হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই বরাবরের মতো বেশ ভালোই আছেন। আবারো নতুন একটি আর্টিকেল নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের আর্টিকেল দ্বারা আমরা নববর্ষ সম্পর্কে কিছু মোটিভেশনাল কথা সম্পর্কে জানার চেষ্টা করবো। নববর্ষ বলতে আমরা বাংলা আর ইংরেজির প্রথম দিনে যেটিকে পালন করে থাকি সেটিকেই বুঝানো হয়েছে। নববর্ষ উৎযাপন সম্পর্কে কিছু মোটিভেশনাল কথা-
আমরা সবাই আনন্দ প্রিয় মানুষ। আনন্দ ফুর্তি করতে কার না ভালো লাগে বলুন? কিন্তু এই আনন্দ ফুর্তি করতে গিয়ে যাতে কোনো অঘটন বা খারাপ কিছু হয়ে না যায় এটাও বেশ বিবেচ্য একটি বিষয়। আজকের এই আর্টিকেলটা মূলত সতর্কতা মূলক মোটিভেশনাল টাইপের একটি আর্টিকেল হবে, আসা করছি এই আর্টিকেলটা আপনাদের জন্য শিক্ষণীয় হবে। তাই মনোযোগ সহকারে একটু সময় নিয়ে পুরোটা পড়বেন।
” নিজের খুশির জন্য অন্যের খুশিকে নষ্ট করিও না,
নিজের আনন্দের জন্য অন্যকে কান্না করতে দিও না।”
উক্তিটির মূল ভাবার্থ হচ্ছে নিজেকে খুশি করা বা আনন্দ দেওয়ার জন্য কখনো আমাদের অন্যের খুশিকে নষ্ট করে দেওয়া উচিৎ নয়। বরং আমাদের উচিত অন্যকে খুশি রাখা। নিজের আনন্দের জন্য কখনো অন্যকে কান্না করতে দেওয়া উচিত নয়। ভাবছেন কথা গুলো কেন বলছি হয়তো? আমরা সবাই নববর্ষে আনন্দ করি সেসব ভালো কথা। কিন্তু দেখা যায় আমাদের আনন্দ এমন পর্যায়ে চলে যায় যেটা থেকে অঘটনের সৃষ্টি হতে পারে। নিজেকে খুশি করতে গিয়ে যাতে অন্যের অঘটন না ঘটে এই বিষয়ে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে।
শুধু নববর্ষ বলে কথা নয় আমরা সব ধরনের ইভেন্টে আনন্দ করবো, সবার সাথে শুভেচ্ছা বিনিময় করবো, সবাইকে খুশি রাখবো এবং নিজেকেও খুশি রাখবো। কিন্তু আমরা কখনো এমন কিছুই করবো না যেটা দ্বারা কোনো অঘটনের সূত্রপাত হতে পারে। যখন আপনি বুঝতে পারবেন যে আপনার আনন্দের জন্য অন্য কারো ক্ষতি হতে পারে তখন আপনি সেই আনন্দ করা বাদ দিন। কি আসলো আর গেলো একটা আনন্দ বাদ গেলে? এতে যদি কোনো অঘটন না ঘটে তবে আপনি আপনার সামান্য খুশি কেন বিসর্জন দিতে পারবেন না বলুন?
৩১ ডিসেম্বর নববর্ষের খুশিতে আমরা অনেকে অনেক ভাবে আনন্দ ফুর্তি করেছি। কিন্তু ভাবতে গেলে হয়তো আমাদের এই আনন্দের জন্য অন্য কারো ক্ষতি হয়েছে যেটা আমরা পাত্তা দেইনাই। কিন্তু ভালোমতো চিন্তা করতে গেলে হয়তো আমরা কোনো অঘটন করেছি। তাহলে একদিনের আনন্দের জন্য কেন এসব? জীবনে অঘটন করে কখনো আনন্দের সূচনা হতে পারে না। আর এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে।
আশা করছি এই আর্টিকেল দ্বারা আপনাদের কি মেসেজ দিতে চেষ্টা করেছি সেটা আপনারা বুঝতে পেরেছেন। আশা করবো কথা গুলো মাথায় রাখবেন, শেষ করছি আজ , আল্লাহ হাফেজ।