জনপ্রিয় সকল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে অন্যতম হলো ফেসবুক। বর্তমান সময়ে আপনি যদি লক্ষ করেন তবে দেখবেন স্মার্টফোন যাদের রয়েছে তাদের প্রায় সবাই ফেসবুকে সক্রিয় থাকছে।
আর বর্তমান সময়ে একটি স্মার্ট ফোন আমরা প্রায় সবাই হাতেই দেখে থাকি। সেহেতু বলা চলে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা রয়েছে প্রচুর। আর এই ফেসবুককে কাজে লাগিয়ে যদি আয় করা যায় তাহলে বিষয়টা মন্দ হয়। ফেসবুক থেকে আয় করা নিয়ে অনেকে প্রায় জানেন, ফেসবুক থেকে অনেক ভাবে অনেক মানুষ আয় করছে। তবে আজ আমরা একটু ভিন্ন ইনকাম আইডিয়া সম্পর্কে জানবো। ফেসবুক গ্রুপ এর সাথে নিশ্চই আমরা সবাই সুপরিচিত। আজ আমরা জানবো এই ফেসবুক গ্রুপ দ্বারা কিভাবে আয় করতে হয়। বিষয়টা শুরুতে একটু অদ্ভুদ লাগতে পারে তবে পুরো আর্টিকেল পড়লে আশাকরি সম্পূর্ণ বিষয়টা বুঝবেন।
ফেসবুক গ্রুপ থেকে কিভাবে আয় করবেন?
এমনিতে ফেসবুক গ্রুপ থেকে সরাসরি আয় করার মতো কোনো সিস্টেম নেই। কিন্তু আপনি যদি একটি ফেসবুক গ্রুপ তৈরি করে তাতে বেশি বেশি মেম্বার বা ফলোয়ার যুক্ত করতে পারেন তাহলে আপনি সেই গ্রুপকে কাজে লাগিয়ে আয় করতে পারবেন। এক্ষেত্রে প্রথমত আপনার কাজ হবে একটি গ্রুপ বানিয়ে, তাতে বেশি বেশি মেম্বার যুক্ত করা। এত জন্য আপনি আপনার বন্ধুবান্ধব এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ার সাহায্য নিতে পারেন। একটু সময় দিলে সহজে আপনি একটি বড় গ্রুপ বানাতে পারবেন।
এখন চলুন আয়ের উপায়গুলো জেনে নেওয়া যাক।
১) এফিলিয়েট মার্কেটিংঃ এফিলিয়েট মার্কেটিং এর বিষয়ে নতুন করে বলার মত কিছু নেই। এই প্রক্রিয়ায় আপনি কোনো এফিলিয়েট নেটওয়ার্ক এর থেকে আপনার কাঙ্খিত প্রোডাক্ট এর লিঙ্ক নিয়ে সেগুলো গ্রুপে শেয়ার করে দিতে পারেন। এখন গ্রুপে থাকা মেম্বার থেকে কারো যদি সেটি পছন্দ হয় তাহলে তারা আপনার দেওয়া লিংকে গিয়ে ঐ প্রোডাক্ট কিনে নিতে পারবে। এখন আপনার লিংকে গিয়ে যদি কোনো ক্রেতা পণ্য কিনে তাহলে তার বাবদে আপনি নির্দিষ্ট পরিমাণে কমিশন আয় করতে পারবেন। এটি ছিল ফেসবুক গ্রুপ থেকে আয় করার প্রথম উপায়।
২)গ্রুপ সেলঃ ফেসবুক গ্রুপের একটি ভালো দিক হলো এখানে যতখুশি মেম্বার এড করা যায়, ফলে কম সময়ে চাইলে বড় একটি গ্রুপ যেকোনো কোম্পানি হা ব্র্যান্ড এর নামে তৈরি করা সম্ভব। এখন অনলাইনে পরিচালিত অনেক কোম্পানি আছে যারা এই ধরনের গ্রুপ খুঁজে থাকে। আবার অনেকে আরো নানান কাজে গ্রুপ কিনে থাকে। এক্ষেত্রে আপনি তাদের কাছে আপনার গ্রুপ সেল করতে পারবেন। তবে মনে রাখবেন আপনার গ্রুপের মেম্বার যত বেশি হবে আপনি তত বেশি দামে আপনার গ্রুপ সেল করতে পারবেন।
৩) বাই সেলঃ অনলাইনে পণ্য বা সার্ভিস বাই সেল করার প্রক্রিয়া বেশিরভাগ নানান গ্রুপে করা হয়ে থাকে। আপনি একটি গ্রুপ বানিয়ে সেখানে থাকা মেম্বারদের সাথে নানান পণ্য বা সার্ভিস বাই সেল করতে পারেন। এক্ষেত্রে ও ভালো আয়ের একটু সুযোগ থাকছে।
এছাড়া আপনি ফেসবুক গ্রুপ দ্বারা ট্রাফিক সেল করা সহ বিজ্ঞাপন ইত্যাদি দ্বারা আয় করতে পারে।
পরিশেষে বলব যদি আপনি আপনার একটি আয়ের রাস্তা তৈরি করার সুযোগ খুঁজছেন তাহলে এই প্রক্রিয়াটি খাটিয়ে দেখতে পারেন।