আসসালামু আলাইকুম | কেমন আছেন সবাই ? আশা করছি সবাই ভালো আছেন | যারা এখন আমার আর্টিকেলটি পড়ছেন, আশা করি তারা সবাই ভূতের গল্প শুনতে ভালোবাসেন | আজকে আমি আপনাদের শোনাবো আমার মায়ের জীবনে ঘটে যাওয়া একটা ভূতের ঘটনা |
আমার মা তখন খুবই ছোট | সে মাছ ধরায় খুব দক্ষ ছিল | বর্ষার সময়, চারপাশে পানি আর পানি তার মাঝে মাঝে ফাকা ফাকা বাড়ী | একদিন বিকেলে আমার মা বরশি আর নৌকা নিয়ে মাছ ধরতে বের হয় | প্রতিদিন নৌকা নিয়ে মাছ ধরতে যাওয়ার সময়, সাথে তার এক হিন্দু বান্ধবীকে নিয়ে যেত | কিন্তু সেদিন মা রাগ করে তার বান্ধবীকে নেয় নি কারণ তার বান্ধবী প্রতিদিন আমার নৌকা করে মাছ ধরতে যায়, মা যখন বলে আজকে তোদের নৌকা নিয়ে মাছ ধরবো সে রাজী হয়না | তাই মনে মনে ঠিক করে সে একাই মাছ ধরতে যাবে |
যে কথা সেই কাজ, একাই গেল মাছ ধরতে | মা যেখানে বসে মাছ ধরছিল সেই জায়গাটা ছিল একটা বটগাছের নিচে | আর সেই বট গাছের পাশেই মার্সেই মার হিন্দু বান্ধবীর বাড়ি | সেদিন মার বসিতে অনেক পুটি মাছ ধরা পড়েছিল | মা মাছধরা এতই ব্যস্ত ছিলেন যে কখন যে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এসেছে সে দিকে তার কোন খেয়াল নেই | সে তো নিচের দিকে তাকিয়ে মাছ ধরছে তো ধরছে’, বরশি ছুঁড়ে আর মাছ ধরা পড়ে | হঠাৎ মায়ের কানে ভেসে আসলো একটি শব্দ, খুব চিকন সুরে কেউ তাকে ডাকছে, “রেহেনারে” | আমার মার নাম রেহানা | মা ডাকটি শুনে প্রথমে ভাবল তার সেই হিন্দু বান্ধবী মাছ ধরার জন্য তাকে ডাকছে |
তাই মা রাগ করে তার ডাকে কোন সাড়া দিল না | মনে মনে ভাবল আজকে তোকে আমার সাথে মাছ ধরতে দিব না | কিছুক্ষণ পর আবার একটা ডাক শুনলো মা, এবার আরও স্পষ্ট এবং চিকন সুরে তাকে ডাক দিল, “রেহেনারে” | এই ডাকটি শোনার পর আমার মা একটু নড়েচড়ে বসলেন | সে চিন্তা করতে থাকলো যে তার বান্ধবী দুর্গার কন্ঠ এত চিকন না | তখন মা মাথা উঁচু করে উপরে তাকিয়ে দেখে চারপাশ পুরো অন্ধকার হয়ে গেছে | আশেপাশে কোন মানুষ নেই | শুধু পানি আর পানি | সবার ঘরে ঘরে সন্ধ্যা বাতি জ্বলতেছে |
মা যখন এসেছিল তখন দূরে মাছ ধরা ছিল, কিন্তু তারাও এখন নেই | তখন মা খুব ভয় পেয়ে গেল আর আল্লাহ নাম মুখে নিয়ে বড়শি ফেলে রেখে খুব জোরে জোরে নৌকা টানছিল | নৌকা বাইতে বাইতে মা তাদের বাড়ির ঘাটে এসে নৌকা থেকে এক লাফ দিয়ে নিচে পড়ে যায় | আর নৌকাটি ভেসে ভেসে চলে যেতে থাকে | শব্দ পেয়ে সবাই ঘর থেকে বের হয়ে মাকে নিয়ে ঘরে চলে যায় | আর তার চাচাত ভাই সাঁতার কেটে নৌকা ঘাটে নিয়ে আসে | আমার খুব জ্বর এসেছিল | সেদিন তাকে আর কিছু খেতে দেওয়া হয়নি | পরদিন সকালে মাকে নিয়ে এসে বটগাছ বাড়ির বুড়ো মহিলাকে দিয়ে একটু ঝাড়ফুক করে আনে | আর মহিলাটি মাকে বলে, তুই যদি গতকাল ওর ডাকে সাড়া দিতেই তাহলে ওই দিনটি হত তোর জীবনের শেষ দিন | তারপর আমার মা আর বিকেলে একা একা মাছ ধরতে যায় নি |
তো বন্ধুরা, আমার এই গল্পটি শুনে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু |