ইংরেজী শিখতে tense এর কোন বিকল্প নেই.আমাদের প্রধান সমস্যা আমরা tense identify করতে পারি না।কারন আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শুধু রুল মুখস্থনির্ভর।
beginner দের জন্য tense শেখার একটা সহজ উপায়।
আজকে শিখবো present indefinite tense.
চেনার উপায়: বাংলা ক্রিয়ার শেষে যদি (এ,য়,উ,ও,র,ই,ন,অ)
থাকে তাহলে সেটা present indefinite tense হয়।
বাংলা ক্রিয়া চেনার উপায়: হওয়া,খাওয়া,যাওয়া,করা,দেখা,শোনা ইত্যাদি।
Structure: subject+মূল verb এর present form+object.
আমি ভাত খাই-i eat rice(বাংলা ক্রিয়া খাই।সূত্রানুসারে বাংলা ক্রিয়ার শেষে ই আছে (খা+ই)।অতএব এটা present indefinite tense।
এখন present indefinite tense এর structureএ বসালেই হয়ে গেলো)
2.আমি ফুটবল খেলি-we play football (খে+ল+ই)
3.গোলাপ সুবাস ছড়ায়-the rose smells sweet(ছ+ড়া+য়)
3.আমি রাত 10 টায় শুতে যাই -i go to bed at 11’o clock ( যা+ই)
4.তুমি ভাত খাও-you eat rice(খা+ও)
5.চাদ রাতে কিরন দেয়- the moon shines at night (দে+য়)
6.জনি দৈনিক আট ঘন্টা পড়াশোনা করে-jony reads eight hours a day( ক+র+এ)
7.সূর্য পূর্ব দিকে উদয় হয়-the sun rises in the east(হ+য়)
Adjective চেনার উপায়:
শব্দের শেষে যদি এসব প্রত্যয় থাকে তাহলে adjective হয়।
Al- national
Ful-beautiful
Less-mannerless
Ly-friendly
y-healthy
Abl-unable
ible-sensible
Ate-fortunate
Ed-learned
En-golden
ic-economic
ish-childish
istic-egoistic
ive-active
ian/an- indian
Ary-necessary.
বিসিএস ,ব্যাংকসহ অন্যান্য চাকরী পরীক্ষায় একটা কমন প্রশ্ন থাকে parts of speech খুজে বের করা অথবা নামকরন করা।চলুন আজকে কয়েকটা নামকরন শিখি।
**Preposition এর পর যদি একটা single word বসে সেটা noun হয়।
যেমন: i go to house
( to+house=preposition+noun)
**determiner (a, an, the, any, many, much, few, fewer, little, less, all, another, each, every, either, no, neither, this, that, those, my, our, your, his, her, their, its, a lot of, lots of etc) এর পরে noun বসে।
**পৃথিবীতে দুইটা noun পাশাপাশি বসলে সেটা আর কখনো noun থাকে না adjective হয়ে যায়।
He is a school boy.
(আপাতদৃষ্টিতে school boy noun মনে হলেও school হবে adjective আর boy noun)
**Article এর পরে একটা word থাকলে noun হবে।দুইটা word থাকলে adjective+noun.
I have a talk to him (এখানে talk আপাতদৃষ্টিতে verb মনে হলেও এটা noun হবে)
**Linking verb এর পরে কোন একটা word থাকলে সেটা adjective হয়।
I am well(am এর পরে well হবে adjective)
**Adjective এর পরে noun বসে
Bangladesh is a beautiful country.
(Beautiful+country=adjective+noun)
**Possessive adjective এর পরে noun বসে।
My book is red(my+book=possessive adjective+noun).
**Preposition, article, determiner এর পর একটা শব্দ থাকলে সেটা noun.
But me no buts(no+buts=determiner+noun)
**Preposition, article, determiner এর পর দুইটা শব্দ থাকলে সেটা( adjective+noun)
Life is but a walking shadow (a+walking+shadow=article+adjective+noun)
**Preposition, article, determiner এর পর তিনটা শব্দ থাকলে (adverb+adjective+noun)
He is a very good boy(a+very+good+boy=article+adverb+adjective+noun)