***কবিতাগুলো আমার নিজের লেখা, আশা করছি কবিতাগুলো আপনাদের অনেক ভালো লাগবে***
ভালোবাসা
লিখেছেন মোঃ রাজিব আহসান
ভালোবাসা হল এমন যা সবাই করতে জানে
ভালোবাসার মর্ম কি কেহই তানা মানে
ভালোবাসা মানে দুজনের মাঝে ক্ষণিকের কিছু সুখ
ভালোবাসা মানে সব হারানো থেকে যায় শুধু দুঃখ
অনেকেই বলে ভালবাসা কি আমরা তাহা জানি
ভালোবাসা মানে দুচোখের কোনে টলমল করে পানি
ভালোবাসিলে মনের মাঝে নেমে আসে শুধু ক্রোধ
এরি কারণে জীবনে আসে বেদনাময় এক স্রোত
ভালোবাসা যদি মজারি হত এনে দিত যদি সুখ
ভালোবাসার ফলে হতো না খালি হাজারো মায়ের বুক
ভালোবাসা মানে গলা টিপে ধরা চাপা কান্নার কষ্ট
এরি কারণে কত ছেলে মেয়ের জীবন হয়েছে নষ্ট
কেউ কেউ বলে ভালোবাসা নাকি মিষ্টি চকলেট
ভালোবাসা মানে যুবকের হাতে জ্বলন্ত সিগারেট
ভালোবাসা হলে সবারই মন হয়ে যায় আনমনা
ভালোবাসা মানে ঘরে বসে থেকে বিরহের গান শোনা
ভালোবাসা মানে প্রথম-প্রথম রসালো কিছু কথা
তারপর সেই প্রিয় মুখটা হৃদয়ে গাঁথা
এই যুগেতে ভালোবাসা নাকি সার্ভিস দেয় বেশ
পরিচিতি লাভ হতে না হতেই ভালোবাসা নাকি শেষ
পূর্বে ছিল ভালোবাসা মানে রাখালের বাঁশি
বর্তমানে ভালোবাসা মানে নিজের গলায় ফাসিঁ
বিশ্ববাসী জেনে রেখো যদি কোনদিন সুখ চাও
সবকিছুকে আপন করে নিয়ে ভালোবাসা ভুলে যাও
(সমাপ্ত)
পাপ
লিখেছেন মোঃ রাজিব আহসান
মানব জাতির জন্ম হলো প্রভুর ইবাদত
তাই না করে গড়ছে তারা পাপের ইমারত
প্রভুর তৈরি এই দুনিয়ায় সবাই হলো সমান
সেই কথা আজ ভুলে মানব করছে অপমান
এই দুনিয়ার আকাশে বাতাসে আল্লাহর নাম দুলে
পাপের ফলে এই নামগুলো যাচ্ছে তারা ভুলে
কাল রঙের মুখোশ পড়ে করছে নানান কর্ম
প্রতিনিয়ত হাজার হাজার দিচ্ছে পাপের জন্ম
পাপের পাল্লা ভারী হয়েও করছেন প্রভু মাফ
নির্দ্বিধায় এই মানবজাতি তবুও করছে পাপ
দুচোখ দিয়ে দেখছি তাদের কুৎসিত কিছু গুণ
মানব হোয়েও অন্য মানব করছে তারা খুন
মাতাল হয়ে ঘুরছে তারা ভুলছে প্রভুর আদেশ
মাটির মনে তুলছে গোড়ে হিংসা-বিদ্বেষ
পাপের পিছে দিচ্ছে সময় কাটছে তাদের বেলা
নিষ্ঠুর হয়ে রক্ত নিয়ে করছে তারা খেলা
এক হয়ে সব পাপের মানব গাইছে পাপের গান
গান শুনে যত ভালো মানব হারায় তাদের মান
পাপীর হয়ে প্রভুর কাছে করছি আমি দোয়া
পাপ থেকে যেন মুক্তি পায় তোমার এই দুনিয়া
হে পাপী ভাই বলছি তোমায় পূন্যের কাজে লড়ো
প্রভুর কাছেও বলছি তাদের রহমত দান করো
(সমাপ্ত)
***কবিতা গুলো পড়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ***