৪৩ জনের মৃত্যু রাশিয়ার বিমান দুর্ঘটনায় –
বিমান দুর্ঘটনা এমন একটা বিষয় হয়ে দাড়িয়েছে প্রায় প্রতিদিনই কোনো না কোনো দেশে এই রকম ঘটনা শুনতেই পাই।
সেরকমই আবার রাশিয়ার শেরেমেতেভো বিমানবন্দরে একটি বিমানে ঘটেছে । বিমানটি ছিলো যাত্রীবাহী । বিমানের নাম ছিল সুখোই সুপারজেট-১০০ । বিমানটি উড্ডয়ন করার পর পরই যান্ত্রিক ত্রুটি দেখা দেয় । এরপর পাইলট বিমানবন্দরের কর্তৃপক্ষের কাছে বার্তা পাঠিয়েছিল ।
তারপর পরই বিমানটির জরুরী অবতরণ করা হয় । বিমানটি ১ম বার নামতে ব্যার্থ হয় কিন্তু ২য় বার বিমানটি জরুরী অবতরণে সফল হয় । বিমানটির জরুরী অবতরণ স্লাইড ব্যবহার করে যাত্রীরা বের হয় । বিমানরক্ষি ক্রুরা যাত্রী রক্ষাকরার বেশি সময়ও পায়নি , তারা মাত্র ১মিনিট বা তার চেয়ে কম সময় পেয়েছে ।
বিমানের যাত্রী ছিল ৭৮জন । আর মৃতের সংখ্যা ৪৩ জন ।
” একজন বেচে যাওয়া যাত্রী জানান – যারা বেচে গেছেন তারা দৈবিক ভাবে বেচে গেছেন ।”
এটা থেকে বোঝা যায় কতোটা ভয়ংকর দুর্ঘটনা ।
সংবাদ সংগৃহীত হয়েছে ,(প্রথম আলো )