হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালোই আছেন। আজকের আর্টিকেল তে আমরা ভালোবাসা ও ভালো লাগার মেঝে পার্থক্যটা জানার চেষ্টা করবো। ভালোবাসা এবং ভালো লেগে যাওয়া বিষয়টিকে আমরা অনেকে এক ভেবে বসে থাকি। এই জায়গাতে তৈরি হয় অনেক বড় ভুলের। এই দুটি কোথার মাঝে আকাশ পাতাল এর মতই ফারাক বলা চলে। কি সেই পার্থক্যগুলো, এবং কিভাবে আমরা বুঝবো কোনটা ভালোবাসা কোনটা ভালো লাগা সবগুলো বিষয় সম্পর্কে আপনাদের নিচে বলছি।
ভালোবাসা এবং ভালোলাগার মধ্যে পার্থক্য কি?
প্রথমে, ভালোলাগার বিষয়টা যদি বলি, আমাদের যেকোনো সময়, যেকোনো জায়গাতে, যে কাউকে ভালো লেগে যেতে পারে। কার কখন কোথায় কাকে ভালো লাগে যেতে পারে এটা কেউ কখনো বলতে পারে না। তবে মাথায় রাখতে হবে এটা ভালোলাগা। যেটা চট করে হয়ে যায়।
কিন্তু ভালবাসা চট করে এক দিনে হয়না। আপনি একজনকে দেখলেন তাকে আপনার পছন্দ হয়ে গেলো, তার মানে আপনি এটা বলতে পারবেন না যে আপনার তার প্রতি ভালোবাসার সম্পর্ক উদ্ভব হয়েছে।
ভালোবাসা কথাটির সাথে জড়িয়ে থাকে হাসি, কান্না, যত্ন, হারানোর ভয় এসব কিছু। যেটা সহজেই হওয়ার নয়। আবার যদি হয় তবে সহজে এটা ভোলার নয়।
সত্যি বলতে একজন মানুষের অনেকজন কে ভালো লেগে যেতে পারে। আর এটা সবার ক্ষেত্রেই একই। যেটাকে আমরা বলি ক্রাশ (Crush) খাওয়া।
আপনি বলুন তো, নিশ্চয় আপনি কারো উপর কখনো না কখনো ক্রাশ খেয়েছেন তাইনা? সেটা হতে পারে আপনার বন্ধুর উপরে, কিংবা সিনিয়র কারো উপরে, অথবা কোনো সেলিব্রিটির উপরে। যেমন, সেলিরব্রেটির উপরে আমরা ক্রাশ খেয়ে থাকি।
আমরা এটা ভালো করেই জানি, আমরা যে সেলিব্রিটির উপরে ক্রাশ খাচ্ছি তাকে আমরা ভালোবাসি না। এটা শুধুই ভালোলাগা। তাকে আপনার ভালো লাগে এটিতুকুতেই সব সীমাবদ্ধ।
আপনি চাইলে কখনো তাকে ভালোবাসতে পারলেও এটা সম্ভব হওয়ার নয়। সুতরাং এটাকে সহজেই বলা যাবে ভালোলাগা।
কিন্তু যেখানে হারানোর ভয় থাকে, মিস করা নামক বিষয়টা থাকে, যত্ন থাকে সেখানে চলে আসে ভালোলাগা নামের কথাটি।
ভালোবাসা সহজে হওয়ার নয়। আপনার মধ্যে একজনের প্রতি ভালোবাসার জন্ম হলেও হতে পারে তার মধ্যে আপনার প্রতি ভালোবাসার জন্ম হয়নি।
তাহলে এখন প্রশ্ন আপনি কিভাবে বুঝবেন যে আপনার বিষয়টি ভালোবাসা নাকি ভালোলাগা? যখন আপনার কাওকে পছন্দ হবে তখন কিভাবে বুঝবেন সেটা ভালবাসা কিনা?
যখন আপনার তাকে ভালো লাগবে তখন আপনি তাকে নিয়ে ভাববেন, তার সাথে দেখা হলে আপনার ভালো লাগবে। কিন্তু তাকে হারিয়ে ফেলার ভয় আপনার থাকবে না। তাকে পাওয়া নিয়ে কোনো আকাঙ্খা আপনার থাকবে না।
অন্যদিকে যদি আপনি তাকে ভালোবেসে থাকেন তবে, তার কথা আপনার প্রতিনিয়ত মাথায় আসতে থাকবে, আপনি যে কাজেও ব্যস্ত থাকুন তার কথা আপনার সবসময় মনে পড়বে, তাকে হারিয়ে ফেলার ভয়ে আপনার চোখে জল আসবে, তাকে পাওয়ার ইচ্ছে সবসময় আপনার থাকবে। অন্তত তাকে নিয়ে কোনো খারাপ চিন্তা আপনার মাথায় আসবে না। কারণ আপনি তাকে সত্যিকারের ভালোবাসেন।
তার সাথে আপনার একদিন দেখা না হলে আপনার মন উত্তেজিত হয়ে উঠবে। আর এসব লক্ষণ এর ফলে আপনি বুঝবেন আপনি কাওকে ভালবেসে ফেলেছে।
বন্ধুরা আশা করছি আপনারা ভালোমতই বুঝতে পেরেছেন ভালোবাসা এবং ভালোলাগার মধ্যেকার পার্থক্যটা আসলে কি। এই পর্যন্ত ছিল আর্টিকেলটা, আল্লাহ হাফেজ।