আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগন। কেমন আছেন আপনারা সবাই?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলে নিজ নিজ অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনাই ব্যক্ত করি সবসময়।
এফিডেভিড / হলফনামা কি?
উচ্চপর্যায়ের কোন ধরণের কাজের ক্ষেত্রে কিংবা আইনি কোন ধরণের কাজের ক্ষেত্রে মুখে বলার চেয়ে ডকুমেন্টের খুব বেশি প্রয়োজন হয়ে থাকে। আমাদের সমস্যাসমূহ ,আমাদের কোন ডকুমেন্টের সংশোধন করতে ,কিংবা কোন বিষয়কে আইনি জটিলতার উর্ধে সমাধান করার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি এফিডেভিফিড
এফিডেভিট কেন করতে হয়?
এফিডেভিট ইংরেজি শব্দ। বাংলায় এর নাম হল হলফনামা। মূলত কোন ব্যক্তিগত,পারিবারিক ,কিংবা রাষ্ট্রীয় কোন কাজকে কেন্দ্রকরে কোন আইনে বিজ্ঞ ব্যক্তির সমন্বয়ে লিখিত প্রতিবেদন উপস্থাপনা করার মাধ্যমকে বলা হয় এফিডেভিড। মূলত কোন বিষয়কে পরিবর্তন ,সংশোধন এবং পরিমার্জন করার ক্ষেত্রে গ্রহণযোগ্য হয়ে থাকে এফিডেভিড।
এফিডেভিট কিভাবে করতে হয়?
অপরিবর্তনশীল কোন ক্ষেত্রে এফিডেভিড গ্রহণযোগ্য হবে না। ধরুন আপনি আপনার পরিচয়পত্রের নাম সংশোধন করতে চান সেক্ষেত্রে প্রয়োজন হতে পারে এফিডেভিড। সেক্ষেত্রে আপনাকে কোন আইনে জ্ঞানসম্পূর্ণ সরকারি কর্তৃক নিয়োগকৃত ব্যক্তির নিকট গিয়ে আপনার সমস্যা উপস্থাপন করতে হবে। সেই সাথে আপনাকে পূর্ববর্তী কোন বিষয়ের উপর অধিকার হস্তক্ষেপ করা যাবে না।
মূলত সম্পূর্ণরুপে অধিকারহীন কোন ধরণের বিষয় সম্পর্কে আপনাকে উল্লেখ করতে হবে এফিডেভিডএ। আর পরবর্তীতে তা আপনি সংশোধন করার সুযোগ পাবেন।মূলত ঠিক কোন ধরণের বিষয়ে আপনি এফিডেভিড করবেন তা সম্পর্কে আপনাকে আগে থেকে জ্ঞান রাখতে হবে।
সার্টিফিকেট সংশোধন এর ক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে এফিডেভিট। অনেক সময় আমাদের প্রশংসাপত্রে নাম ভুল দেওয়া হয়ে থাকে। নাম ভুল দেওয়ার কারণে আমাদের নানান ধরণের কাজের ক্ষেত্রে বেশ সমস্যায় পড়তে হয়। তাই সেই সকল ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয়ে থাকে এফিডেভিড।কোন ধরণের মালিকানা ,অংশীদারিত্ব, বিচ্ছেদ আরও নানান ধরণের বিষয়ে আমাদের প্রয়োজন হয়ে থাকে এফিডেভিড।তাই আপনার যদি কোন কাজে এফিডেভিড করার প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনাকে কোন আইনি পরামর্শক এর প্রয়োজন হবেই।তাই অবশ্যই আপনাকে আইনি অভিজ্ঞ কোন ব্যক্তির কাছে আপনার মতামত তুলে ধরুন। বাকি কাজ তারাই সম্পন্ন করে দিবে।তবে আপনাকে এফিডেভিড এর ক্ষেত্রে নিজের পুরো পরিচয় অবশ্যই উল্লেখ করে নিতে হবে।
আজ এই পর্যন্তই।ধন্যবাদ সবাইকে।সামনে নতুন কোন ধরণের, নতুন কোন টপিক নিয়ে হাজির হব আপনাদের সামনে।ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন,হাশিখুশি থাকুন।সেই সাথে আজকের পোস্ট নিয়ে আপনি আপনার মূল্যবান মতামত তুলে ধরুন আমাদের সামনে। নতুন কোন বিষয় সম্পর্কে জানতে চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমাদের
মাস্ক পড়ুন
সুস্থ থাকুন