য নয়,ইউটিউবের পাশা-পাশি ফেসবুকে ভিডিও আপলোড করে প্রচুর টাকা আয় করা সম্ভব।কি বিশ্বাস হচ্ছেনা!যদি বিশ্বাস না হয়েই থাকে,তবে এই টিউটিরিয়ালটি আপনার জন্য।
ফেসবুক প্লাটফর্ম তার Publishers দের জন্য চালু করেছেন এমন একটি চমৎকার পরিসেবা,যা জানলে আপনি অবাক হবেন।ফেসবুক তার Publishers দের জন্য Facebook Ads Monitization বা In-Stream Ads নামে একটি পরিসেবা দিচ্ছেন। একজন ফেসবুক ব্যবহারকারী উক্ত পরিসেবাটি ব্যবহার করে Facebook এ ভিডিও আপলোড করে Facebook Ads Monitization করে ভিডিওতে Ads লাগিয়ে ধুমচে আয় করতে পারে।এখন হয়তো আর অবিশ্বাস করবেন না!তবে এক্ষেত্রে আপনাকে মানতে হবে ফেসবুকের কিছু নিয়ম-কানুন।আর এসব নিয়মানুযায়ী যদি আপনি ভিডিও আপলোড করেন,তবে অবশ্যই আপনার ইনকাম চালু হয়ে যাবে।
ফেসবুকে ভিডিও আপলোড করে আয় করতে আপনার যা যা থাকা দরকারঃ
- একটি ভাল মানের ফেসবুক পেজ থাকতে হবে
- ফেসবুক পেজটিতে কমপক্ষে ১০,০০০ লাইক থাকতে হবে।
- মানসম্মত ভিডিও আপলোড করতে হবে
- তারপর ফেসবুক মনিটাইজেশন করে আপনার ভিডিও এর উপর অ্যাড চালু করতে হবে।
ভিডিও আপলোডের ক্ষেত্রে আপনার করণীয়ঃ
আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে,যখন ভিডিও আপলোড করবেন,তখন যেন আপনার ভিডিওতে আপনার ফেসবুক পেজের নাম ও Logo ব্যবহার করা হয়।এতে করে আপনার আপলোড করা ভিডিওটি অনেক দর্শকের কাছে পৌছবে।আর বেশি লোকের কাছে পৌছা মানে বেশি বেশি ভিউ।আর অনেক ভিউ মানে আপনার ভিডিওটি মনিটাইজেশন পাওয়া।আর মনিটাইজেশন মানে আপনার ভিডিও এর উপর অ্যাড চালু হয়ে যাওয়া।অ্যাড চালু হয়ে যাওয়া মানে হলো ইনকাম চালু হয়ে যাওয়া।আশা করি বুঝতে পেরেছেন।
In-Stream Ads এর ধারণাঃ
In-Stream Ads এর আরেক নাম হলো Ads Break বা বিজ্ঞাপন বিরতি।অনেক সময় হয়তো লক্ষ করেছেন যে,একটি ভিডিও মাঝে হঠাৎ ৫/১০ সেকেন্ডের বিজ্ঞাপন চলে আসে অথবা ভিডিও এর নিচে App Download এর Ads দেখা যায়।আর এ ধরনের Ads গুলোকে In-Stream Ads বা Ads Break নামে অবহিত করা হয়।আর এই In-Stream Ads আপনার ফেসবুক পেজে ব্যবহার করে ইউটিউবের মতই প্রচুর টাকা আয় করতে পারবেন।
In-Stream Ads এর আরো বিস্তারিত আলোচনা করব অন্য একটি টিউটোরিয়ালে।আশা করি সাথেই থাকবেন।
পরিশেষে বলতে চাই,আমার টিউটোরিয়ালটি যদি আপনার এতটুকু উপকারে আসে,তবে বেশি বেশি শেয়ার এবং মন্তব্য করে জানাবেন।